মুশফিক-ঝড়ের পর বৃষ্টির জয়

বাংলাদেশ রান পাহাড় গড়ার পর বৃষ্টিতে ভেসে গেল আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে।

শাহাদাৎ আহমেদ সাহাদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2023, 07:38 AM
Updated : 20 March 2023, 02:49 PM
20 March 2023, 08:15 AM

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৫০ ওভারে ৩৪৯/৬

20 March 2023, 07:38 AM

সিরিজ জয়ের ধারায় ফেরার অভিযান

দাপুটে পারফরম্যান্সে রেকর্ড গড়া জয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। এবার এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার অপেক্ষা। প্রথম ওয়ানডের মতো ‘আগ্রাসী ব্র্যান্ডের’ ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ। 

তা করতে পারলে পুনরায় সিরিজ জয়ের ধারায় ফিরবে তারা। ২০১৬ সালের পর থেকে ঘরের মাঠে টানা ৭টি ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। চলতি মাসের শুরুতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে তাতে ছেদ টানে ইংল্যান্ড।

বাংলাদেশের অভিযানে অবশ্য চোখরাঙানি দিচ্ছিল প্রকৃতি। রোববার সারাদিনই গুমোট ছিল পরিবেশ, দেখা মেলেনি সূর্যের। ম্যাচের দিন সকালে দেখা মেলে রোদের। তবে পুরোপুরি কাটেনি শঙ্কা। কিছুটা মেঘলা আবহাওয়ায় গুমোট পরিস্থিতি বিরাজমান মাঠে।

আয়ারল্যান্ডের বিপক্ষে এর আগে দুটি সিরিজ খেলে একটি জিতেছে বাংলাদেশ, ১-১ সমতায় শেষ হয়েছে অন্যটি। এর সবশেষটি ২০১০ সালে। প্রায় ১৩ বছর পর আবার আইরিশদের মুখোমুখি হয়ে দ্বিতীয়বারের মতো সিরিজ জেতা সুযোগ তাদের সামনে।

20 March 2023, 07:38 AM

আবারও টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজের জন্মদিনে কয়েন ভাগ্যকে পাশে পেলেন না তামিম ইকবাল। সিরিজে দ্বিতীয়বারের মতো টস জিতলেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। প্রথম ম্যাচের মতো এবারও আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। 

বাংলাদেশ অধিনায়ক বলেছেন, মেঘাচ্ছন্ন আবহাওয়া ও বৃষ্টির সম্ভাবনা থাকায় টস জিতলে তিনিও আগে ফিল্ডিং নিতেন। তবে ব্যাটিং পাওয়ায় ইতিবাচক খেলার আশা তার।

20 March 2023, 07:46 AM

বিশ্রামে মুস্তাফিজ, সুযোগ পেলেন হাসান

সিরিজ নিশ্চিত করার অভিযানে নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। বিশ্রাম দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে। বাঁহাতি পেসারের জায়গায় ফিরেছেন হাসান মাহমুদ। 

গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলেছিলেন হাসান। ওই ম্যাচে ৭ ওভারে ৪০ রান দিয়ে উইকেটশূন্য থাকা ডানহাতি পেসার একাদশে ফিরলেন পাঁচ ম্যাচ পর। 

প্রথম ওয়ানডের আগে ফুটবলের আঘাতে চোখে চোট পাওয়া অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে এই ম্যাচেও নেওয়া হয়নি। 

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইয়াসির আলি চৌধুরি, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ।

20 March 2023, 07:46 AM

আয়ারল্যান্ডের হয়ে হামফ্রেজের অভিষেক 

সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখার ম্যাচে একটি পরিবর্তন এনেছে আয়ারল্যান্ড। লেগ স্পিনিং অলরাউন্ডার গ্যারেথ ডেলানির জায়গায় অভিষেক হচ্ছে ম্যাথু হামফ্রেজের।

ওয়ানডে ক্রিকেটে আয়ারল্যান্ডের ৬৬তম ক্রিকেটার ২০ বছর বয়সী বাঁহাতি স্পিনার। 

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, ম্যাথু হামফ্রেজ, জর্জ ডকরেল, স্টিভেন ডোহেনি, গ্রাহাম হিউম, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার।

20 March 2023, 08:17 AM

প্রথম ওভারেই আয়ারল্যান্ডের রিভিউ

মিডল-লেগ স্টাম্পে পিচ করা ডেলিভারি সুইং করে বেরিয়ে যাওয়ার মুখে ফ্লিক করার চেষ্টা করেছিলেন লিটন দাস। বল তার ব্যাট ঘেঁষে আঘাত হানে প্যাডে। সঙ্গে সঙ্গে জোরাল আবেদন করেন মার্ক অ্যাডায়ার।

আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত জানালে বোলার নিজেই অধিনায়ককে প্রভাবিত করেন রিভিউ নেওয়ার জন্য। টিভি রিপ্লেতে দেখা যায়, প্যাডে লাগার আগে লিটনের ব্যাটের ভেতরের কানায় হালকা ছুঁয়ে গেছে বল। 

তাই আর বল ট্র্যাকিংয়ের প্রয়োজন পড়েনি। নট আউটের সিদ্ধান্ত বহাল রাখেন টিভি আম্পায়ার। 

প্রথম ওভারে ব্যর্থ রিভিউ নিলেও দারুণ বোলিং করছে আইরিশরা। দ্বিতীয় ওভার মেডেন করেন আগের ম্যাচে ৪ উইকেট পাওয়া গ্রাহাম হিউম। তৃতীয় ওভারে অ্যাডায়ারও কোনো রান দেননি।

৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ রান।

20 March 2023, 08:33 AM

পঞ্চম ওভারে প্রথম বাউন্ডারি 

আঁটসাঁট বোলিংয়ে বাংলাদেশের দুই ওপেনারকে আটকে রেখেছেন গ্রাহাম হিউম ও মার্ক অ্যাডায়ার। তাদের আঁটসাঁট বোলিংয়ে রানের জন্য সংগ্রাম করতে হচ্ছে বাংলাদেশের দুই ওপেনারকে। এর মধ্যেই পঞ্চম ওভারে একটি বাউন্ডারি মেরে চাপ কিছুটা কমিয়েছেন তামিম ইকবাল।  

অ্যাডায়ারের লেগ স্টাম্পের ওপর করা ডেলিভারি ফ্লিক করেন তামিম ইকবাল। ব্যাটের ভেতরের অংশে লেগে ফাইন লেগ দিয়ে বল চলে যায় সীমানার বাইরে। ম্যাচে এটাই স্বাগতিকদের প্রথম বাউন্ডারি। 

এর আগের বলে ফ্লিক করেন লিটন দাস। লিডিং এজ হয়ে বল কাভারে গেলে দৌড়ে ৩ রান নেন দুই ওপেনার। আউটফিল্ড প্রথম ম্যাচের মতো ততটা গতিময় নয়, বরং একটু মন্থর। নইলে হয়তো বাউন্ডারিই পেয়ে যেতে পারতেন লিটন।

৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১৪ রান। তামিম ১৪ বলে ৭ ও লিটন ১৬ বলে ৭ রানে খেলছেন।

20 March 2023, 08:41 AM

ছক্কায় গা ঝাড়া দিলেন লিটন

প্রথম ওভারেই লিটন দাসের বিপক্ষে জোরাল আবেদন হয় এলবিডব্লিউয়ের। কিছুক্ষণ পর অল্পের জন্য বাঁচেন রান আউটের হাত থেকে। 

গ্রাহাম হিউমের দারুণ বোলিংয়ের সামনে রানের জন্য হাঁসফাঁস করতে করতে ক্রিজ ছেড়ে বেরিয়েও খেলার চেষ্টা করেন স্টাইলিশ ওপেনার। সফল হননি। ডানহাতি পেসারের দুই ওভার মেডেন খেলেন তিনি। 

অষ্টম ওভারে অবশেষে গা ঝাড়া দিলেন ডানহাতি ওপেনার। প্রথম বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে লং অফ দিয়ে মারলেন ম্যাচের প্রথম ছক্কা। পরের বল আবার ক্রিজ ছেড়ে চার মারলেন মিড উইকেট দিয়ে। 

৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৩০ রান। লিটন ২৬ বলে ১৭ ও তামিম ইকবাল ২২ বলে ১২ রানে খেলছেন।

20 March 2023, 09:08 AM

আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের '১৫ হাজার'

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল। দ্বিতীয় ওয়ানডের আগে এই কীর্তি গড়া থেকে তিনি মাত্র ১৪ রান দূরে ছিলেন।  

তিন সংস্করণে ৩৮৩ ম্যাচে ৪৪৪ ইনিংস ব্যাটিং করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। এর মধ্যে দেশের হয়ে করেছেন ১৪ হাজার ৯৫২ রান। বিশ্ব একাদশের হয়ে ৪ ম্যাচে তার সংগ্রহ ৫৭ রান। 

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান ১৪ হাজার রানও নেই। ১৩ হাজার পেরিয়েছেন মুশফিকুর রহিম (১৩ হাজার ৭৬৬) ও সাকিব আল হাসান (১৩ হাজার ৭১৭)। 

এখন পর্যন্ত ২৫টি সেঞ্চুরি করেছেন তামিম। এটিও বাংলাদেশের সর্বোচ্চ। দশের বেশি সেঞ্চুরি আছে মুশফিক (১৭), সাকিব (১৪) ও মুমিনুল হকের (১১)। 

বাংলাদেশের প্রথম হলেও বিশ্ব ক্রিকেটে ১৫ হাজার রান করা ৪০তম ব্যাটসম্যান তামিম। সবচেয়ে বেশি ৩৪ হাজার ৩৫৭ রান ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকারের।

20 March 2023, 08:53 AM

রান আউটে কাটা পড়লেন তামিম

দারুণ ফিল্ডিংয়ে পাওয়ার প্লের শেষ ওভারে উদ্বোধনী জুটি ভাঙলেন মার্ক অ্যাডায়ার। রান আউট হলেন তামিম ইকবাল। ৪ চারে ৩১ বলে ২৩ রান।

গ্রাহাম হিউমের লেগ স্টাম্পের ওপর করা ডেলিভারি ফাইন লেগের দিকে আলতো করে খেলেই রানের জন্য ছোটেন লিটন দাস। সাড়া দেন তামিমও। তবে যতটা প্রয়োজন ছিল, তত দ্রুত দৌড়াননি বাংলাদেশ অধিনায়ক।

শর্ট ফাইন লেগ থেকে বল ধরেই দারুণ থ্রোয়ে স্টাম্প ভাঙেন অ্যাডায়ার। তখন পপিং ক্রিজ থেকে অনেক বাইরে ছিলেন তামিম। 

কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে পাওয়ার প্লেতে দারুণ বোলিং করেছে আইরিশরা। তামিমের উইকেট হারিয়ে ১০ ওভারে বাংলাদেশ করতে পেরেছে ৪২ রান। দুই ওপেনার মিলে দশ ওভারে ডট বল খেলেছেন ৪১টি। 

তামিমের বিদায়ের পর উইকেটে এসেছেন নাজমুল হোসেন শান্ত। ২৯ বলে ১৮ রান নিয়ে খেলছেন লিটন।

20 March 2023, 09:39 AM

লিটন-শান্তর জুটিতে পঞ্চাশ

অধিনায়কের বিদায়ের পর রয়েসয়ে খেলছিলেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। পরে বাড়িয়েছেন রানে গতি। তাদের জুটিতে পঞ্চাশ এসেছে ৫৪ বল। লিটনের অবদান ৩১ রান, শান্তর ১৭।

আইরিশদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপক্ষে শুরুতে এক-দুই নিয়ে রানের চাকা সচল রাখেন দুই তরুণ। দশম ওভারে তামিম ফেরার পর টানা ৮ ওভার কোনো বাউন্ডারি মারতে পারেননি লিটন-শান্ত।  

১৯তম ওভারে বাউন্ডারি খরা কাটান লিটন। ম্যাথু হামফ্রেজের করা চতুর্থ বলে অফ স্টাম্পের বাইরের ডেলিভারি কাট শটে প্রথমে চার মারেন তিনি। পরের বলে পুল করে মারেন ছক্কা।

এই ছক্কায় পূরণ হয় জুটির পঞ্চাশ।

20 March 2023, 09:40 AM

২০ ওভারে বাংলাদেশের একশ

ধীরে ধীরে শুরুর চাপ সামলে দলকে এগিয়ে নিচ্ছেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২০ ওভারের মধ্যেই দলীয় একশ পূরণ করেছে বাংলাদেশ। 

২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১০২ রান। এরই মধ্যে লিটন-শান্তর জুটিতে এসেছে ৬০ রান। 

ফিফটির দুয়ারে দাঁড়িয়ে ৪৯ রানে খেলছেন লিটন। শান্ত অপরাজিত ২৭ রানে।

20 March 2023, 09:47 AM

ছক্কায় লিটনের ২ হাজার

অভিষিক্ত ম্যাথু হামফ্রেজের খাটো লেংথের ডেলিভারি দাপটের সঙ্গে পুল করলেন লিটন দাস। বল আছড়ে পড়ল ওয়াইড লং সীমানার ওপারে। লিটন পৌঁছে গেলেন পঞ্চাশে। একই সঙ্গে পূরণ করলেন ওয়ানডে ক্যারিয়ারের ২ হাজার। 

বাংলাদেশের নবম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ২ হাজার রান করলেন লিটন। ৬৫ ইনিংস লেগেছে তারা। শাহরিয়ার নাফিসেরও লেগেছিল সমান ৬৫ ইনিংস। 

বাংলাদেশের ব্যাটসম্যানের মধ্যে ২ হাজার রানের মাইলফলকে এই দুজনই এখন যুগ্মভাবে দ্রুততম। 

ক্যারিয়ারের অষ্টম ফিফটি করতে লিটন খেলেছেন ৫৩ বল। ২ চারের সঙ্গে মেরেছেন ৩টি ছক্কা। ৮ ফিফটি ছাড়াও ওয়ানডেতে ৫টি সেঞ্চুরি আছে স্টাইলিশ ওপেনারের। সর্বোচ্চ ১৭৬ রান। 

২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা ইনিংসটি ওয়ানডেতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ।

20 March 2023, 10:07 AM

লিটনের বিদায়ে ভাঙল শতরানের জুটি

নাজমুল হোসেন শান্তর সঙ্গে জমে উঠেছিল লিটন দাসের জুটি। শুরুর চাপ সামলে রানের গতি বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছিলেন দুই তরুণ টপ-অর্ডার ব্যাটসম্যান। এর মধ্যেই ব্রেক থ্রু দিলেন কার্টিস ক্যাম্পার। 

দ্বিতীয় উইকেট জুটির শতরান পূরণ হওয়ার পরপর ড্রেসিং রুমে ফিরেছেন লিটন। ক্যাম্পারের আপাত সাদামাটা এক ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে অন সাইডে ত্রিশ গজের বৃত্তে থাকা একমাত্র ফিল্ডারের হাতে সহজ ক্যাচ তুলে দিয়েছেন স্টাইলিশ ওপেনার। 

৩টি করে চার-ছয়ে ৭১ বলে ৭০ রান করেছেন তিনি। শান্তর সঙ্গে লিটনের জুটিতে এসেছে ৯৬ বলে ১০১ রান। 

২৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৪৭ রান। শান্ত খেলছেন ৪৯ রানে। নতুন ব্যাটসম্যান সাকিব আল হাসান। 

ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের তিন ম্যাচে স্রেফ ৭ রান (৭, ০ ও ০) করেছিলেন লিটন। এর আগে ভারতের বিপক্ষেও তিন ম্যাচে পাননি ফিফটির দেখা। সাত ইনিংস পর পঞ্চাশ পেরোলেও এটিকে বড় করতে পারলেন না তিনি।

20 March 2023, 10:14 AM

পাঁচ ম্যাচে শান্তর তৃতীয় ফিফটি 

ক্যারিয়ারের প্রথম ১৫ ওয়ানডেতে একবারও পঞ্চাশ পর্যন্ত যেতে পারেননি নাজমুল হোসেন শান্ত। পরের পাঁচ ম্যাচে তিনবার স্পর্শ করলেন ফিফটি।

৪২ রানে অধিনায়ক তামিম ইকবালের বিদায়ের পর উইকেটে গিয়ে ৫৯ বলে ২ চার ও ১ ছয়ে পঞ্চাশ ছুঁয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে জোড়া ফিফটি করেছিলেন শান্ত।

২৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৫২ রান। শান্ত ৫০ ও সাকিব আল হাসান ৪ রানে খেলছেন।

20 March 2023, 10:28 AM

আগের সেরা ছাড়ালেন শান্ত

চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নিজের প্রথম ফিফটি করেন নাজমুল হোসেন শান্ত। সেদিন খেলেন ৫৮ রানের ইনিংস। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে সেটিকে ছাড়িয়ে গেলেন বাঁহাতি ব্যাটসম্যান। 

একাদশ ওভারে ক্রিজে গিয়ে ৩১ ওভার পর্যন্ত শান্তর সংগ্রহ ৭০ বলে ৬৬ রান। ৫৯ বলে ফিফটি ছোঁয়ার পর অ্যান্ড্রু ম্যাকব্রাইনের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে সোজা দারুণ একটি ছক্কা মেরেছেন তিনি। 

৩১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৭৯ রান। চার নম্বরে নামা সাকিব অপরাজিত ১৫ রানে।

20 March 2023, 10:33 AM

আবারও হিউমের শিকার সাকিব

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই রানের তাড়া দেখা যাচ্ছিল সাকিব আল হাসানের ব্যাটে। রানের খোঁজে অতি আক্রমণাত্মক হওয়ার চেষ্টাই যেন বিপদ ডেকে আনল তার। বড় শট খেলার খোঁজে হারালেন নিজের উইকেট। 

গ্রাহাম হিউমের বলে মিড উইকেটের দিকে স্লগ করতে গিয়ে সাকিবের ব্যাটের বাইরের কানায় লাগে। হাওয়ায় ভেসে চলে যায় শর্ট থার্ড ম্যানে। পয়েন্ট থেকে কিছুটা দৌড়ে নিরাপদে ক্যাচ নেন হ্যারি টেক্টর। 

২ চারে ১৯ বলে ১৭ রান করেছেন সাকিব। প্রথম ওয়ানডেতে ৯৩ রান করে হিউমের বলেই আউট হয়েছিলেন তিনি। 

৩২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৮২ রান। নতুন ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। নাজমুল হোসেন শান্ত খেলছেন ৬৭ রানে।

20 March 2023, 10:43 AM

শান্তকেও ফেরালেন হিউম 

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের আগ্রাসী ব্যাটিংয়ের বিপক্ষে বল হাতে বেশ সফল ছিলেন গ্রাহাম হিউম। ওই ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং করা হিউম এবার দ্বিতীয় ওয়ানডেতেও ভালো করছেন।

সাকিব আল হাসানের পর নাজমুল হোসেন শান্তও ফিরিয়ে দিয়েছেন এই পেসার। লেগ স্টাম্পের বাইরের স্লোয়ার ডেলিভারি আলতো করে খেলার চেষ্টা করেছিলেন শান্ত। বল লাগে তার গ্লাভসে। খানিক নিচু হয়ে দারুণ ক্যাচ নেন কিপার লরকান টাকার। 

ক্যারিয়ার সেরা ইনিংসে ৩ চার ও ২ ছয়ে ৭৭ বলে ৭৩ রান করেছেন শান্ত। তার বিদায়ে নেমেছেন মুশফিকুর রহিম। আগেই উইকেটে আছেন তাওহিদ হৃদয়। 

৩৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৯৩ রান।

20 March 2023, 10:54 AM

৩৬ ওভারে বাংলাদেশের দুইশ

ইনিংসের ১৪ ওভার বাকি রেখে দুইশ রানের ঘরে ঢুকল বাংলাদেশ। দ্রুত ২ উইকেট হারানোর পর জুটি গড়ার চেষ্টায় মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়। 

প্রথম ওয়ানডেতে নিজের অভিষেকে ৯২ রান করেছিলেন হৃদয়। মুশফিক খেলেন ২৬ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস। দুই জনে গড়েছিলেন বিস্ফোরক এক জুটি।

আজকের ম্যাচেও তেমন কিছুরই প্রত্যাশা এই দুজনের ব্যাট থেকে। 

দলীয় দুইশ পেরোনোর পর অভিষিক্ত ম্যাথু হামফ্রেজের করা ৩৭তম ওভারে দুইটি বাউন্ডারি মেরেছেন হৃদয়। মুশফিক মেরেছেন একটি। 

৩৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২১৬ রান। মুশফিক-তাওহিদ জুটিতে এরই মধ্যে এসেছে ২৬ রান। হৃদয় ১২ ও মুশফিক ১৫ রানে অপরাজিত।

20 March 2023, 11:13 AM

মুশফিক-হৃদয়ের জুটিতে ঝড়ো পঞ্চাশ

দ্রুত ২ উইকেট পড়ার পর আয়ারল্যান্ডের বোলারদের চেপে বসতে দিলেন না মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়। পাল্টা আক্রমণে পঞ্চাশ রানের জুটি গড়লেন দুই মিডল-অর্ডার ব্যাটসম্যান। 

জুটির পঞ্চাশ এসেছে স্রেফ ৩৮ বল। এতে মুশফিকের অবদান ২২ বলে ২৯ রান, হৃদয় ১৬ বলে ২১। 

দুজনের জুটিতে বড় সংগ্রহের আশা দেখছে বাংলাদেশ। ৪০ ওভারে তাদের সংগ্রহ ৪ উইকেটে ২৪১ রান।

20 March 2023, 11:25 AM

ছক্কায় মুশফিকের ফিফটি

আগের দুই বলে দুই চার মেরেছে ৪৯ রানে পৌঁছান মুশফিকুর রহিম। পরের বলে অফ স্টাম্পের বাইরে খাটো লেংথের ডেলিভারি কাট করে পাঠিয়ে দিলেন পয়েন্টের ওপর দিয়ে। পৌঁছে গেলেন পঞ্চাশে। 

আগের ম্যাচে স্রেফ ২৬ বলে ৪৪ রান করা অভিজ্ঞ ব্যাটসম্যান এবার ফিফটি করেছেন স্রেফ ৩৩ বলে। ৫ চারের সঙ্গে মেরেছেন ২টি ছক্কা। 

মুশফিকের ঝড়ো ব্যাটে বড় সংগ্রহে পথে এগোচ্ছে বাংলাদেশ। ৪৩ ওভারে সংগ্রহ ৪ উইকেটে ২৭৮ রান। তাওহিদ হৃদয় খেলছেন ৩৫ রানে।

20 March 2023, 11:31 AM

তামিম-সাকিবের পর মুশফিকের '৭ হাজার'

প্রথম ম্যাচে ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন সাকিব আল হাসান। দ্বিতীয় ম্যাচে এই ক্লাবে ঢুকলেন মিডল অর্ডারে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা মুশফিকুর রহিম।

পরপর দুই ওভারে দুটি প্রাপ্তি ধরা দেয় অভিজ্ঞ এই কিপার-ব্যাটসম্যানের হাতে। আগের ওভারে ছক্কা মেরে পৌঁছান ফিফটিতে, পরের ওভারের প্রথম বলে বাউন্ডারিতে স্পর্শ করেন সাত হাজার ওয়ানডে রানের সীমানা।

তামিম ইকবাল ও সাকিবের পর এই মাইলফলকে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান তিনি। ২৪৪ ম্যাচ ও ২২৯ ইনিংসে লেগেছে মুশফিকের। এই সময়ে ব্যাট থেকে এসেছে ৮ সেঞ্চুরি ও ৪৪ ফিফটি।

20 March 2023, 11:33 AM

মুশফিক-হৃদয় জুটির সেঞ্চুরি, বাংলাদেশের তিনশ

আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশকে বড় সংগ্রহের পথে নিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়। ইনিংসের ৪৫ ওভারেই তিনশ পেরিয়ে গেছে বাংলাদেশের দলীয় সংগ্রহ। মুশফিক-হৃদয়ের জুটি ছাড়িয়ে একশ রান। 

স্রেফ ৬৩ বলে ১০০ রান যোগ করেছেন দুই মিডল-অডার ব্যাটসম্যান। মুশফিকের অবদান ৬১ রান, হৃদয় ৩৯। 

৪৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩০৭ রান। জুটির সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে ১১৭ রান।

স্রেফ ৩৩ বলে ফিফটি করা মুশফিক খেলছেন ৭৪ রানে। টানা দ্বিতীয় ফিফটির সম্ভাবনা জাগানো হৃদয় অপরাজিত ৪২ রানে।

20 March 2023, 11:46 AM

হৃদয়ের ১ রানের আক্ষেপ

স্রেফ ১ রানের জন্য বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে নিজেদের প্রথম দুই ইনিংসে ফিফটি করা হলো না তাওহিদ হৃদয়ের। মার্ক অ্যাডায়ারের বলে কট বিহাইন্ড হয়েছেন ৪৯ রান করে। 

শরীরের বেশ দূর থেকেই খেলার চেষ্টা করেছিলেন হৃদয়। ব্যাটের ভেতরের কানায় লেগে বল জমা পড়ে কিপার লরকান টাকারের গ্লাভসে। অনিশ্চয়তা নিয়েই রিভিউ নেন হৃদয়। তাতে লাভ হয়নি। 

ফিফটি না পেলেও দারুণ ব্যাটিংয়ে দলকে ভালো অবস্থানে পৌঁছে দিয়েছেন হৃদয়। ৩৪ বলের ইনিংসে ৪ চারের সঙ্গে মেরেছেন ১টি ছক্কা।  

অল্প সময়ের ব্যবধানে সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্তর বিদায়ের পরও দমে না গিয়ে দায়িত্বশীল ব্যাটিংয়ে মুশফিকুর রহিমের সঙ্গে চমৎকার জুটি গড়েন হৃদয়। 

তার বিদায়ের ভেঙেছে ১২৮ রানের পঞ্চম উইকেট জুটি। ৭৮ রানে অপরাজিত আছেন মুশফিক। নতুন ব্যাটসম্যান ইয়াসির আলি চৌধুরি।

20 March 2023, 11:56 AM

নিজেদের সর্বোচ্চ ছাড়িয়ে গেল বাংলাদেশ

প্রথম ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেই নতুন করে লিখল সেটি। ৪৮.৫ ওভারে ছাড়িয়ে গেল প্রথম ম্যাচে করা ৩৩৮ রান। 

এই ম্যাচ দিয়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে স্রেফ তৃতীয়বারের মতো পরপর দুই ম্যাচে তিনশ ছাড়িয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে তাদের ২৫তম ৩০০ ছাড়ানো স্কোর এটি। 

৪৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩৩৯ রান। স্রেফ ৫৬ বলে ৯১ রানে খেলছেন মুশফিকুর রহিম।

20 March 2023, 12:06 PM

বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি মুশফিকের

লেগ স্টাম্পের ওপর করা নিচু ফুল টস ডেলিভারি মিড উইকেটের দিকে ঠেলে দিয়ে ১ রান নিলেন মুশফিকুর রহিম। পৌঁছে গেলেন একশ রানে। হেলমেট খুলে গর্জন দিয়ে সারলেন ক্যারিয়ারের নবম সেঞ্চুরির উদযাপন। 

ওয়ানডেতে বাংলাদেশের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড অভিজ্ঞ এই কিপার-ব্যাটসম্যানের। স্রেফ ৬০ বলে ১৪ চার ও ২ ছয়ে ১০০ রান করেছেন তিনি। এতে ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানকে। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন বাঁহাতি অলরাউন্ডার।

মুশফিকের নিজের দ্রুততম সেঞ্চুরি ছিল ৬৯ বলে, ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে।

20 March 2023, 12:08 PM

মুশফিকের রেকর্ড, নতুন উচ্চতায় বাংলাদেশ

ভিত গড়ে দেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। দুই তরুণের দারুণ ফিফটির পর ঝড় তোলেন মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়। মুশফিক গড়েন বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। যার সৌজন্যে বাংলাদেশ পেল নিজেদের ইতিহাসের সর্বোচ্চ স্কোর।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে ৩৪৯ রান করেছে বাংলাদেশ। ছাড়িয়ে গেছে প্রথম ম্যাচে করা ৩৩৮ রানকে।

সিরিজে টিকে থাকতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়তে হবে আয়ারল্যান্ডকে। ২০২০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩২৯ রান তাড়া করে জিতেছিল তারা।

দ্বিতীয়বারের মতো টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আইরিশরা। পাওয়ার প্লের শেষ বলে রান আউটে কাটা পড়েন স্বাগতিক অধিনায়ক তামিম ইকবাল। নিজের জন্মদিনে ২৩ রানের বেশি করা হয়নি তার।

দ্বিতীয় উইকেট জুটিতে দলকে এগিয়ে নেন শান্ত ও লিটন। দুজনের জুটির একশ রান পূরণ হতেই ফেরেন লিটন। তার আগে ছুঁয়ে ফেলেন বাংলাদেশের হয়ে দ্রুততম ২ হাজার রানের মাইলফলক।

শাহরিয়ার নাফীসের সমান ৬৫ ইনিংসে ২ হাজার রান করার পর ইনিংসটিকে বেশি দূর নিতে পারেননি লিটন। আপাত সাদামাটা এক ডেলিভারিতে ক্যাচ আউট হন ৭০ রান করে। ৩ চার ও ৩ ছয়।

লিটনের মতো শান্তও ফেরেন সত্তরের ঘরে। ক্যারিয়ার সেরা ইনিংসে ৩ চার ও ২ ছয়ে ৭৭ বলে ৭৩ রান করেন তিনি। এরপর সাকিব আল হাসান বেশিক্ষণ টিকতে পারেননি।

দলীয় ১৯০ রানে চতুর্থ উইকেট পড়লে জুটি বাঁধেন মুশফিক ও হৃদয়। স্রেফ ৭৮ বলে ১২৮ রান যোগ করেন এই দুজন। ১ রানের জন্য টানা দ্বিতীয় ফিফটি করতে পারেননি হৃদয়। ৩৪ বলে ৪ চার ও ১ ছয়ে ৪৯ রান করেন তিনি।

অন্য প্রান্তে মুশফিকের ব্যাট ছিল উত্তাল। উইকেটের চারপাশে শট খেলে আইরিশদের ব্যতিব্যস্ত রাখেন তিনি। ইনিংসের শেষ বলে পূরণ করেন নিজের সেঞ্চুরি। ৬০ বলে তিন অঙ্ক ছুঁয়ে গড়েন বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

এই ইনিংস খেলার পথে স্পর্শ করেন ৭ হাজার রানের মাইলফলক। তামিম ও সাকিবের পর ৭ হাজারে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান তিনি।

প্রথম ম্যাচের মতো এবারও আয়ারল্যান্ডের সেরা বোলার গ্রাহাম হিউ। ১০ ওভারে দুই মেডেনসহ ৫৮ রানে ৩ উইকেট নিয়েছেন ডানহাতি পেসার।

সংক্ষিপ্ত স্কোর: 

বাংলাদেশ: ৫০ ওভারে ৩৪৯/৬ (তামিম ২৩, লিটন ৭০, শান্ত ৭৩, সাকিব ১৭, হৃদয় ৪৯, মুশফিক ১০০*, ইয়াসির ৭, তাসকিন ১*; অ্যাডায়ার ১০-১-৬০-১, হিউম ১০-২-৫৮-৩, ক্যাম্পার ১০-০-৭৩-১, হামফ্রেজ ৭-০-৫৯-০, ম্যাকব্রাইন ৯-০-৬৮-০, টেক্টর ৪-০-২৮-০)

20 March 2023, 12:24 PM

মুশফিক-ঝড় শেষে তুমুল বৃষ্টি

আয়ারল্যান্ডের বোলারদের ওপর ঝড় বইয়ে দিয়ে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম। কিন্তু এর পরপরই নামল বৃষ্টি। যেন মুশফিক-ঝড় থামার অপেক্ষায়ই ছিল প্রকৃতি। 

ইনিংস বিরতিতে তুমুল বৃষ্টির কারণে আপাতত ঢেকে রাখা হয়েছে উইকেট। 

মুশফিকের ৬০ বলে ১০০ রানের ঝড়ে বাংলাদেশ পেয়েছে ৩৪৯ রানের সংগ্রহ।

20 March 2023, 12:49 PM

বৃষ্টিতে খেলা শুরু হতে দেরি

ইনিংস বিরতিতে নামা বৃষ্টি থামার কোনো আভাস আপাতত নেই। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল আয়ারল্যান্ডের ইনিংস। কিন্তু মুষলধারে চলা বৃষ্টিতে সময়মতো খেলা শুরু করা যায়নি। 

এখনও চলছে বৃষ্টি। ফলে নিশ্চিতভাবেই আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে দ্বিতীয় ইনিংস শুরুর জন্য।

20 March 2023, 01:31 PM

এখনও চলছে বৃষ্টি

সিলেট স্টেডিয়ামে এক ঘণ্টার বেশি সময় ধরে চলছে বৃষ্টি। যা কমার বদলে সময়ের সঙ্গে বাড়ছে শুধু। উইকেট ও এর চারপাশ ভারী পর্দায় ঢেকে রাখা হয়েছে। তবে আউটফিল্ড খালিই রয়েছে। 

এই মাঠের পানি নিষ্কাসনের ব্যবস্থা বেশ উন্নত। তবে মাঠের বেশ কিছু জায়গায় পানি জমে গেছে। তাই বৃষ্টি থামার পরেও মাঠ প্রস্তুত করার জন্য ব্যয় হবে কিছু সময়।  

ওয়ানডে ম্যাচের নিয়ম অনুযায়ী ন্যুনতম ২০ ওভারের জন্য খেলা শুরুর শেষ সময় রাত ৯টা ৩৩ মিনিট। অর্থাৎ এর মধ্যে খেলা শুরু করা না গেলে পরিত্যক্ত ঘোষণা করা হবে ম্যাচ। 

বাংলাদেশে সবশেষ কোনো ওয়ানডে ম্যাচ পরিত্যক্ত হয়েছে ২০১৪ সালের জুনে, ভারত-বাংলাদেশ ম্যাচ। এরপর খেলা ৫৬ ম্যাচের সবকয়টিতেই ফল হয়েছে।

20 March 2023, 01:44 PM

এখনও চলছে বৃষ্টি

সিলেট স্টেডিয়ামে এক ঘণ্টার বেশি সময় ধরে চলছে বৃষ্টি। যা কমার বদলে সময়ের সঙ্গে বাড়ছে শুধু। উইকেট ও এর চারপাশ ভারী পর্দায় ঢেকে রাখা হয়েছে। তবে আউটফিল্ড খালিই রয়েছে।

এই মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই ভালো। তবে বেশ কিছু জায়গায় এরই মধ্যে পানি জমে গেছে। বৃষ্টি থামার পরেও মাঠ প্রস্তুত করার জন্য ব্যয় হবে কিছু সময়।

নিয়ম অনুযায়ী, ন্যুনতম ২০ ওভারের জন্য ৯টা ৩৩ মিনিটের মধ্যে শুরু হতে হবে খেলা।

20 March 2023, 02:29 PM

বৃষ্টির দাপট চলছেই

বাংলাদেশের ইনিংস শেষ হওয়ার পর নামা বৃষ্টি চলছে মুষলধারে। দুই ঘণ্টার বেশি সময় ধরে চলমান বৃষ্টিতে ক্ষীণ হয়ে আসছে ম্যাচের ফল আসার সম্ভাবনা। 

মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা খুব ভালো। তবে বেশ কয়েক জায়গায় জমে গেছে পানি। ফলে বৃষ্টি থামার পর সঙ্গে সঙ্গেই খেলা শুরু করা সম্ভব হবে না। মাঠ শুকাতেও ব্যয় হবে কিছু সময়। 

ন্যুনতম ২০ ওভারের জন্য রাত ৯টা ৩৩ মিনিটের মধ্যে শুরু হতে হবে খেলা। তা না হলে প্রায় ৯ বছর পর বাংলাদেশে কোনো ওয়ানডে ম্যাচ পরিত্যক্ত হবে।

20 March 2023, 02:41 PM

মুশফিক-ঝড়ের পর ম্যাচ পরিত্যক্ত 

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে জিতল বৃষ্টি। মুষলধারে চলমান বৃষ্টি থামার কোনো আভাস না থাকায় কাট-অফ টাইমের ঘণ্টাখানেক আগে ৮টা ৩২ মিনিটে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় ওয়ানডে। 

বৃষ্টি নামার আগে নিজেদের ইনিংস পুরোটাই ব্যাটিং করেছে বাংলাদেশ। মুশফিকুর রহিম গড়েছেন বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। স্রেফ ৬০ বলে ১৪ চার ও ২ ছয়ে করেছেন ১০০ রান। 

এছাড়া নাজমুল হোসেন শান্ত ৭৭ বলে ৭৩, লিটন দাস ৭১ বলে ৭০ ও তাওহিদ হৃদয় খেলেন ৩৪ বলে ৪৯ রানের ইনিংস। যার সৌজন্যে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ দাঁড় করায় নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ৩৪৯ রানের স্কোর।