কয়েক বছরে জেঁকে বসেছিল ব্যর্থতা। দুর্দান্ত সব সাফল্যের গল্প যেন হয়ে উঠেছিল সুদূর অতীত। কোচ হান্স ফ্লিকের হাত ধরে হতাশার চিত্রটাকে পাল্টে দেওয়ার চ্যালেঞ্জ নিলেও পারলের না মুলার-নয়াররা। শেষটায় কোস্টা রিকার বিপক্ষে চেনা আগ্রাসী রূপে ফিরে দারুণ জয় ঠিকই পেল দলটি; কিন্তু শুরুর ব্যর্থতায় কাল হলো। অন্য ম্যাচের ফল পক্ষে না আসায় রাশিয়ার পর কাতার থেকেও গ্রুপ পর্বেই ছিটকে গেল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ রাউন্ডের আগে লড়াইয়ে ছিল কনকাকাফ অঞ্চলের দলটিও। শেষটায় হেরেই গেল তারা। ছবি: রয়টার্স
প্রথমার্ধের দেওয়া দুই গোলে জয়ের পথেই এগিয়ে যাচ্ছিল আর্জেন্টিনা। কিন্তু বাঁধ সাধেন কিলিয়ান এমবাপে। দুই মিনিটে দুই গোলে ফ্রান্সকে লড়াইয়ে ধরে রাখলেন এই তারকা ফরোয়ার্ড। অতিরিক্ত সময়ে ম্যাচে নিজের দ্বিতীয় ...
সেমি-ফাইনালে হেরে যাওয়া দুই দলের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি অনেকের কাছেই নিছকই আনুষ্ঠানিকতা। তবে এই ম্যাচেও ভালো পারফরম্যান্স উপহার দল ক্রোয়েশিয়া ও মরক্কো। ক্রোয়াটরা এগিয়ে যাওয়ার পর পর আফ্রিকার দেশ ...