হাত কেটে-চোখ উপড়ে খুনের মামলার ৪ আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জে যুবককে চোখ উপড়িয়ে ও দুহাত কেটে খুনের মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2015, 05:36 AM
Updated : 1 August 2015, 05:36 AM

শনিবার সকালে গোপালগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার চর পাথালিয়া গ্রামের লায়েক আলী  মোল্লার স্ত্রী শেফালী বেগম (৪২), ছেলে মো. রবিউল  মোল্লা (২৭), শরিফুল ইসলাম  মোল্লা (২৪) ও মো. আরিফুল ইসলাম মোল্লা (২১)।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এরা সবাই ওই মামলার এজাহারভুক্ত আসামি।গত ৩০ জুলাই চট্টগ্রাম মহানগর এলাকা থেকে প্রথমে শেফালী বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যানুসারে তিন ছেলেকেও গ্রেপ্তার করা হয়।

চর পাথালিয়া গ্রামের শওকত আকবর মোল্লার সঙ্গে বড় ভাই লায়েক আলী মোল্লার জমি নিয়ে বিরোধ ছিল। এর মধ্যে শওকতের ছেলে তুহিনের সঙ্গে বড়ভাইয়ের মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এতে ক্ষিপ্ত হয়ে লায়েকের ছেলেরা তুহিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী পুকুরপাড়ে নিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে দুহাত বিচ্ছিন্ন ও চোখ তুলে দেয়। এ সময় শওকত আকবর এগিয়ে এলে ভাতিজারা তার দুপা কেটে দেয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় তুহিন।