বাকৃবি ছাত্রলীগের ৭৯ জনের পদত্যাগ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরোধী ৭৯ নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2015, 12:54 PM
Updated : 3 August 2015, 12:54 PM
সোমবার দুপুরে ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক খন্দকার তায়েফুর রহমান।

টিএসসিতে বাকৃবি সংবাদদাতাদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তায়েফুর রহমান অভিযোগ করেন, “বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবু ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ তাদের অনুসারীরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিভিন্ন অপকর্ম ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডসহ সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।”

তাদের বিরুদ্ধে আধিপত্য বিস্তার, চাদাঁবাজি, টেন্ডারবাজিসহ একাধিক অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৩ সালে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় কমিটি গঠন করা হয়, যা এখন মেয়াদোত্তীর্ণ।   

আরও বলা হয়, ১১৯ সদস্যের এই কমিটি থেকে অব্যহতি দেওয়া হয়েছে ৬ জনকে, বিভিন্ন মামলায় গ্রেপ্তার রয়েছেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ ৭ জন, পলাতক রয়েছেন ১০ জন ও অছাত্র রয়েছেন আরও ২০ জন।

তাই অবিলম্বে এই মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

পদত্যাগকারী ৭৯ নেতাকর্মীর মধ্যে রয়েছেন সহ-সভাপতি মেহেদী হাসান, যুগ্ম সম্পাদক খন্দকার তায়েফুর রহমান, মাহাবুবুর রহমান ও রাকিব আল হাসান, সাংগঠনিক সম্পাদক মাঈনুদ্দিন রুবেল, অনুপ দাস ও দীপংকর মজুমদার।