জন্ম-মৃত্যুর জাল সনদ তৈরির দায়ে সাজা

গাইবান্ধার সুন্দরগঞ্জে জাল ও মৃত্যুর জন্ম সনদ তৈরির অভিযোগে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2015, 11:10 AM
Updated : 29 July 2015, 11:10 AM
আদালতের বিচারক সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই মিলটন এ সাজা প্রদান করেন। তাকে বুধবার গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান সুন্দরগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক।

দণ্ডপ্রাপ্ত শাহজাহান মিয়া  (৩৫) উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও উপজেলার শোভাগঞ্জ বাজারস্থ  ‘জননী কম্পিউটার’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।

ওসি মোজাম্মেল জানান, শাহজাহান মিয়া নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দীর্ঘদিন থেকে কম্পিউটারে জন্ম ও মৃত্যু সনদ তৈরি করে তাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের জাল স্বাক্ষর করে চড়া মূল্যে তা বিক্রি করত।

গত মঙ্গলবার রাতে এ খবর পেয়ে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই মিলটন তার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালান। এ সময় তাকে হাতে নাতে আটক করেন।

পরে ওই রাতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন তিনি।