নম্বরপত্রে কারসাজিতে রাবি শিক্ষকের শাস্তি

বিভাগীয় পরীক্ষা কমিটির সভাপতির দায়িত্বে থেকে এক শিক্ষার্থীর নম্বরপত্রে ঘষামাজা করে নম্বর বাড়িয়ে দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের এক শিক্ষককে পরীক্ষা সংক্রান্ত কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2015, 01:42 PM
Updated : 30 August 2015, 01:42 PM

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অধ্যাপক শামসুল আলম সরকারের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শামসুল আলম বিশ্ববিদ্যালয়ের বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থক শিক্ষকদের সাদা দলের সাবেক আহ্বায়ক।

নাম প্রকাশে অনিচ্ছুক সিন্ডিকেটের এক সদস্য বলেছেন, অধ্যাপক শামসুল আলম সরকারের বিরুদ্ধে ফলিত গণিত বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী রফিকুল ইসলামের গবেষণাপত্রের নম্বরপত্রে কারসাজির অভিযোগ উঠলে তা তদন্তে কমিটি করা হয়।

“তদন্তে নম্বরপত্রে জালিয়াতির প্রমাণ মেলায় এই শিক্ষককে পরীক্ষা সংক্রান্ত কর্মকাণ্ড থেকে অব্যাহতি এবং শিক্ষার্থী রফিকুল ইসলামের স্নাতকোত্তরের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।”

রফিকুল ইসলাম ২০০৭-০৮ শিক্ষাবর্ষে ফলিত গণিত বিভাগে ভর্তি হন। ২০১১-১২ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পরীক্ষা দেন তিনি।

শামসুল আলম সরকারের বিরুদ্ধে ওই সিদ্ধান্তের কথা স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক মু. এন্তজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিন্ডিকেট সভায় নেওয়া সিদ্ধান্তগুলো লিখিত আকারে এখনও প্রকাশ হয়নি। উপাচার্য সভায় নেওয়া সিদ্ধান্তগুলো অনুমোদন দিলেই তা প্রকাশ করা হবে।”