নেদারল্যান্ডসের সবজি খামারে প্রধানমন্ত্রী

কোনো রাসায়নিক ব্যবহার ছাড়াই আলো ও তাপ নিয়ন্ত্রণের মাধ্যমে স্বল্প জায়গায় অধিক টমোটো উৎপাদন, রাসায়নিক ছাড়াই ফল ও সবজি সংরক্ষণ করে- নেদারল্যান্ডসে এমন দুটি খামার ও সংরক্ষণাগার ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুমন মাহবুব হেগ থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2015, 05:11 PM
Updated : 5 Nov 2015, 05:20 PM

বৃহস্পতিবার দুপুরে  সংরক্ষণাগার কর্নস্ট্রা অ্যান্ড কোম্পানিতে যান শেখ হাসিনা।

কোনো ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার না করেই শুধু তাপ নিয়ন্ত্রণ করে এখানে ফল ও সবজি সংরক্ষণ করা হয়।

প্রধানমন্ত্রী এই সংরক্ষণ কেন্দ্রের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

সারা বছর বিভিন্ন এলাকা থেকে ফল ও সবজি এনে এখানে সংরক্ষণ করা হয়। এখান থেকে পণ্য বের করে সেগুলো বিভিন্ন দেশে রপ্তানিও করা হয়।

পরে প্রধানমন্ত্রী টমেটো ওয়ার্ল্ডে যান।

সেখানেও কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার না করে আলো ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করে অল্প জায়গায় স্বাভাবিকের চেয়ে বেশি টমেটো উৎপাদন করা হয়।

টমেটো ওয়ার্ল্ডে ৫০ ধরনের টমেটো উৎপাদন করা হয়।

এখানে উৎপাদিত একটি বিশেষ ধরনের টমেটোর বীজের প্রতি কিলোগ্রামের দাম বাংলাদেশি টাকায় ৮০ লাখ।

কর্নস্ট্রা অ্যান্ড কোম্পানি এবং টমেটো ওয়ার্ল্ড পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা তার সঙ্গে ছিলেন।