মাগুরায় এক নারীকে অ্যাসিড  নিক্ষেপ

মাগুরায় এক নারীকে অ্যাসিড ছুঁড়ে মারার পর এক নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2015, 05:46 PM
Updated : 31 August 2015, 05:46 PM

মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, সোমবার রাত ৯ টার দিকে জেলা ও দায়রা জজ মাহফুজা বেগমের সরকারি বাস ভবনের সামনে এ ঘটনা ঘটে।

দগ্ধ সেলিনা খাতুন (৩৫) জেলা ও দায়রা জজের বাসায় কাজ করতেন। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেলিনার বরাত দিয়ে পুলিশ সুপার জানান, রাত ৯টার দিকে ওই বাসা থেকে কাজ সেরে রাস্তায় বের হওয়ার সঙ্গে সঙ্গে তিন যুবক তাকে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।

পরে সেলিনার অভিযোগের ভিত্তিতে সেলিম ও জাভেদ নামে দুই যুবক ও সেলিনার সতিন  চম্পাকে আটক করা হয়।

সেলিনার স্বামী আমিরুল ইসলাম জানান,  সেলিনা তার দ্বিতীয় স্ত্রী। বৈবাহিক সূত্রে বিরোধের জের ধরে তালাকপ্রাপ্ত প্রথম স্ত্রী চম্পা বেগমের ভাই সেলিম ও জাভেদ দীর্ঘদিন ধরে তাদের দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিল। যে কারণে তারা সেলিনাকে অ্যাসিড নিক্ষেপ করেছে।

মাগুরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মুক্তদির রহমান জানান, অ্যাসিডে সেলিনা খাতুনের কপাল, মুখ  ও বাম পাসসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।