রাকিব হত্যা: জড়িতদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

খুলনায় শিশু রাকিবের হত্যারকারীদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2015, 11:56 AM
Updated : 5 August 2015, 02:27 PM

মঙ্গলবার বেলা ১২টার দিকে নগরীর খানজাহান আলী রোড অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী।

এ সময় ওই সড়কের দুই দিকে যানজটের সৃষ্টি হয়।

খুলনা সদর থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, রাকিবের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে ময়নাতদন্ত রিপোর্ট সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

রাকিবের খালা পারুল বেগম বলেন, নির্যাতন চালিয়ে রাকিবকে হত্যার ঘটনায় এলাকাবাসী সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে। প্রায় এক ঘণ্টা পর পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেওয়া হয়।

এদিকে খুলনা মহানগর পুলিশের কমিশনার নিবাস চন্দ্র মাঝি রাকিবের বাসায় গিয়ে সমবেদনা জানান।

তিনি সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত অভিযোগপত্র দেওয়া হবে, যাতে বিচার কাজ দ্রুত সম্পন্ন হয়।

এদিকে, খুলনা জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল জানান, তিনি শিশুটির পরিবারকে ১০ হাজার টাকা সহায়তা দিয়েছেন।

সোমবার রাতে নগরীর টুটপাড়া এলাকায় একটি মোটর গ্যারেজে মলদ্বারে পাইপের মাধ্যমে হাওয়া ঢুকিয়ে মো. রাকিবকে হত্যা করা হয়।

হত্যাকাণ্ডের পরপরই স্থানীয়রা গ্যারেজ মালিক শরীফ (৩৫), তার দূর সম্পর্কের চাচা মিন্টু মিয়া (৪০), এবং শরীফের মা বিউটি বেগমকে (৫৫) আটক করে পুলিশে সোপর্দ কর।