বাংলাদেশ ১ম ইনিংস: ১৬৪
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩৭ ওভারে ৭০/১
02 Dec 2024, 04:22 AM
ব্যাটিং ব্যর্থতার পর বোলিংয়ে কিছুটা লড়াই
সকালে প্রথম আধ ঘণ্টার চ্যালেঞ্জ ঠিকঠাক সামাল দেওয়ার পর দিক হারাল বাংলাদেশ। জেডেন সিলস ও শামার জোসেফের দারুণ বোলিংয়ে গুটিয়ে গেল ১৬৪ রানে।
ব্যাটিং ধসের পর বোলিংয়ে কিছুটা লড়াইয়ের আভাস দিল বাংলাদেশ। উইকেটে বোলারদের জন্য থাকা সুবিধা কাজে লাগিয়ে কঠিন পরীক্ষায় ফেলল ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের। তবে নিতে পারল কেবল একটি উইকেট।
মেহেদী হাসান মিরাজের হাতে জীবন পেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক একবার বাঁচলেন রিভিউ নিয়ে। অসংখ্যবার একটুর জন্য ব্যাটের কানা নিল না বল।
দ্বিতীয় দিনের খেলা শেষে ৩৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ৭০। ব্র্যাথওয়েট ১১৫ বলে তিন চারে ৩৩ রানে ব্যাট করছেন। কেসি কার্টি ৬০ বলে ১ চারে খেলছেন ১৯ রানে।
এখনও ৯৪ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ।
স্যাবাইনা পার্কের উইকেটে ধীরে ধীরে বোলারদের জন্য সুবিধা বাড়ছে। বড় হচ্ছে চিড়। চতুর্থ ও পঞ্চম দিনে ভীষণ কঠিন হতে পারে ব্যাটিং।
গতিময় সব ডেলিভারিতে ব্যাটসম্যানদের ভুগিয়েছেন নাহিদ রানা। আঁটসাঁট বোলিং করেছেন তাসকিন আহমেদ।
বিশাল টার্ন পেয়েছেন তাইজুল ইসলাম। দারুণ জায়গায় বোলিং করে, গতির বৈচিত্র্য ব্যবহার করে পরীক্ষা নিয়েছেন ব্যাটসম্যানদের। শেষ দিকে বোলিংয়ে এসে ভুগিয়েছেন মিরাজও।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ১৬৪
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩৭ ওভারে ৭০/১ (ব্র্যাথওয়েট ৩৩*, লুই ১২, কার্টি ১৯*; হাসান ৭-২-১৮-০, তাসকিন ৮-৫-১১-০, নাহিদ ৯-০-২৮-১, তাইজুল ১০-৭-৭-০, মিরাজ ৩-১-২-০)
02 Dec 2024, 04:03 AM
রিভিউ নিয়ে বাঁচলেন ব্র্যাথওয়েট
আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার সঙ্গে সঙ্গে রিভিউ নিলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। সেটা কাজেও লাগল। বেঁচে গেলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।
মেহেদী হাসান মিরাজের বলে সুইপ করেছিলেন ব্র্যাথওয়েট। তবে ব্যাটে খেলতে পারেননি। একটু সময় নিয়ে এলবিডব্লিউর আবেদনে সাড়া দেন আম্পায়ার।
বল ট্র্যাকিংয়ে দেখা যায় ইম্প্যাক্ট ছিল অফ স্টাম্পের বাইরে। তাই পাল্টে যায় আম্পায়ারের সিদ্ধান্ত। সে সময় ৩২ রানে ছিলেন ক্যারিবিয়ান ওপেনার।
৩৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ৬৯।
02 Dec 2024, 03:43 AM
ব্র্যাথওয়েটকে জীবন দিলেন মিরাজ
সাবধানী ব্যাটিংয়ে ধীরে এগোনো ক্রেইগ ব্র্যাথওয়েটকে বিদায় করার একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। তাইজুল ইসলামের বলে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়লেন মেহেদী হাসান মিরাজ।
দারুণ বোলিংয়ে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের পরীক্ষায় ফেলছেন তাইজুল। তার বলে লেগে ঘুরানোর চেষ্টায় শর্ট এক্সট্রা কাভারে ক্যাচ দেন ব্র্যাথওয়েট। প্রতিক্রিয়া দেখাতে দেরি করা মিরাজ বলে হাত ছোঁয়ালেও মুঠোয় নিতে পারেননি। সে সময় ২৬ রানে ছিলেন ব্র্যাথওয়েট।
২৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ৫৯।
02 Dec 2024, 03:34 AM
বাংলাদেশের ব্যর্থ রিভিউ
ক্রেইগ ব্র্যাথওয়েটের ফেরাতে কট বিহাইন্ডের রিভিউ নিয়ে ব্যর্থ হলো বাংলাদেশ।
তাইজুল ইসলামের দারুণ ডেলিভারির লাইনে যেতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। স্পিন করে ব্যাটের বাইরের কানা ঘেঁষে বেরিয়ে যায় বল।
আম্পায়ার জোরাল আবদনে সাড়া না দিলে অন্তিম সময়ে রিভিউ নেন মেহেদী হাসান মিরাজ। বলে ব্যাটের স্পর্শ না থাকায় নষ্ট হয় একটি রিভিউ।
২৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ৫৫।
02 Dec 2024, 02:38 AM
শুরুর জুটি ভাঙলেন নাহিদ
ঘণ্টা প্রতি দেড়শ কিলোমিটারের আশেপাশের গতিতে দারুণ ভোগাচ্ছিলেন নাহিদ রানা। সে কারণেই হয়তো স্বভাববিরুদ্ধ শট খেলার চেষ্টায় ফিরলেন মিকাইল লুই। ভাঙল ওয়েস্ট ইন্ডিজের শুরুর জুটি।
অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে ড্রাইভ করেছিলেন লুই। তবে ততটা ফুল লেংথে ছিল না ওই ডেলিভারি। ব্যাটের কানায় লেগে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। ভাঙে ৭৮ বল স্থায়ী ২৫ রানের জুটি।
৪৭ বলে এক চারে লুই করেন ১২ রান।
১৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ২৫। ক্রিজে ক্রেইগ ব্র্যাথওয়েটের সঙ্গী কেসি কার্টি।
02 Dec 2024, 02:12 AM
আঁটসাঁট ১০ ওভার
চা-বিরতির আগে ১০ ওভার বোলিংয়ের সুযোগ পেয়ে শুরুর জুটি ভাঙতে পারেনি বাংলাদেশ। সাবধানী ব্যাটিংয়ে ১৬ রান তুলেছেন ক্রেইগ ব্র্যাথওয়েট ও মিকাইল লুই।
জন্মদিনে ২৯ বলে দুই চারে ১০ রানে ব্যাট করছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্র্যাথওয়েট। ৩১ বলে লুইয়ের রান ৫।
৫ ওভারে কেবল ৬ রান দিয়েছেন তাসকিন আহমেদ। হাসান মাহমুদ ৪ ওভারে দিয়েছেন ৮ রান। নিজের একমাত্র ওভারে ১ রান দিয়েছেন নাহিদ রানা।
কোনো বোলারই রানের সহজ সুযোগ দেননি। বেশিরভাগ ডেলিভারিই রেখেছেন অফ স্টাম্পের আশেপাশে।
02 Dec 2024, 01:07 AM
১৬৪ রানেই শেষ বাংলাদেশ
দ্বিতীয় দিন ৯৫ রান যোগ করতেই শেষ ৮ উইকেট হারাল বাংলাদেশ। সফরকারীদের প্রথম ইনিংস গুটিয়ে গেল কেবল ১৬৪ রানে।
১১ নম্বর ব্যাটসম্যান নাহিদ রাকাকে বোল্ড করে ইনিংসের ইতি টানেন জেডেন সিলস। ১৫.৫ ওভারে ১০ মেডেন নিয়ে ৫ রানে ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার এই পেসার।
দিনের প্রথম সেশনে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে দুইশর নিচেই থামিয়ে রাখায় অবদান কম নয় শামার জোসেফ।
মাত্র ৫ রানে শেষ ৩ উইকেট হারায় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ৬৯/২) ৭১.৫ ওভারে ১৬৪ (সাদমান ৫০, মুমিনুল ০, শাহাদাত ২২, লিটন ১, জাকের ১, মিরাজ ৩৬, তাইজুল ১৬, তাসকিন ৮, হাসান ৫*, নাহিদ ০; রোচ ১৫-২-৪৫-২, সিলস ১৫.৫-১০-৫-৪, শামার জোসেফ ১৫-৩-৪৯-৩, আলজারি জোসেফ ১৪-৩-২৯-১, গ্রেভস ৭-২-১৪-০, হজ ৪-০-৯-০, ব্র্যাথওয়েট ১-০-১-০)
02 Dec 2024, 12:59 AM
শর্ট বলে ফিরলেন মিরাজ
অ্যান্টিগা টেস্ট থেকে শর্ট বল ভোগাচ্ছে মেহেদী হাসান মিরাজকে। অনেকক্ষণ লড়াই করে শর্ট বলেই সীমানায় ধরা পড়েছেন বাংলাদেশ অধিনায়ক।
এক ওভারে দুই উইকেট পেলেন জেডেন সিলস। তাসকিন আহমেদের পর পর পেলেন মিরাজের উইকেট।
অফ স্টাম্পের বাইরের শর্ট বলে পুল করেন মিরাজ। টাইমিং করতে পারেননি অফ স্পিনিং অলরাউন্ডার। ফাইন লেগে অনেকটা দৌড়ে ক্যাচ নেন শামার জোসেফ।
দারুণ বোলিং করা সিলসের বোলিং ফিগার এ সময় এমন ১৫-১০-৫-৩!
02 Dec 2024, 12:55 AM
টিকলেন না তাসকিন
জেডেন সিলসের বলে তেড়েফুড়ে মেরে ক্যাচ দিলেন তাসকিন আহমেদ। বাংলাদেশ হারাল অষ্টম উইকেট।
সিলসের অফ স্টাম্প ঘেঁষা ডেলভারিতে সজোরে মেরেছিলেন তাসকিন। তবে টাইমিং একেবারেই করতে পারেননি। কানা নিয়ে যায় উইকেটের পেছনে। লাফ দিয়ে গ্লাভস ছুঁয়ে গতি কমান জশুয়া দা সিলভা। দ্বিতীয় স্লিপে ঝাঁপিয়ে ক্যাচ নেন আলিক আথানেজ।
১৬ বলে ১ চারে ৮ রান করেন তাসকিন।
৬৯.১ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ১৫৯।
02 Dec 2024, 12:49 AM
আম্পায়ার্স কলে মিরাজের রক্ষা
কিমার রোচের বলে রিভিউ নিয়ে ব্যর্থ হলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। আম্পায়ার্স কলে এলবিডব্লিউর হাত থেকে বেঁচে গেলেন মেহেদী হাসান মিরাজ।
রোচের অ্যাঙ্গেলে একটু ভেতরে ঢোকা ডেলিভারি ব্যাটে খেলতে পারেননি ব্যাটসম্যান। আম্পায়ার জোরাল আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।
ইম্প্যাক্ট ও হিটিং দুটিই ছিল আম্পায়ার্স কল, তাই বেঁচে যান মিরাজ। সে সময় ৩৬ রানে ছিলেন তিনি।
৬৯ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ১৫৯।
02 Dec 2024, 12:17 AM
তাইজুলের বিদায়ে ভাঙল জুটি
একের পর এক শর্ট বল করে যাওয়া ক্যারিবিয়ানরা প্রতিরোধ ভাঙল বাউন্সারেই। শরীর করে করা আলজারি জোসেফের ডেলিভারিতে ক্যাচ দিলেন তাইজুল ইসলাম।
না খেললেও পারতেন তাইজুল। সময় মতো সরে যেতে পারেননি লাইন থেকে, ঠিক মতো খেলতেও পারেননি। সহজ ক্যাচ যায় তৃতীয় স্লিপে। সহজেই মুঠোয় নেন জাস্টিন গ্রেভস। ভাঙে ১১৬ বল স্থায়ী ৪১ রানের জুটি।
৬৬ বলে ১ চারে ১৬ রান করেন তাইজুল।
৬৪ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ১৩৯। ক্রিজে মেহেদী হাসান মিরাজের সঙ্গী তাসকিন আহমেদ।
01 Dec 2024, 11:11 PM
হতাশার সেশনে মিরাজ-তাইজুলের প্রতিরোধ
সাদমান ইসলাম ও শাহাদাত হোসেনের ব্যাটে শুরুটা আশা জাগানিয়াই ছিল বাংলাদেশ। তবে পঞ্চাশ ছোঁয়া জুটি ভাঙার পর সফরকারীরা দ্রুত আরও তিন উইকেট হারানোয় পাল্টে গেছে খেলার চিত্র। এক সেশনেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় থাকা দলকে টানছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। দুই জন এরই মধ্যে খেলেছেন ১৩.৫ ওভার, তুলেছেন ২৪ রান।
মধ্যাহ্ন-বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের রান ৬ উইকেটে ১২২। ৪২ বলে ১ চারে ১৮ রানে খেলছেন অধিনায়ক মিরাজ। ৪৭ বলে ৮ রানের দায়িত্বশীল ইনিংসে তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন তাইজুল।
২৮ ওভার ব্যাট করে কেবল ৫৩ রান তুলতে পেরেছে বাংলাদেশ।
সফরকারীদের এদিন নাড়িয়ে দিয়েছেন পেসার শামার জোসেফ। শাহাদাতকে বোল্ড করে জুটি ভাঙার পর তিনি নিয়েছেন জাকের আলি ও সাদমান ইসলামের উইকেট।
তাদের দারুণ স্পেলের মাঝে একটি উইকেট নিয়েছেন জেডেন সিলস। তার ওভার থেকে রান প্রায় আসেইনি! ১৩ ওভারে দিয়েছেন কেবল ৪ রান। মেডেন নিয়েছেন ৯ ওভার।
01 Dec 2024, 10:07 PM
সাদমানের প্রতিরোধ ভাঙলনে শামার জোসেফ
পানি বিরতির পর প্রথম বলেই উইকেট হারাল বাংলাদেশ। শামার জোসেফের বলে কট বিহাইন্ড হয়ে ফিরে গেলেন সাদমান ইসলাম।
আগের দিন দুবার ক্যাচ দিয়েও বেঁচে যাওয়া সাদমান এদিন খেলছিলেন আস্থার সঙ্গে। অন্য প্রান্তে দ্রুত উইকেট পড়লেও তিনি টিকে ছিলেন আশা হয়ে। চমৎকার ডেলিভারিতে তার প্রতিরোধ ভাঙলেন শামার।
অফ স্টাম্পের বাইরে ডেলিভারি ছেড়েও দিতে পারতেন সাদমান। সেটা না করে খেলতে যান বাঁহাতি ওপেনার। আউট সুইং করে বেরিয়ে যাাওয়া ডেলিভারির লাইনে পুরোপুরি যেতে পারেননি। ব্যাটের কানা নিয়ে জমা পড়ে জশুয়া দা সিলভার গ্লাভসে।
১৩৭ বলে পাঁচ চার ও এক ছক্কায় সাদমান করেন ৬৪ রান।
৪৫ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ৯৮। ক্রিজে মেহেদী হাসান মিরাজের সঙ্গী তাইজুল ইসলাম।
01 Dec 2024, 09:54 PM
দ্রুত ফিরলেন জাকের
আগের ম্যাচে দুই ইনিংসেই প্রতিরোধ গড়া জাকের আলি এবার ফিরলেন দ্রুত। শামার জোসেফের শর্ট বলে হলেন কট বিহাইন্ড।
শরীর তাক করে করা বাউন্সারে পুল করেছিলেন জাকের। ঠিক মতো পারেননি, ব্যাটের কানা ছুঁয়ে কাঁধে লেগে উঠে যায় আকাশে। অনায়াসেই গ্লাভসে জমান জশুয়া দা সিলভা।
১০ বলে ১ রান করেন জাকের।
৪৩ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৯৫। ক্রিজে সাদমান ইসলামের সঙ্গী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
01 Dec 2024, 09:37 PM
টিকলেন না লিটন
পরপর দুই ওভারে দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে গেল বাংলাদেশ। শাহাদাত হোসেনের পর ফিরে গেলেন লিটন দাস।
জেডেন সিলসের বলে ড্রাইভ করার পথে পা খুব একটা ব্যবহার করেননি লিটন। পুরোপুরি বলের লাইনেও যেতে পারেননি কিপার-ব্যাটসম্যান। ব্যাটের বাইরের কান্য় লেগে সহজ ক্যাচ যায় প্রথম স্লিপে।
৬ বলে ১ রান করেন লিটন।
৪০ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৮৮। প্রমোশন পেয়ে ছয়ে নেমেছেন জাকের আলি।
01 Dec 2024, 09:33 PM
শাহাদাতের বিদায়ে ভাঙল জুটি
বোলিংয়ে পরিবর্তন কাজে লেগে গেল। কিমার রোচের জায়গায় আক্রমণে এসেই সাফল্য পেলেন শামার জোসেফ। তার দারুণ ডেলিভারিতে বোল্ড হয়ে গেলেন শাহাদাত হোসেন।
লেংথ বল পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন শাহাদাত। কিন্তু যেতে পারেননি লাইনে। ব্যাটের কানা এড়িয়ে আঘাত হানে অফ স্টাম্পের চূড়ায়। ভাঙে ১৯৩ বল স্থায়ী ৭৩ রানের জুটি।
৮৯ বলে দুই চারে ২২ রান করেন শাহাদাত।
ক্রিজে গিয়ে প্রথম বলে একটুর জন্য বেঁচে যান লিটন দাস। ব্যাটের কানায় লেগে স্টাম্পের পাশ দিয়ে বেরিয়ে যায় বল। পরের বলে ব্যাটের কানায় লেগে থার্ডম্যান দিয়ে বাউন্ডারি পেয়ে যান সাদমান ইসলাম।
৩৯ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৮৮।
01 Dec 2024, 09:11 PM
শুরুতে সাবধানী সাদমান-শাহাদাত
দ্বিতীয় দিনের শুরুতে ক্যারিবিয়ানদের কোনো সুযোগ দিচ্ছেন না দুই ব্যাটসম্যান সাদমান ইসলাম ও শাহাদাত হোসেন। প্রথম ৫ ওভারে ১২ রান যোগ করেছেন তারা।
৩৫ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৮১। ১১৪ বলে ৫৩ রানে খেলছেন সাদমান। ৭৯ বলে ২০ রানে ব্যাট করছেন শাহাদাত।
01 Dec 2024, 08:32 PM
১৫ মিনিট আগে খেলা শুরু
প্রথম দিন ৬০ ওভার খেলা কম হওয়ায় রোববার দ্বিতীয় দিন খেলা শুরু হবে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে (বাংলাদেশ সময় রাত পৌনে নয়টায়)। এদিনের খেলায় বাগড়া দিতে পারে বৃষ্টি। বৃষ্টির শঙ্কার কথা আছে আবহাওয়ার পূর্বাভাসে।
01 Dec 2024, 08:22 PM
নতুন দিন, নতুন চ্যালেঞ্জ
মাঠ ভেজা থাকায় দুই সেশন ভেসে যাওয়ার পর প্রথম যেটুকু খেলা হল তাতে ব্যাকফুটেই চলে যেতে বসেছিল বাংলাদেশ। প্রথম দিন শেষ বেলায় ক্যারিবিয়ান ফিল্ডাররা তিনটি সুযোগ হাতছাড়া করায় জ্যামাইকা টেস্টে অনেকটা সমানে-সমান অবস্থানে আছে বাংলাদেশ। কিমার রোচ, জেডেন সিলসদের সামাল দিয়ে দ্বিতীয় দিন নিজেদের এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জ সফরকারীদের সামনে।
স্যাবাইনা পার্কে শনিবার প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৯ রান।
দুইবার জীবন পাওয়া ওপেনার সাদমান ইসলাম তিন চার ও এক ছক্কায় ১০০ বলে খেলছেন ৫০ রানে। তার সঙ্গে ১৪১ বলে ৫৯ রানের জুটি গড়া শাহাদাত হোসেন ১২ রান করতে খেলেছেন ৬৩ বল।
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে):
বাংলাদেশ ১ম ইনিংস: ৩০ ওভারে ৬৯/২ (জয় ৩, সাদমান ৫০*, মুমিনুল ০, শাহাদাত ১২*; রোচ ৭-২-২০-২, সিলস ৭-৫-২-০, শামার জোসেফ ৪-১-১০-০, আলজারি জোসেফ ৪-০-১৩-০, গ্রেভস ৫-১-১১-০, হজ ২-০-৯-০, ব্র্যাথওয়েট)