ভাষা সৈনিক মহিউদ্দিন খান আর নেই

সিরাজগঞ্জের ভাষা সৈনিক এম মহিউদ্দিন খান (৮৮) মারা গেছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2015, 10:14 AM
Updated : 4 Sept 2015, 10:14 AM

বার্ধক্যজনিত কারণে শুক্রবার সকাল ৭টার দিকে সিরাজগঞ্জ শহরের জুবলী বাগান এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

তার ছেলে অ্যাডভোকেট এ. এম. এম. শাকিল শাহরিয়ার খান আনন্দ এ তথ্য জানান।

তিনি তিন মেয়ে, দুই ছেলেসহ বহু আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শাহরিয়ার জানান, বাদ জুম্মা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে (খান সাহেবের ঈদগাহ) নামাজে জানাজা শেষে রহমত কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

জানাজায় জেলা প্রশাসক বিল্লাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।

তার মৃত্যুতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু মো. গোলাম কিবরিয়াসহ ১৪ দলের নেতারা তার আত্মার শান্তি কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

পরিবারের সদস্যরা জানান, এম মহিউদ্দিন খান ১৯৩০ সালের ৭ মার্চ শহরের জুবলী বাগান লেনের পৈত্রিক বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা মফিজ উদ্দিন খান এবং মাতার নাম সারাহ খানম।

১৯৫৫ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন।

১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি ভোরে তিনি মিছিলসহ আমতলায় উপস্থিত হন। ১৪৪ ধারা ভঙ্গ করে পিকেটিং করতে গিয়ে তিনি পুলিশের লাঠিপেটা ও টিয়ার গ্যাসে আক্রান্ত হন।

২৩ ফেব্রুয়ারি তারিখে সারারাত জেগে থেকে প্রথম শহীদ মিনার নির্মাণকারীদের একজন ছিলেন তিনি।