গ্যাসের আগুনে দগ্ধ ছেলের পর এবার মারা গেল বাবা

রাজধানীর কাফরুলে গ্যাসের লাইন ছিদ্র হয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ছয়জনের মধ্যে ছেলের পর এবার বাবাও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2015, 05:48 AM
Updated : 5 Oct 2015, 05:48 AM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, সোমবার সকাল ৭টার দিকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন দেলোয়ার হোসেনের (৪৫) মৃত্যু হয়।

এর আগে শনিবার দেলোয়ারের ছেলে জাহিদ হোসেন (১৪) মারা যান। আট দিন আগের ওই দুর্ঘটনায় দগ্ধ আরও চারজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গত ২৭ সেপ্টেম্বর কাফরুলের পূর্ব সেনপাড়ায় গ্যাস লাইনের ছিদ্র থেকে দেলোয়ারের টিনের ঘরে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেলোয়ারের স্ত্রী সালেহা বেগম, তার দুই মেয়ে আমেনা ও ফাতেমা এবং আমেনার শিশু সন্তান আরমান হাসপাতালে ভর্তি আছেন। তাদের শরীরের ১৬ থেকে ৪০ শতাংশ পুড়ে গেছে।

এদিকে রোববার রাতে ঢাকার বানানী এলাকার বউবাজার বস্তিতে গ্যাসের লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মো. রহিম ও সাত্তার হোসেন নামের দুইজন দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন বলে এএসআই সেন্টু জানান।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতিকুল আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্যাস লাইনে বিস্ফোরণে দুজন দগ্ধ হওয়ার খবর তারা পেয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তাদের হাতে নেই।