কল্যাণ তহবিলের চেক গ্রহণকারী ‘সাংবাদিক নন’

সাংবাদিক না হয়েও লালমনিরহাটে এক ব্যক্তি সাংবাদিক কল্যাণ তহবিলের চেক নিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2015, 04:01 PM
Updated : 29 July 2015, 04:01 PM

মঙ্গলবার লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে চেক হস্তান্তর করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন।

চেক গ্রহণকারী নুরুজ্জামান আহম্মেদ (৩৮) নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও তা প্রত্যাখ্যান করেছেন স্থানীয় সাংবাদিকরা।

লালমনিরহাট জেলা প্রশাসন জানায়, সরকার দুস্থ, পঙ্গু ও অস্বচ্ছল সাংবাদিকদের জন্য সাংবাদিক কল্যাণ তহবিল গঠন করেছে। এ তহবিলের অনুদান পেতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শাখাতি গ্রামের আমিনুর রহমানের ছেলে নুরুজ্জামান আহম্মেদ নিজেকে ‘জাতীয় অর্থনীতি’ পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি দাবি করে আবেদন করেন।

ওই আবেদনের প্রেক্ষিতে সাংবাদিক কল্যাণ তহবিল থেকে তার নামে ৫০ হাজার টাকার অনুদান আসে।

লালমনিরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন জানান, “মন্ত্রণালয় তার নামে চেক পাঠিয়েছে, তাই তাকে দেওয়া হয়েছে।”

জাতীয় অর্থনীতি পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি উত্তম রায় জানান, সাংবাদিক নুরুজ্জামান নামে কাউকে তিনি চেনেন না।

কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন পারভেজ জানান, নুরুজ্জামান আহম্মেদ নামে কালীগঞ্জে কোন সাংবাদিক নেই।

তিনি বলেন, “যিনি সাংবাদিক তহবিলের চেক পেয়েছেন তিনি ‘প্রভিট ফাউন্ডেশন’ নামের স্থানীয় একটি বেসরকারি সংস্থার (এনজিও) নির্বাহী পরিচালক।”

লালমনিরহাট প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু জানান, নুরুজ্জামান সাংবাদিক কিনা তার জানা নেই।

চেক নেওয়ার পর এক ফাঁকে চলে যাওয়ায় নুরুজ্জামানের সঙ্গে কথা বলা যায়নি।