সিরিয়ায় শ' শ' নাগরিকের বিরুদ্ধে 'কুৎসা রটিয়ে দেশের মর্যাদাহানি' করার অভিযোগ আনা হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদ এভাবেই তার ১১ বছরের শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন গুঁড়িয়ে দিতে চাইছেন।
ইয়েমেনের রাজধানী সানা ও তিজ শহরে শনিবার বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষে কমপক্ষে ১জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছে। হাসপাতাল সূত্র ও শহরের বাসিন্দারা একথা জানিয়েছে।