খুলনায় ‘চরমপন্থি’ গ্রেপ্তার

খুলনায় চরমপন্থি দলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2015, 01:32 PM
Updated : 8 Oct 2015, 01:32 PM

রূপসা উপজেলার সামন্তসেনা গ্রাম থেকে বুধবার গভীর রাতে আব্দুর রহমানকে (৩৫) গ্রেপ্তার করা হয় বলে জানান খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি ত ম রোকনুজ্জামান।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার রামনগর গ্রাম থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে জানান তিনি।

“স্থানীয় আব্দুল মজিদের ছেলে আব্দুর রহমান পূর্ব বাংলার কমিউিনিস্ট পার্টি (এমএল) জনযুদ্ধের আঞ্চলিক নেতা।”

ওসি রোকনুজ্জামান জানান, বুধবার রাতে গোপন সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল আব্দুর রহমানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

“পরে তার দেওয়া তথ্যমতে দুপুরে তার সহযোগী ফয়সাল আহম্মেদের বাড়িতে অভিযান চালিয়ে মাটিতে পুতে রাখা একটি বিদেশি বন্দুক ও পাঁচ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়।”

তবে ফয়সালকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান তিনি।

আব্দুর রহমানের বিরুদ্ধে চারটি হত্যা ও দুইটি অস্ত্র মামলা রয়েছে বলেও জানান ওসি রোকনুজ্জামান।