ভোলা-লক্ষ্মীপুর ফেরি চলাচল বন্ধ

মেঘনার ভাঙনের কারণে ভোলা-লক্ষ্মীপুর ফেরি চলাচল আবারও বন্ধ করে দেওয়া হয়েছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2015, 10:53 AM
Updated : 2 Sept 2015, 12:24 PM

বুধবার বেলা ১১টা থেকে ওই রুটে ফেরি পারাপার বন্ধ রয়েছে বলে ভোলা ফেরি ঘাটের ব্যবস্থাপক আবু আলম হাওলাদার জানান।

এর ফলে ভোলা ও বরিশাল জেলার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঘাটের দুপাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক যানবাহন। দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ।

আবু আলম হাওলাদার বলেন, মেঘনার ভাঙনের কারণে ঝুঁকিপূর্ণ ভোলা ঘাটটি বিআইডব্লিউটিএর নির্দেশে আবার বন্ধ ঘোষণা করায় ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।

সংযোগ সড়ক মেঘনার ভাঙনে বিলীন হওয়ায় বিআইডব্লিউটিসি গত ২৭ জুলাই ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল বন্ধ করে দেয়। গত ১০ অগাস্ট মেঘনার তীরে নতুন ঘাট স্থাপনের পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়। 

আবার ভাঙন শুরু হলে গত ২৪ অগাস্ট দ্বিতীয় দফা ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। শনিবার থেকে ফেরি চলাচল আবার শুরু হলেও ভাঙনের কারণে আবার তা বন্ধ করে দেওয়া হয়েছে।