শ্রমিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিতের দাবি

শ্রমিকদের চাকরি স্থায়ী করা ও চাকরির নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে একটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2015, 01:41 PM
Updated : 7 Oct 2015, 01:41 PM

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল নামে একটি সংগঠন ওই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে সংগঠনের চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, “বাংলাদেশসহ বিশ্বের বহু দেশ শ্রমিকদের অস্থায়ী ও নিরাপত্তাহীনভাবে নিয়োগ দেয়। এর ফলে এসব শ্রমিক আইনগত অধিকার এবং সংগঠন করার অধিকার থেকে বঞ্চিত হয়।”

এ সব শ্রমিকরা জটিল রোগ বা কর্মস্থলে দুর্ঘটনায় পড়লে মালিকপক্ষ বা কেউ এদের দায়িত্ব নেয় না বলেও মন্তব্য করেন তিনি।

নজরুল বলেন, “আইনে বলা আছে একটি নির্দিষ্ট সময় পর তাদের চাকরি স্থায়ী করা হবে, কিন্তু তা করা হয় না। তাই আমাদের দাবি সমস্ত শ্রমিকদের তাদের প্রাপ্য অধিকার দেওয়া হউক।”

বাংলাদেশে ব্যাপক হারে অস্থায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানান সংগঠনের মহাসচিব বাবুল আখতার।

তিনি বলেন, “গ্রামীণফোনসহ দেশের বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠানে অস্থায়ীভাবে লোক নিয়োগ করা হচ্ছে। অস্থায়ীভাবে শ্রমিক নিয়োগের মাধ্যমে মালিকপক্ষ লাভবান হলেও শ্রমিক শ্রেণি সামাজিকভাবে মানবেতর ও নিম্নমানের জীবনযাপন করতে বাধ্য হয়।”

শ্রমিকদের চাকরি স্থায়ী করার দাবি জানিয়ে তাদের চাকরির নিরাপত্তার নিশ্চয়তার শতভাগ করার দাবিও জানান তিনি।

আন্তর্জাতিক অনিশ্চিত শ্রম দিবস উপলক্ষে আয়োজিত এই মানববন্ধনে ভাইস চেয়ারম্যান আমিরুল হক আমিন, কুতুব উদ্দিন আহমেদ, নির্বাহী সদস্য বাবু রায় রামেশ চন্দ্র বক্তব্য দেন।