বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে বিএসএফ

নওগাঁর সাপাহার উপজেলার আধাতলা সীমান্তের ওপারে গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2015, 04:34 PM
Updated : 28 July 2015, 04:34 PM

মঙ্গলবার সন্ধ্যায় পতাকা বৈঠক শেষে বিএসএফ জিয়াউর রহমানের(৩৫)লাশ ফেরত দেয় বলে জানিয়েছে বিজিবি।

নওগাঁ ১৪ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রফিকুল হাসান, আধাতলা সীমান্তের ২৪২/১০ আর পিলারের পাশে বিজিবি ও বিএসএফের মধ্যে আধা ঘণ্টাব্যাপী  কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে লাশ হস্তান্তর করে বিএসএফ।

বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন ৩১ রাঙামাটি বিএসএফ ক্যাম্প ইনচার্জ  ইন্সপেক্টর কেকে দাস।

বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ১৪ বিজিবির আধাতলা ক্যাম্প কমান্ডার সুবেদার সামসুজ্জাহির। তার সঙ্গে ছিলেন সাপাহার থানার এসআই মামুনুর রশিদ।

এসআই মামুনুর রশিদ জানান, রাত ৮টার দিকে জিয়াউর রহমানের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সীমান্ত পথে ভারত থেকে গরু নিয়ে আসার সময় সোমবার ভোর ৫টার দিকে বিএসএফের গুলিতে নিহত হন জিয়াউর রহমান।

তিনি সাপাহার উপজেলার দক্ষিণ পাতারি গ্রামের মতিউর রহমানের ছেলে।

বৈঠকে সীমান্তে হত্যার জন্য বিএসএফেরর কাছে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা রফিকুল।