আরও একবার সামনে থেকে দলকে পথ দেখালেন অধিনায়ক লিওনেল মেসি। দারুণ গোলে রাঙালেন ক্যারিয়ারের এক হাজারতম ম্যাচের উপলক্ষ। প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বাড়ালেন হুলিয়ান আলভারেস। এনসো ফের্নান্দেসের আত্মঘাতী গোলে অস্ট্রেলিয়া নাটকীয় কিছুর আভাস দিলেও তেমন কিছু হলো না। শনিবার তাদের ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে আর্জেন্টিনা। ছবি: রয়টার্স
প্রথমার্ধের দেওয়া দুই গোলে জয়ের পথেই এগিয়ে যাচ্ছিল আর্জেন্টিনা। কিন্তু বাঁধ সাধেন কিলিয়ান এমবাপে। দুই মিনিটে দুই গোলে ফ্রান্সকে লড়াইয়ে ধরে রাখলেন এই তারকা ফরোয়ার্ড। অতিরিক্ত সময়ে ম্যাচে নিজের দ্বিতীয় ...
সেমি-ফাইনালে হেরে যাওয়া দুই দলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অনেকের কাছেই নিছকই আনুষ্ঠানিকতা। তবে এই ম্যাচেও ভালো পারফরম্যান্স উপহার দল ক্রোয়েশিয়া ও মরক্কো। ক্রোয়াটরা এগিয়ে যাওয়ার পর পর আফ্রিকার দেশ ...