২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ঘানা। দ্বিতীয়ার্ধে ১৬৮ সেকেন্ডের মধ্যে চো চিউইয়ি-সাংয়ের দুই গোলে ম্যাচে ফেরে দক্ষিণ কোরিয়া। কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেনি এশিয়ার দলটি। আরেকটি গোলে ৩-২ ব্যবধানে জিতে জয়োল্লাস করে ঘানা। রাজ্যের হতাশা তখন দক্ষিণ কোরিয়ার সমর্থক ও খেলোয়াড়দের মাঝে। ছবি: রয়টার্স
আক্রমণে আধিপত্য করল উরুগুয়ে। কিন্তু মিলল না গোলের দেখা। দুইবার বাধা হয়ে দাঁড়াল গোলপোস্ট। খুব বেশি আক্রমণ শাণাতে না পারলেও প্রাণান্ত লড়াই করে গেল দক্ষিণ কোরিয়া। তারাও পেল না জালের দেখা। শেষ পর্যন্ত এডু ...
আরও একবার সামনে থেকে দলকে পথ দেখালেন অধিনায়ক লিওনেল মেসি। দারুণ গোলে রাঙালেন ক্যারিয়ারের এক হাজারতম ম্যাচের উপলক্ষ। প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বাড়ালেন হুলিয়ান আলভারেস। এনসো ফের্নান্দে ...