কালিয়াকৈরে গৃহবধূকে নির্যাতন: ভাই গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ছোট লতিফপুর গৃহবধূকে চুলে ধরে লাঠিপেটা করার মামলার আসামি ওই নারীর ভাইকে পুলিশ গ্রেপ্তার করেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2015, 07:57 AM
Updated : 7 Oct 2015, 08:20 AM

বুধবার সকালে সাভারের আশুলিয়া থেকে হোসেন খাঁকে আটক করা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা কালিয়াকৈর থানার এসআই মো. মিজানুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে আশুলিয়া এলাকায় অভিযান চালোনো হয়। পরে তাকে কালিয়াকৈর থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনার পর থেকেই মাতবর জালাল উদ্দিন ও হোসেন খাঁসহ তিন আাসমি পলাতক ছিলেন বলে জানান তিনি।

সোমবার দুপুরে বাড়ি গিয়ে কালিয়াকৈরের ছোট লতিফপুর গ্রামে এক নারীকে (৪২) চুল ধরে লাঠিপেটা করেন স্থানীয় মাতবর মো. জালাল উদ্দিন আহমদ। তাকে সহায়তা করেন ওই নারীর ভাই হোসেন খাঁ।

ওই ঘটনায় ওই রাতেই নির্যাতিতা বাদী হয়ে স্থানীয় মাতবর মো. জালাল উদ্দিন আহমদ, ওই নারীর ভাই হোসেন খাঁ এবং বোনকে (নাম প্রকাশ করা হলো না) আসামি করে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন।