সাভারে অবহেলায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

ঢাকার সাভারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2015, 02:27 PM
Updated : 1 August 2015, 02:32 PM

সাভার মডেল থানার এসআই লুৎফর রহমান জানান, শনিবার বিকালে সাভারের আনন্দপুর এলাকায় আরিফ জেনারেল হাসপাতাল অ্যান্ড চাইল্ড কেয়ারে এ ঘটনা ঘটে।

মৃত মৌসুমী আক্তার (১৯) সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লার আফসার হোসেন ইমরানের স্ত্রী।

এসআই লুৎফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার মৌসুমীকে হাসপাতালে ভর্তি করে স্বজনরা। রাতে গাইনি চিকিৎসক শাহানা পারভীন সুইটির তত্ত্বাবধানে সিজার করা হলে একটি সন্তানের জন্ম হয়। কিন্তু শনিবার দুপুরে খিঁচুনি উঠার পর তার মৃত্যু হয়।

চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে তার স্ত্রীর মৃত্যু হয়েছে বলে নিহতের স্বামী ইমরান অভিযোগ করেছেন ।

অভিযুক্ত চিকিৎসক শাহানা পারভীন সুইটির সঙ্গে এ ব্যাপারে কথা বলতে গেলে তিনি দ্রুত হাসপাতাল ত্যাগ করেন। পরে মোইবাল ফোনেও তাকে পাওয়া যায়নি।

সাভার থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. শেফালিকা ভৌমিক জানিয়েছেন, এ ঘটনা তদন্তে সন্ধ্যায় তিন সদস্যের কমিটি করা হয়েছে।

কমিটি তিন কার্য দিবসের মধ্যে তার কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন বলেও জানান তিনি।