শাহজালালে ১৬ কেজি সোনা উদ্ধার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টয়লেট থেকে ১৬ কেজি সোনা উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2015, 07:03 PM
Updated : 4 Sept 2015, 07:08 PM

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন জোনের একটি টয়লেট থেকে এসব সোনা উদ্ধার করা হয়।

“টয়লেটের মধ্যে টিস্যু পেপারে মোড়ানো অবস্থায় ১৬ কেজি ওজনের সোনার বার ও গহনা পাওয়া যায়।”

নাম প্রকাশে অনীহা জানিয়ে এক কর্মকর্তা বলেন, উদ্ধারকৃত সোনার মধ্যে ১২টি বার ও বেশ কয়েকটি চেইন রয়েছে। প্রতিটি বারের ওজন এক কেজি এবং চেইনগুলোর ওজন চার কেজি।

এসব সোনার বাজারমূল্য আট কোটি টাকার মত বলে মঈনুল খান জানান।

এ ঘটনায় জড়িত সন্দেহে বিমানবন্দর থেকে একজনকে আটক করা হয়েছে বলে জানালেও তার নাম-পরিচয় প্রকাশ করেননি শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।