আরাকান আর্মির ‘সহযোগী’ কারাগারে

রাঙামাটির রাজস্থলী উপজেলায় আটক মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির কথিত সহযোগী অং ইউ ইয়াং রাখাইনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। 

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2015, 02:20 PM
Updated : 28 August 2015, 02:20 PM

রাজজস্থলী থানার ওসি অহিদ উল্লাহ সরকার জানান, শুক্রবার দুপরে তাকে জেলা দায়রা জজ আদালতে হাজির করার পর এ আদেশ দেওয়া হয়।

যে বাড়ি থেকে অংকে আটক করা হয়েছিল যৌথবাহিনী তা সিলগালা করে দিয়েছে। বর্তমানে বাড়িটির আশপাশে যৌথবাহিনী টহল দিচ্ছে বলে জানান ওসি।

বুধবার রাজস্থলীর নয়াপাড়ার কলেজ রোডের একটি বাড়ি থেকে আরাকান আর্মির পোশাক ও ঘোড়াসহ অংওয়েনকে আটক করা হয়।     

এর আগে বুধবার সকালে বান্দরবানের থানচির সীমান্ত এলাকায় আরাকান আর্মি হামলা চালালে বাংলাদেশেরে সেনাবাহিনী ও বিজিবির সঙ্গে কয়েকঘণ্টা গোলাগুলি চলে। এক পর্যায়ে হাসলাকারীরা পিছু হটে।

গোলাগুলির একদিন পর বৃহস্পতিবার সকালে  স্বাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।