অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ

ঝিনাইদহের শৈলকুপায় একটি হাসপাতালে অস্ত্রোপচারের পর কর্তৃপক্ষের অবহেলায় এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর হাসপাতালটির চিকিৎসকসহ মালিক ও কর্মচারীরা পালিয়ে গেছেন।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2015, 03:33 PM
Updated : 28 August 2015, 03:45 PM

শুক্রবার কবিবপুরের ‘আয়েশা প্রাইভেট হাসপাতালে’ এ ঘটনা ঘটে বলে জানান শৈলকুপা থানার ওসি হাশেম খান।

মৃত হিটলার (১৮) একই উপজেলার শেখরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ওসি হাশেম জানান, গত ২৫ অগাস্ট হিটলারকে এক দালাল ‘আয়েশা প্রাইভেট হাসপাতালে’ নিয়ে আসে। ওইদিন কালীগঞ্জ থেকে আসা আসলাম নামে এক চিকিৎসক সেখানে তার এপেনডিকস অপারেশন করেন।

“এরপর কোনো চিকিৎসক কিংবা নার্স না থাকায় অবহেলায় তার মৃত্যু হয়।”

রোগীর মৃত্যুর পর হাসপাতালের মালিক সাইদুর রহমান, আয়া ও অন্য কর্মচারীরা পালিয়ে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে তালা ঝুলিয়ে দেয় বলেও জানান তিনি।