সিলেটে শিক্ষানবিস চিকিৎসকদের কর্মবিরতি

ভাতা বৃদ্ধির দাবিতে সেবা বন্ধ রেখে তিন ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিস চিকিৎসকরা।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2015, 08:45 AM
Updated : 30 August 2015, 09:40 AM

রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদ’ এর ব্যানারে হাসপাতাল চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

‘ইন্টার্ন চিকিৎসক পরিষদ সিলেট’ এর সভাপতি মো. মাজহারুল হক অমিত জানান, সব পেশার মানুষের বেতন-ভাতা বাড়লেও ইন্টার্ন চিকিৎসকদের মাত্র ৯ হাজার ৭৯০ টাকা ভাতা দেওয়া হচ্ছে।

তারা ন্যূনতম ২৫ হাজার টাকা ভাতার দাবিতে এ আন্দোলন করছেন বলে জানান অমিত।

দীর্ঘদিন ধরে ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসলেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ নবিস চিকিৎসকদের।

কর্মসূচিতে ওসমানী হাপাতালের প্রায় ১৮০ জন ইন্টার্ন চিকিৎসক অংশ নেন বলে জানান অমিত।