‘প্রকৌশলীর’ হাতে গণপূর্তকর্মী লাঞ্ছিত

গাইবান্ধা গণপূর্ত বিভাগের এক নারী কর্মচারীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক প্রকৌশলীর বিরুদ্ধে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2015, 03:40 PM
Updated : 30 July 2015, 03:40 PM

এর প্রতিবাদে বৃহস্পতিবার দুই ঘণ্টা কর্মবিরতি ও সমাবেশে করেছেন গণপূর্ত বিভাগের কর্মচারীরা।

সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা গণপূর্ত বিভাগের কর্মচারী ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, আব্দুল মান্নান, রেজাউল করিম, আইয়ুব আলী, আব্দুস সালাম, জাহেদুল ইসলাম প্রমুখ।

নজরুল ইসলাম জানান, মঙ্গলবার অফিসের একটি চিঠির বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী রোকনুজ্জামানকে অবগত করতে যান অফিস সহকারী আসমা খাতুন।

“ওই সময় রোকনুজ্জামান আসমা খাতুনকে পিটিয়ে আহত করেন। এতে আসমা অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।”

তিনি আরও জানান,  আসমার স্বাস্থ্যের অবনতির খবর বৃহস্পতিবার গাইবান্ধা পৌঁছলে কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং  তাৎক্ষণিকভাবে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা।

আগামী রোববারের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন নজরুল।

এ ব্যাপারে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহা জানান, “এই ঘটনায় যাদের সম্পৃক্ততার কথা শুনেছি তাদের কাছে আগামী তিনদিনের মধ্যে ব্যাখ্যা চেয়ে পত্র দেওয়া হয়েছে।”