রাষ্ট্রপতির সঙ্গে নেপালের বিদায়ী দূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2015, 12:42 PM
Updated : 29 Nov 2015, 12:51 PM

রোববার বিকেলে নেপালের দূত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন বলে জানান প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাক্ষাতের সময় বিদায়ী রাষ্ট্রদূত সম্প্রতি নেপালের ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম এবং পুনর্গঠনে বাংলাদেশের সহযোগিতার জন্য সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশ, ভূটান, ভারত ও নেপালের মধ্যে স্বাক্ষরিত বিবিআইএন চুক্তি বাস্তবায়নে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন নেপালের রাষ্ট্রদূত।  

এই চুক্তি চার দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।

প্রেস সচিব জানান, নেপালের উপর জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান বিদায়ী দূত।

গত চার বছর নিজের দায়িত্ব পালনের সময় সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান হরি কুমার।

প্রেস সচিব বলেন, দুদেশের বিরাজমান সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, বিবিআইএনের ফলে আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি পেলে এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

বুয়েট ভিসির সঙ্গে সাক্ষাৎ

পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য খালেদা একরাম।

উপাচার্য বুয়েটের সার্বিক কার্যক্রম নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন বলে জানান প্রেস সচিব।

তিনি বলেন, “বুয়েটের উপাচার্য রাষ্ট্রপতিকে জানান, তার বিশ্ববিদ্যালয়ে বায়ো-মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু হয়েছে, যা দেশের চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়নে ভূমিকা রাখবে। বুয়েটের গ্রন্থাগারের ডিজিটাইজেশন করা হয়েছে বলেও রাষ্ট্রপতিকে জানান তিনি।

বুয়েটে নিউক্লিয়ার পাওয়ার ইউনিট স্থাপনের বিষয়ে বুয়েটের উপাচার্য রাষ্ট্রপতির সহযোগতিা চান বলেও জানান প্রেস সচিব।

আর রাষ্ট্রপতি গবেষণা সংক্রান্ত কার্যক্রম বাড়াতে বুয়েটের উপাচার্যকে আহ্বান জানান।