ঢাবিতে যৌন নিপীড়নে ৩ ছাত্রলীগ কর্মী বহিষ্কার

টিএসসির সামনে এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় আটক তিন ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2015, 12:28 PM
Updated : 3 Sept 2015, 12:32 PM

বহিষ্কৃতরা হলেন- ফলিত গণিত বিভাগের রাতুল হাসান নাঈম, প্রাণিবিদ্যা বিভাগের আমিরুল ইসলাম এবং পরিসংখ্যান বিভাগের নাজমুল সাকিব।

তিনজনই প্রথম বর্ষের ছাত্র এবং তারা অমর একুশে হল শাখা ছাত্রলীগের কর্মী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বৃহস্পতিবার দুপুরে তিনজনকে সাময়িক বহিষ্কারের কথা জানান।

মঙ্গলবার গভীর রাতে টিএসসির সামনে দুই বন্ধুর সঙ্গে আড্ডারত এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ছাত্রলীগের ওই তিন কর্মীকে আটক করে পুলিশে দেয় প্রক্টরিয়াল টিম।

আমজাদ আলী বলেন, “ওই ঘটনায় জড়িত তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে বিনা অনুমতিতে গভীর রাতে ক্যাম্পাসে অবস্থান করায় ওই ছাত্রী এবং তার সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রাকিব ইকবালকে কারণ দর্শাতে বলা হয়েছে।”

এ ঘটনা তদন্তে সহকারী প্রক্টর মো. মাকসুদুর রহমানকে প্রধান করে দুই সদস্যের একটি কমিটি করা হবে বলে জানান তিনি।

এদিকে আটক তিন ছাত্রকে বৃহস্পতিবার আদালতে চালান দেওয়া হয়েছে বলে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন।

“এ ব্যাপারে কেউ মামলা করেনি। ৫৪ ধারায় ওই তিনজনকে কোর্টে চালান দেওয়া হয়েছে,” বলেন তিনি।