ওমানে কারাবন্দি ২৫ বাংলাদেশিকে সাধারণ ক্ষমা

ওমানের কারাগারে বন্দি ২৫ বাংলাদেশিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন দেশটির সরকার প্রধান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2015, 03:13 PM
Updated : 26 Nov 2015, 03:13 PM

ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর রবিউল ইসলাম ইমেইলে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, গত ১৮ নভেম্বর ওমানের ৪৫তম জাতীয় দিবস (ন্যাশনাল ডে সেলিব্রেশন) উপলক্ষে দেশটির সুলতান কাবুস বিন সাঈদ আল সাইদ কারাবন্দি ২৫ বাংলাদেশিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন।

এই ২৫ জন বিভিন্ন অপরাধে দেশটির কারাগারে বন্দি ছিলেন বলে জানান রবিউল।

মধ্যপ্রাচ্যের আকর্ষণীয় শ্রমবাজার ওমানে প্রায় ৬ লাখ বাংলাদেশি কাজ করছেন, যাদের অনেকেই অবৈধভাবে দেশটিতে থাকছেন। 

এর আগে গত ৩ মে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে দেশটির সরকার, যার মেয়াদ শেষ হয় ২৮ অক্টোবর।