বিশ্ব

image-fallback
সিরিয়ায় শ' শ' নাগরিকের বিরুদ্ধে 'কুৎসা রটিয়ে দেশের মর্যাদাহানি' করার অভিযোগ আনা হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ এভাবেই তার ১১ বছরের শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন গুঁড়িয়ে দিতে চাইছেন।
image-fallback
তিউনিসিয়া-লিবিয়া সীমান্তে তিউনিসিয়ার সেনাদের সঙ্গে লড়াইয়ে লিপ্ত হয়েছে মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনী।
ইসরায়েল-হামাস সংঘর্ষ বন্ধের ইঙ্গিত
সংঘর্ষ বন্ধের ইঙ্গিত দিয়েছে ইসরায়েল ও গাজার শাসক গোষ্ঠী হামাস। পাঁচদিন ধরে দু'পক্ষের মধ্যে চলমান সংঘর্ষে বহু মানুষ হতাহত হয়েছে।
ইয়েমেনে সর্বশেষ সহিংসতায় নিহত ১, আহত বহুসংখ্যক
ইয়েমেনের রাজধানী সানা ও তিজ শহরে শনিবার বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষে কমপক্ষে ১জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছে। হাসপাতাল সূত্র ও শহরের বাসিন্দারা একথা জানিয়েছে।
image-fallback
সিরিয়ায় বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে ২৮ জন নিহত হয়েছে। আগের দিন শুক্রবার সহিংসতায় নিহত হয় ৩৭ বিক্ষোভকারী।
'তাহরির স্কয়ারে শক্তি প্রয়োগে প্রস্তুত সেনাবাহিনী'
মিশরের ক্ষমতাসীন সশস্ত্র বাহিনীর সুপ্রিম কাউন্সিল বলেছে, কায়রোর তাহরির স্কয়ার থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে শক্তি প্রয়োগে প্রস্তুত রয়েছে সেনাবাহিনী।
image-fallback
কায়রোয় তাহরির স্কয়ার থেকে সরে যাওয়ার সেনাবাহিনীর নির্দেশ উপেক্ষা করে রোববার বিক্ষোভ করেছে ১ হাজারেরও বেশি মানুষ।
image-fallback
কায়রোয় তাহরির স্কয়ারে বিক্ষোভকারীদের সরাতে সেনাবাহিনীর অভিযানে অন্তত দুজন নিহত ও ৭১ জন আহত হয়েছে।