ভূমি মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন সমঝোতা চুক্তি

সরকারের কর্মকাণ্ড গতিশীল এবং জনগণের কল্যাণমূলক কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ভূমি মন্ত্রণালয় ও এর অধীন সব দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ২০১৫-১৬ অর্থবছরের কার্যসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2015, 10:47 AM
Updated : 8 Oct 2015, 10:47 AM

বৃহস্পতিবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এবং প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের উপস্থিতিতে চুক্তি সই হয়।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল আলমের সঙ্গে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এম এ রব হাওলাদার, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল ও মন্ত্রণালয়ের অন্যান্য দপ্তর প্রধানদের চুক্তি স্বাক্ষরিত হয়।

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, এদেশে বিভিন্ন সময়ে ব্রিটিশ সরকার, পাকিস্তান সরকার অঞ্চলভেদে ভূমি ব্যবস্থাপনায় বিভেদের সূত্র গেঁথে রেখে গিয়েছিল। এর শিকড় একদিনে উপড়ে ফেলা সম্ভব নয়।

মন্ত্রী বলেন, “গণমানুষের ভোগান্তি দূর করে জনসেবাকে মানুষের দ্বারে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে সুসমন্বিত, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক কর্মপরিকল্পনার মাধ্যমে এগুতে হবে।”