পদ্মায় খনন শুরু হবে বৃহস্পতিবার: নৌ মন্ত্রী

শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল স্বাভাবিক করতে পদ্মা সেতুর বড় দুটি ড্রেজার বৃহস্পতিবার খনন শুরু করবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2015, 01:11 PM
Updated : 26 August 2015, 01:11 PM

বুধবার দুপুরে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

এর আগে বুধবার এ খনন কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু চীনের সিনো হাইড্রো কোম্পানি বুধবারও জরিপ কাজ চালানোয় শেষ পর্যন্ত খনন শুরু হয়নি।

মন্ত্রী বলেন, নাব্য সংকট নিরসনে বিআইডব্লিউটিএ-এর চারটি ড্রেজার কাজ করছে।

“মঙ্গলবার বিশেষজ্ঞ দল দিনভর সার্ভে করেছে। কাল বৃহস্পতিবার থেকে পদ্মা সেতুর বড় আকারের দুটি ড্রেজার ড্রেজিং শুরু করবে।”

এতে অচিরেই এই সমস্যা সমাধান হবে বলে জানান তিনি।

নাব্য সংকটের কারণে গত ছয় দিন ধরে এই ফেরি সার্ভিস কার্যত বন্ধ রয়েছে।

মন্ত্রী ফেরি ঘাটের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং ড্রেজিংয়ের খোঁজ খবর নেন।

এ সময় তার সঙ্গে বিআইডব্লিইটিএ চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক, পদ্মা সেতু ও বিআইডব্লিইটিএ-এর প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।