পেসার শাহাদাতের বিরুদ্ধে জবানবন্দি দিলেন গৃহকর্মী হ্যাপি

ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলায় শিশু গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপি তার ওপর নির্যাতনের বর্ণনা করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2015, 02:38 PM
Updated : 21 Sept 2015, 02:38 PM

ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী সোমবার বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত তার খাসকামরায় এ জবানবন্দি গ্রহণ করেন।

জবানবন্দি নেওয়ার পর বিচারক তাকে ভিক্টিম সাপোর্ট সেন্টারে পাঠিয়ে দেন।

সংশ্লিষ্ট আদালতের পুলিশ কর্মকর্তা এসআই নবী হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্রিকেটার শাহাদাত রুটি  বানানোর বেলন দিয়ে বারবার পিটিয়ে পরে আঘাতের স্থানে বরফ লাগাতেন বলে হ্যাপি জবানবন্দিতে আদালতে জানিয়েছেন।

“চোখের উপর অংশে বেশ কয়েকবার বেলন দিয়ে পেটানো হয়েছে বলেও আদালতকে জানিয়েছে সে।”

গত ৬ সেপ্টেম্বর গৃহকর্মী হারিয়ে গেছে জানিয়ে শাহাদত মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার কয়েক ঘণ্টা পর খন্দকার মোজ্জাম্মেল হক নামে এক সাংবাদিক পল্লবীর সাংবাদিক কলোনি এলাকা থেকে হ্যাপি নামের ওই গৃহকর্মীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন।

পরে থানায় নেওয়া হলে ওই কিশোরী পুলিশের কাছে অভিযোগ করে, শাহাদত ও তার স্ত্রী তার উপর নির্যাতন চালাতেন।

এ বিষয়ে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে সাংবাদিক মোজাম্মেল হক বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

এরপর থেকেই স্ত্রীসহ আত্মগোপনে রয়েছেন শাহাদাত। পুলিশ এখনও তাকে খুঁজে বের করতে পারেনি।

এদিকে গৃহকর্মী নির্যাতনের এ অভিযোগ ওঠায় গত ১৩ সেপ্টেম্বর পেসার শাহাদাত হোসেনকে জাতীয় দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তার বিরুদ্ধে মামলার সুরাহা না হওয়া পর্যন্ত এই পেসারকে সব ধরনের ক্রিকেট কার্যক্রমের বাইরে থাকতে হবে বলে জানায় বিসিবি।