রোকেয়ায় বঙ্গবন্ধু ছাত্র হল চালু

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ নামে একটি ছাত্র হল চালু হয়েছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2015, 10:21 AM
Updated : 7 Oct 2015, 10:21 AM

মঙ্গলবার দুপুরে উপাচার্য এ কে এম নূর-উন-নবী আনুষ্ঠানিকভাবে হলটির উদ্বোধন করেন। এটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য প্রথম আবাসিক হল।

এর আগে ২০১৩ সালের ১৪ জুলাই শেখ ফজিলাতুন্নেছা মুজিব নামে ৩৪৬ ছাত্রীর আবাসিক সুবিধাসম্পন্ন একটি ছাত্রী হল চালু করা হয়। 

উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, “শুধু থাকার জন্য নয় বরং নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উপযুক্ত পরিবেশে লেখাপড়া ও গবেষণার জন্য এই আবাসিক হল।”

পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে হলটিতে সহবাস্থানের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান উপাচার্য।

উদ্বোধন অনুষ্ঠানে প্রভোস্ট কমলেশ চন্দ্র রায়, কলা অনুষদের ডিন নাজমুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মতিউর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট তুহিন ওয়াদুদ, প্রক্টর শাহিনুর রহমান, নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।

ছয়তলার এই হলে ৩৭০ জন ছাত্র আবাসিক সুবিধা পাবেন বলে জানান হলটির প্রভোস্ট কমলেশ চন্দ্র রায়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোর্শেদ উল আলম জানান, চলতি মাসেই ছাত্রদের জন্য নির্মিত শহীদ মুখতার ইলাহী হলটিও চালু করা হবে। এছাড়া ১০তলা বিশিষ্ট আরেকটি ছাত্রী হল নির্মাণের জন্য অর্থ বরাদ্দ পাওয়া গেছে। শিগগিরই নির্মাণ কাজ শুরু হবে।