বঙ্গবন্ধুর জন্মদিনে শিশুদের ‘ক্যানভাস আর্ট ফেস্ট’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন জাতীয় শিশু দিবসে শিশুদের জন্য উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2016, 11:53 AM
Updated : 7 Feb 2016, 11:53 AM

১৭ মার্চ মঙ্গলবার পল্লবীর ৩২ নম্বর রোডে ‘সেন্টার ফর অ্যাডভান্স নারচারিং অ্যান্ড ভিজ্যুয়াল আর্ট স্টাডিজ-ক্যানভাস’ ক্যম্পাসে ‘ক্যানভাস আর্ট ফেস্ট ২০১৬’ নামে দিনব্যাপী এ প্রতিযোগিতা চলবে।

২০১৩ সাল থেকে প্রতিবছর ক্যানভাস এডুকেশনাল ইন্সটিটিউট এ আয়োজন করে আসছে। এবারের আয়োজনে ওয়েব পার্টনার হিসেবে রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিন থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য উন্মুক্ত প্রতিযোগিতার পাশাপাশি এবার বিশেষভাবে মাসব্যাপী চারুকলা কর্মশালা ‘আর্ট ক্যাম্প’ করতে যাচ্ছে তারা।  

১৫ মার্চ পর্যন্ত উন্মুক্ত প্রতিযোগিতায় অংশ নিতে বিনামূল্যে নিবন্ধন করা যাবে।

এছাড়া একমাসের আর্ট ক্যাম্পে অংশ নিতে ১২শ টাকা দিয়ে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন করা যাবে।

২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মাসিক ক্যাম্পে অভিজ্ঞদের তত্ত্বাবধানে চিত্রাঙ্কন ও রং, কারু ও মৃত্তিকা শিল্প, স্থির ও ছাপচিত্র, ভাস্কর্যসহ শিল্পকলার বিভিন্ন বিষয়ে চার সপ্তাহ ধরে সারা দিন কর্মশালা চলবে।  

নিবন্ধন ফরম পূরণ করে ক্যানভাসের পল্লবী ক্যাম্পাসে জমা দিতে হবে; ক্যানভাসের ফেইসবুক পেইজে থেকে ও +৮৮০১৭১৫০১৩২৩৪ নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানা যাবে।