চাঁদপুরে বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড

চাঁদপুরে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন লেগে এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2015, 11:06 AM
Updated : 13 Sept 2015, 11:06 AM

চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক আনোয়ারুল হক জানান, রোববার ভোর ৪টার দিকে শহরের পাওয়ার হাউস এলাকায় অবস্থিত ১৫০ মেগাওয়াট এই বিদ্যুৎ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

“খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পুরো শহরে বিদ্যুৎ সরবার বন্ধ হয়ে যায়।”

আনোয়ারুল হক জানান, বিদ্যুৎ কেন্দ্রের মূল স্থানে চেম্বার নামের একটি যন্ত্রের পানি কমে যাওয়ায় হঠাৎ আগুন ধরে যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ ঘটনার পর প্রায় এক ঘণ্টা পুরো শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।ভোর ৫টার পর সরবরাহ আবার স্বাভাবিক হয় বলে জানান তিনি।