কেরানীগঞ্জে অগ্নিদগ্ধ ছেলের পর বাবার মৃত্যু

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ায় আগুনে দগ্ধ এক পরিবারের পাঁচ সদস্যের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে।

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2015, 04:55 PM
Updated : 26 August 2015, 04:55 PM

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রিপনের মৃত্যু হয় বলে জানিয়েছেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম।

এর আগে বুধবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রিকশাচালক রিপনের চার বছর বয়সী ছেলে আবদুল গণির মৃত্যু হয়েছিল।

শিশুটির মা মলিদা এবং বোন রিপা (১৬) ও ভাই মনির হোসেনও (১৪) ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

গত ২১ অগাস্ট রাতে ইকুরিয়ার টিলাবাড়ি মসজিদের উল্টো দিকে একটি বাড়িতে আগুন লেগে দগ্ধ হন পাঁচজন। পরদিন সকালে গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হয়।

রিপনের শরীরের ৬৫ ও গণির ৪০ শতাংশ পুড়ে যাওয়ার কথা ওই দিনই জানিয়েছিলেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক। 

স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে বজ্রপাতের রিপনের বাড়িতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে আগুন নেভান।

বজ্রপাতে শর্ট সার্কিট হয়ে ঘরের বৈদ্যুতিক পাখার তার থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা।