বাংলাদেশ ১ম ইনিংস: ১৬৪
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৪৬
বাংলাদেশ ২য় ইনিংস: ৪১.৪ ওভারে ১৯৩/৫
03 Dec 2024, 04:31 AM
দারুণ ব্যাটিংয়ে ২১১ রানের লিড
দিনের শুরুতে ক্যারিয়ার সেরা বোলিংয়ে পথ দেখালেন নাহিদ রানা। ৫ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস থামিয়ে দিলেন ১৪৬ রানে। বাংলাদেশের বিপক্ষে টেস্টে যে কোনো স্বাগতিক দেশের প্রথম ইনিংসে যা সর্বনিম্ন। পরে পাল্টা আক্রমণে সুর বেঁধে দিলেন শাহাদাত হোসেন। সেই পথ ধরে এগিয়ে নিলেন মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম। লিটন দাসের সঙ্গে চমৎকার জুটি গড়ার পর দলকে দুইশ রানের কাছে নিয়ে গেলেন জাকের আলি।
তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৯৩। প্রথম ইনিংসে ১৮ রানের লিড পাওয়ায় সফরকারীরা এগিয়ে ২১১ রানে।
স্যাবাইনা পার্কে সর্বোচ্চ রান তাড়া জয়ের রেকর্ড ২১২ রান। সেই রান ছাড়িয়ে আরও বড় লক্ষ্য দেওয়ার দুয়ারে আছে বাংলাদেশ। এখনও ব্যাটিংয়ে বাকি অসুস্থতার জন্য তৃতীয় দিন মাঠের বাইরেই থাকা মুমিনুল হক।
তিন চারে ৪৯ বলে ২৯ রানে ব্যাট করছেন জাকের। ২২ বলে তাইজুল ইসলামের রান ৯।
খরুচে বোলিংয়ে ১০ ওভারে ৭০ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন শামার জোসেফ। ওভার প্রতি চারের বেশি রান দিয়ে একটি করে উইকেট নিয়েছেন জেডেন সিলস ও আলজারি জোসেফ।
৮ ওভারে ২০ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন জাস্টিন গ্রেভস। তার অফকাটার যেভাবে ভেতরে ঢুকেছে সেটা আশাবাদী করে তুলতে পারে বাংলাদেশের দুই স্পিনার মিরাজ ও তাইজুলকে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ১৬৪
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৪৬
বাংলাদেশ ২য় ইনিংস: ৪১.৪ ওভারে ১৯১/৫ (জয় ০, সাদমান ৪৬, শাহাদাত ২৮, মিরাজ ৪২, লিটন ২৫, জাকের ২৯*, তাইজুল ৯*; সিলস ৯-২-৪৩-১, আলজারি জোসেফ ৮.৪-০-৩৯-১, শামার জোসেফ ১০-০-৭০-২, গ্রেভস ৮-১-২০-১, হজ ১-০-৪-০, রোচ ৫-০-১২-০)
03 Dec 2024, 03:58 AM
দুইশ ছাড়াল লিড
তৃতীয় সেশনে ঘুরে দাড়ানোর আভাস দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সাদমান ইসলাম, মেহেদী হাসান মিরাজের পর তুলে নিয়েছে লিটন দাসের উইকেট। তবে জাকের আলির ব্যাটে দুইশ ছাড়িয়েছে সফরকারীদের লিড।
৩৮ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৮৩। লিড এখন ২০১ রান।
১২ বলে ৫ রানে খেলছেন তাইজুল ইসলাম। ৩৭ বলে জাকেরের রান ২৩।
03 Dec 2024, 03:44 AM
গ্রেভসের অফকাটারে বোল্ড লিটন
জমে যাওয়া জুটি ভাঙলেন জাস্টিন গ্রেভস। দারুণ এক অফকাটারে লিটন দাসকে বোল্ড করে দিলেন তিনি।
ঘণ্টা প্রতি ১১০ কিলোমিটার গতির অফকাটার ব্যাটসম্যানকে চমকে দিয়ে অনেকটা বাঁক নিয়ে আঘাত হানে স্টাম্পে। এতটা ভেতরে ঢুকে যাবে ধারণাই করতে পারেননি লিটন। বলের লাইনেও যেতে পারেননি তিনি। ভাঙে ৫২ বল স্থায়ী ৪১ রানের জুটি।
তিন চারে ৩৪ বলে ২৫ রান করেন লিটন।
৩৪ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৭৩। ক্রিজে জাকের আলির সঙ্গী মুমিনুল হক। অসুস্থবোধ করায় ব্যাটিংয়ে নামেননি মুমিনুল হক।
বাংলাদেশের লিড এখন ১৯১ রান।
03 Dec 2024, 03:18 AM
জীবন পেলেন লিটন
দুই থিতু ব্যাটসম্যানকে বিদায় করা শামার জোসেফ পেতে পারতেন লিটন দাসের দামী উইকেট।
লেগ স্টাম্পের বাইরের ডেলিভারি ঠিকঠাক খেলতে পারেননি লিটন। ক্যাচ যায় উইকেটের পেছনে। ডাইভ দিয়ে গ্লাভসে নিলেও ধরে রাখতে পারেননি জশুয়া দা সিলভা। বেঁচে যান লিটন।
সে সময় ১২ রানে ছিলেন বাংলাদেশের কিপার-ব্যাটসম্যান।
৩১তম ওভার দিয়ে ইনিংসে প্রথমবার আক্রমণে আসেন কিমার রোচ। দেন তিন রান। ৩১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৬০।
03 Dec 2024, 03:04 AM
মাঠে এলেন রোচ
বাংলাদেশ ইনিংসের ২৮ ওভার শেষ হওয়ার পর মাঠে এলেন কিমার রোচ। ব্যাটিংয়ের সময় নাহিদ রানার দুটি গতিময় ডেলিভারি তার বাম কাঁধে আঘাত হেনেছিল। তাই শুরু থেকে মাঠে ছিলেন না অভিজ্ঞ ক্যারিবিয়ান পেসার।
03 Dec 2024, 02:51 AM
রিভিউ নিয়ে মিরাজকে ফেরাল উইন্ডিজ
বল গ্লাভসে নিয়ে আবেদন করলেও জশুয়া দা সিলভা বললেন, তিনি কোনো শব্দ শোনেননি। তবুও কট বিহাইন্ডের রিভিউ নিলেন ক্রেইগ ব্র্যাথওয়েট! কাজেও লেগে গেল তা, ফিরে গেলেন মেহেদী হাসান মিরাজ।
দুই থিতু ব্যাটসম্যানকে বিদায় করলেন শামার জোসেফ। সাদমান ইসলামের পর তিনি পেলেন মিরাজের উইকেট।
লেগ স্টাম্পের বাইরের আপাত সাদামাটা ডেলিভারিতে ফ্লিক করার চেষ্টায় বিদায় নিলেন মিরাজ। অনেকটা ক্যারিবিয়ান ব্যাটসম্যান কেসি কার্টির মতো।
চারে নেমে ৭ চারে ৩৯ বলে ৪২ রান করলেন মিরাজ।
২৬ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৩৩। লিড এখন ১৫১। ক্রিজে লিটন দাসের সঙ্গী জাকের আলি।
03 Dec 2024, 02:34 AM
সাদমানের বিদায়ে ভাঙল জুটি
এক বল আগে ফিরতে পারতেন মেহেদী হাসান মিরাজ। তার ব্যাটের কানায় লেগে বল বেরিয়ে যায় স্লিপ ফিল্ডারদের মাথার উপর দিয়ে। দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারেননি ফিল্ডারদের কেউ, বাউন্ডারি পেয়ে যান মিরাজ।
এক বল পর স্ট্রাইক পেয়ে শরীর থেকে অনেক দূরে শট খেলার চেষ্টায় কট বিহাইন্ড হয়ে যান সাদমান ইসলাম। এতো দূরের বল তাড়া না করলেও চলতো, বাউন্ডারিতে পঞ্চাশের আশায় উইকেট দিয়ে এলেন তিনি। তাতে ভাঙল ৭৪ বল স্থায়ী ৭০ রানের জুটি।
২২ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১১৭। ক্রিজে মিরাজের সঙ্গী লিটন দাস।
03 Dec 2024, 02:06 AM
আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের দারুণ সেশন
ক্যারিবিয়ানদের শেষ ২ উইকেট দ্রুত নেওয়ার পর আগ্রাসী ব্যাটিংয়ে সেশন নিজেদের করে নিল বাংলাদেশ।
চা-বিরতিতে যাওয়ার সময় ২০ ওভারে সফরকারীদের রান ২ উইকেটে ১১০। সেশনের শেষ দিকে মেহেদী হাসান মিরাজ ও সাদমান ইসলাম নিজেদের একটু গুটিয়ে না নিলে রান হতে পারতো আরও বেশি।
প্রথম ইনিংসে লিড নেওয়া বাংলাদেশ এখন এগিয়ে ১২৮ রানে। ৭ চারে ৭২ বলে ৪৪ রানে ব্যাট করছেন সাদমান। ২২ বলে ৫ চারে মিরাজের রান ২৬। তৃতীয় উইকেটে তাদের জুটিতে ৬৩ রান এসেছে ৬২ বলে।
ভীষণ বাজে সিরিজের শেষ ইনিংসেও ব্যর্থ মাহমুদুল হাসান জয়। প্রথম ওভারেই ফেরেন তরুণ এই ওপেনার। তিনে নেমে আক্রমণাত্মক ব্যাটিংয়ে সুর বেঁধে দেন শাহাদাত হোসেন। তার দেখানো পথ ধরে হেঁটে লিড বাড়াচ্ছেন মিরাজ। তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন সাদমান।
03 Dec 2024, 01:41 AM
২৯ বলে জুটির পঞ্চাশ
পাল্টা আক্রমণে দ্রুত রান তুলছে বাংলাদেশ। ক্রিজে গিয়েই বোলারদের উপর চড়াও হয়েছেন মেহেদী হাসান মিরাজ। শুরুতে একটু সময় নেওয়া সাদমান ইসলামও খেলতে শুরু করেছেন শট।
দুই জনের জুটি পঞ্চাশ ছুঁয়েছে কেবল ২৯ বলে!
পরের ওভারে লেগ বাই থেকে ১ রানে বাংলাদেশের রান স্পর্শ করেছে একশ।
১৬ ওভারে সফরকারীদের রান ২ উইকেটে ১০৩।
03 Dec 2024, 01:35 AM
একশ ছাড়াল লিড
মেহেদী হাসান মিরাজ ক্রিজে যাওয়ার পর বেড়েছে বাংলাদেশের রানের গতি। ওভার প্রতি ছয়ের বেশি রান তুলে ১৪ ওভারেই লিড তিন অঙ্কে নিয়ে গেছে বাংলাদেশ!
৫ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি আরেকটি বড় ধাক্কা দিয়েছেন নাহিদ রানা। ব্যাটিংয়ের সময় তার দুটি গতিময় ডেলিভারি কাঁধে লাগায় এখনও ফিল্ডিংয়ে নামতে পারেননি অভিজ্ঞ পেসার কিমার রোচ। তার অনুপস্থিতি ভালোভাবেই টের পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।
চতুর্দশ ওভারে আক্রমণে এসেছেন জাস্টিন গ্রেভস। তার বলে সাদমান ইসলামের চারে বাংলাদেশের লিড ছাড়িয়েছে একশ।
১৪ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৮৯। ১৩ বলে পাঁচ চারে ২৩ রানে ব্যাট করছেন মিরাজ। সমান বাউন্ডারিতে ৪২ বলে ৩০ রানে খেলছেন ওপেনার সাদমান।
03 Dec 2024, 01:26 AM
মিরাজের টানা চারটি চার, সাদমানের দুটি
মুমিনুল হকের অনুপস্থিতিতে অনায়াসে চারে নামতে পারতেন লিটন দাস। তার আগে চারে নামলেন মেহেদী হাসান মিরাজ। কেন এলেন সেটা দ্রুতই বুঝিয়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক। শামার জোসেফের ওভারে তার ব্যাট থেকে এলো টানা চারটি চার!
দ্বাদশ ওভারের দ্বিতীয় বলে চমৎকার স্ট্রেট ড্রাইভে প্রথম বাউন্ডারি পান মিরাজ। পরের বলে প্রায় একইভাবে মারেন আরেকটি।
চতুর্থ বলে ব্যাটের কানায় লেগে স্লিপ দিয়ে পান চার। পরের বলে প্রায় একইভাবে আরেকটি! ওভার শেষ বল তিনি খেলেন ডট।
পরের ওভারের প্রথম দুই বলে জেডেন সিলসকে দুটি চার মারেন সাদমান ইসলাম। পরের বলে নেন সিঙ্গেল।
স্ট্রাইক পেয়ে পুল করে চার মারেন মিরাজ। প্রথম ইনিংসে যার বলে রানই হয়নি সেই সিলস এবার এক ওভারেই দিলেন ১৩ রান।
১৩ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৮১।
03 Dec 2024, 01:17 AM
ছক্কার চেষ্টায় অক্কা শাহাদাত
আগ্রাসী ব্যাটিংয়ে চাপ অনেকটাই সরিয়ে নিয়েছিলেন শাহাদাত হোসেন। ফিল্ডিং নিয়েও ভাবতে বাধ্য করেছিলেন এই তরুণ। তবে বেশিক্ষণ টিকলেন না তিনি, ছক্কার চেষ্টায় ধরা পড়লেন মিড অফে।
আলজারি জোসেফের লেংথ বল বোলারের মাথার উপর দিয়ে পাঠাতে চেয়েছিলেন শাহাদাত। ঠিক মতো পারেননি। ব্যাটের উপরের অংশে লেগে উঠে যায় বেশ উপরে। মিড অফে ক্যাচ নেন জেডেন সিলস। ভাঙে ৫৮ বল স্থায়ী ৪৭ রানের জুটি।
২৬ বলে চারটি চারে ২৮ রান করেন শাহাদাত।
১১ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৫২। ক্রিজে সাদমান ইসলামের সঙ্গী মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসে তিনি নেমেছিলেন সাতে।
প্রথম সেশনে ফিল্ডিং না করায় চা-বিরতি কিংবা ৫ উইকেট পড়ার আগে ব্যাটিংয়ে নামতে পারবেন না মুমিনুল হক। লিটন দাস নামতে পারতেন চারে। তার আগেই এলেন মিরাজ।
03 Dec 2024, 12:51 AM
শাহাদাতের ক্যাচ ছাড়লেন ব্র্যাথওয়েট
এসেই পাল্টা আক্রমণ শুরু করেছেন শাহাদাত হোসেন। প্রথম ইনিংসে উইকেটে পড়ে থাকার দিকে মনোযোগী থাকা তরুণ ব্যাটসম্যানের স্ট্রাইক রেট এবার একশর বেশি। তাকে ফেরানোর একটি সুযোগ হাতছাড়া করলেন ক্রেইগ ব্র্যাথওয়েট।
আলজারি জোসেফের বলে আগ্রাসী ড্রাইভে সুযোগ দিয়েছিলেন শাহাদাত। কাভারে ড্রাইভ দিয়ে হাত ছোঁয়ালেও মুঠোয় নিতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।
সে সময় ১৮ রানে ছিলেন শাহাদাত।
৭ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৩০। ১৯ বলে ৩ রানে খেলছেন সাদমান ইসলাম। ২০ বলে তিন চারে শাহাদাতের রান ২১।
03 Dec 2024, 12:26 AM
শূন্যতেই শেষ জয়
বাংলাদেশের দুই ব্যাটসম্যান ক্রিজে আসতেই কথার তীর ছুড়লেন ক্যারিবিয়ান ফিল্ডাররা। উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে এগিয়ে এলেন আম্পায়ার, সাবধান করে দিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে।
জেডেন সিলস ডেলিভারির পর কিছু একটা বলছিলেন মাহমুদুল হাসান জয়কে। চতুর্থ বলের পর বোলারকে কিছু একটা বলেন আম্পায়ার।
কথার তীর সামলাতেই হয়তো শুরুতে একটা বাউন্ডারির চেষ্টায় ছিলেন জয়। খেলতে চাইছিলেন প্রতিটি বল। সেই চেষ্টাতেই সিলসকে ড্রাইভ করতে গিয়ে ধরা পড়েন স্লিপে, আলিক আথানেজের হাতে।
ভুলে যাওয়ার মতো এক সিরিজের শেষটায় রানের খাতাই খুলতে পারলেন না জয়। আগের তিন ইনিংসে তার রান ছিল ৫, ৬ ও ৩। টেস্টে ৩২ ইনিংসে এটি তার সপ্তম শূন্য।
১ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে শূন্য। ক্রিজে সাদমান ইসলামের সঙ্গী শাহাদাত হোসেন।
পুরোপুরি ফিট না থাকায় প্রথম সেশনে ফিল্ডিং করেননি মুমিনুল হক। তাই চা-বিরতির আগে কিংবা ৫ উইকেট পতনের আগে ব্যাটিংয়ে নামতে পারবেন না অভিজ্ঞ এই বাঁহাতি ব্যাটসম্যান।
03 Dec 2024, 12:14 AM
নাহিদের ৫ উইকেটে বাংলাদেশের লিড
ষষ্ঠ টেস্টে এসে প্রথমবার পাঁচ উইকেটের স্বাদ পেলেন নাহিদ রানা। গতিময় এই পেসারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে প্রথম ইনিংসে লিড নিল বাংলাদেশ।
এক সময়ে ১ উইকেটে ৮৫ রানের দৃঢ় ভিত গড়া ওয়েস্ট ইন্ডিজকে ১৪৬ রানে গুটিয়ে দিলেন নাহিদ। গতি, আগ্রাসন, নিয়ন্ত্রণ আর বুদ্ধিদীপ্ত বোলিংয়ের পসরা সাজিয়ে ৬১ রানে ২২ বছর বয়সী পেসার নিলেন ৫ উইকেট।
প্রথম ইনিংসে ১৬৪ রান করা বাংলাদেশ পেল ১৮ রানের লিড।
কিমার রোচকে এলবিডব্লিউ করে নিজের পঞ্চম উইকেট নেওয়ার পাশাপাশি স্বাগতিকদের ইনিংসের ইতি টানেন নাহিদ। অফ স্টাম্প ঘেঁষে করা ডেলিভারির লাইনে যেতে পারেননি ব্যাটসম্যান। আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নেন তিনি। কিন্তু কাজ হয়নি। ইম্প্যক্ট ছিল আম্পায়ার্স কল, বল লাগত অফ স্টাম্পে।
প্রথম তিন ব্যাটসম্যানের পর ওয়েস্ট ইন্ডিজের আর কেউ যেতে পারেননি দুই অঙ্কে। দ্বিতীয় উইকেটের পর তাদের আর কোনো জুটির রান যায়নি ১৫ পর্যন্ত।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):
বাংলাদেশ ১ম ইনিংস: ১৬৪
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: (আগের দিন ৭০/১) ৬৫ ওভারে ১৪৬ (ব্র্যাথওয়েট ৩৯, লুই ১২, কার্টি ৪০, হজ ৩, আথানেজ ২, গ্রেভস ২, দা সিলভা ৫, আলজারি জোসেফ ৭, রোচ ৮, শামার জোসেফ ৬, সিলস ৮*; হাসান ১১-৪-১৯-২, তাসকিন ১৪-৭-২০-১, নাহিদ ১৮-১-৬১-৫, তাইজুল ১৭-৭-২৪-১, মিরাজ ৫-১-১৫-১)
02 Dec 2024, 11:59 PM
শামার জোসেফকে ফেরালেন মিরাজ
টানা দুটি বল স্পিন করে বের করে নিলেন মেহেদী হাসান মিরাজ। শামার জোসেফের উপর চাপ বাড়াতে দ্বিতীয় স্লিপও নিলেন বোলার। ফাঁদে পা দিলেন ব্যাটসম্যান।
স্পিন করে বেরিয়ে যাবে ভেবে পা বাড়িয়ে ডিফেন্স করতে গেলেন শামার। কিন্তু এবার টার্ন করালেন না মিরাজ। বরং অ্যাঙ্গেলে ভেতরে ঢোকালেন বল। বাঁহাতি ব্যাটসম্যানের ব্যাটের কানা এড়িয়ে প্যাডে লাগতেই এলবিডব্লিউর আবেদনে সাড়া দিলেন আম্পায়ার।
ওয়েস্ট ইন্ডিজের তিনটি রিভিউ থাকার পরও রিভিউ না নিয়েই ফিরে গেলেন শামার। পরে রিপ্লেতে দেখা গেল, বল লাগত অফ স্টাম্পে।
১৫ বলে ১ চারে ৬ রান করেন শামার।
৬৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৯ উইকেটে ১৪৩। ক্রিজে কিমরা রোচের সঙ্গী একাদশ ব্যাটসম্যান জেডেন সিলস।
02 Dec 2024, 11:12 PM
৭ উইকেটের সেশনে লিডের আশায় বাংলাদেশ
তৃতীয় দিনের প্রথম সেশনে দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ নাহিদ রানার গতিময় বোলিংয়ের দুর্দান্ত প্রদর্শনীতে জাগাল লিডের আশা।
মধ্যাহ্ন-বিরতিতে যাওয়ার সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬২ ওভারে ৮ উইকেটে ১৩৫।
২২ বলে ৬ রানে ব্যাট করছেন কিমার রোচ। ১১ বলে শামার জোসেফের রান ৫।
২৫ ওভারে ৬৫ রান তুলতে ৭ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১ উইকেটে ৮৫ রানের দৃঢ় অবস্থানে থাকা দলটিকে কাঁপিয়ে দিয়েছেন নাহিদ। এ দিন তিনটিসহ মোট চার উইকেট নিয়েছেন গতিময় এই পেসার।
দুটি শিকার ধরেছেন হাসান মাহমুদ। একটি করে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ। তাদের হাত ধরে লিডের আশাও উঁকি দিচ্ছে বাংলাদেশ দলে।
টপ অর্ডারের তিন ব্যাটসম্যান ছাড়া স্বাগতিকদের আর কেউ যেতে পারেননি দুই অঙ্কে। তৃতীয় থেকে অষ্টম এই ছয়টি উইকেট জুটির কোনোটিই ছুঁতে পারেনি দুই অঙ্কে।
02 Dec 2024, 10:53 PM
নাহিদের স্লোয়ারে ফিরলেন আলজারি জোসেফ
গতিময় ডেলিভারিতে ব্যাটসম্যানদের পরীক্ষা নেওয়া নাহিদ রানা নিজের চতুর্থ উইকেট নিলেন দারুণ এক স্লোয়ারে।
ফুলটস ডেলিভারির গতি একদমই ধরতে পারেননি আলজারি জোসেফ। শট খেলে ফেলেন আগেভাগেই। সহজ ক্যাচ যায় মিড অফে। সেখানে বাকিটা সারেন মেহেদী হাসান মিরাজ।
১০ বলে ১ চারে ৭ রান করেন আলজারি জোসেফ।
৫৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮ উইকেটে ১২৭। ক্রিজে কিমার রোচের সঙ্গী শামার জোসেফ।
02 Dec 2024, 10:33 PM
রিভিউ নিয়ে কার্টির প্রতিরোধ ভাঙল বাংলাদেশ
কট বিহাইন্ডের জোরাল আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নিয়ে সফল হলেন মেহেদী হাসান মিরাজ। সব রিভিউ হারানোর শঙ্কা উড়িয়ে বাংলাদেশ ভাঙল কেসি কার্টির প্রতিরোধ।
লেগ স্টাম্পের ডেলিভারিতে ফ্লিক করতে চেয়েছিলেন কার্টি। বেরিয়ে যাওয়া ডেলিভারির লাইনে পুরোপুরি যেতে পারেননি। কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে।
লম্বা সময় এক প্রান্ত আগলে রাখা কার্টি ফেরেন ১১৫ বলে এক চারে ৪০ রান করে।
৫৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৭ উইকেটে ১১৭। ক্রিজে আলজারি জোসেফের সঙ্গী কিমার রোচ।
02 Dec 2024, 10:26 PM
দা সিলভাকে ফেরালেন হাসান
ওয়েস্ট ইন্ডিজের বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের শেষ জুটিকে বেশিক্ষণ টিকতে দিলেন না হাসান মাহমুদ। এলবিডব্লিউ করে দিলেন কিপার-ব্যাটসম্যান জশুয়া দা সিলভাকে।
অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা ডেলিভারির লাইনে যেতে পারেননি ক্যারিবিয়ান ব্যাটসম্যান। ব্যাটে কানা এড়িয়ে প্যাডে লাগলে জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার।
প্রায় সঙ্গে সঙ্গেই রিভিউ নেন দা সিলভা। কাজ হয়নি তাতে, হিটিং ছিল আম্পায়ার্স কল। তাই ফিরে যেতে হয় ব্যাটসম্যানকে।
৯ বলে ৫ রান করেন দা সিলভা।
পরের বলে রান আউট হয়ে যেতে পারতেন নতুন ব্যাটসম্যান আলজারি জোসেফ। কিন্তু থ্রো স্টাম্পে রাখতে পারেননি তাইজুল ইসলাম।
৫৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৬ উইকেটে ১১৪।
02 Dec 2024, 10:15 PM
গ্রেভসকে ফেরালেন তাইজুল
তাইজুল ইসলামের আগের বল টার্ন করেছিল, পরের বলও করবে। অন্তত তাই ভেবেছিলেন জাস্টিন গ্রেভস। কিন্তু সেটা হয়নি, পিচ করার পর সোজা গিয়ে স্টাম্প উপড়ে ফেলে তাইজুলের দারুণ ডেলিভারি।
কোনোটা টার্ন করছে, কোনোটা করছে না। তাই সবসময়ই দ্বিধায় থাকছেন ব্যাটসম্যানরা। সে কারণেই ভুল লাইনে খেলে বিপদ ডেকে আনেন প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান। এবার ফেরেন ৯ বলে ২ রান করে।
৫১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৫ উইকেটে ১০৭। ক্রিজে কেসি কার্টির সঙ্গী জশুয়া দা সিলভা।
02 Dec 2024, 10:09 PM
বাংলাদেশের আরেকটি ব্যর্থ রিভিউ
জাস্টিন গ্রেভসের বিপক্ষে কট বিহাইন্ডের রিভিউ নিয়ে ব্যর্থ হল বাংলাদেশ।
তাসকিন আহমেদের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি ব্যাটে খেলতে পারেননি ব্যাটসম্যান। ব্যাট আঘাত হানে পিচে, বল বেরিয়ে যায় কানা ঘেঁষে।
বাংলাদেশের ফিল্ডাররা নিশ্চিত ছিলেন ব্যাট ছুঁয়ে এসেছে বল। তাই রিভিউ নেন মেহেদী হাসান মিরাজ। তবে হতাশই হতে হয় তাকে। বাংলাদেশ হারায় দ্বিতীয় রিভিউ।
৫০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ১০৪।
02 Dec 2024, 09:59 PM
প্রথম ঘণ্টায় ৩ উইকেট
নাহিদ রানা ও তাসকিন আহমেদের হাত ধরে তৃতীয় দিন সকালে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ক্রেইগ ব্র্যাথওয়েট, কাভেম হজ ও আলিক আথানেজকে বিদায় করে ফিরেছে লড়াইয়ে।
পানি বিরতির সময় ওয়েস্ট ইন্ডিজের রান ৪৯ ওভারে ৪ উইকেটে ১০২। এ দিন ৩২ রান তুলতে স্বাগতিকরা হারিয়েছে তিন উইকেট।
৯৭ বলে এক চারে ৩৩ রানে খেলছেন কেসি কার্টি। ১ বলে শূন্য রানে ব্যাট করছেন জাস্টিন গ্রেভস।
আগের দিন ওয়েস্ট ইন্ডিজের শুরুর জুটি ভাঙা নাহিদ রানা নিয়েছেন আরও দুটি উইকেট। অন্য উইকেটটি নিয়েছেন তাসকিন।
02 Dec 2024, 09:53 PM
আথানেজকে দ্রুত ফেরালেন তাসকিন
প্রথম টেস্টে বাংলাদেশকে ভোগানো আলিক আথানেজ এবার বেশিক্ষণ টিকতে পারলেন না। দারুণ এক ডেলিভারিতে তাকে বোল্ড করে দিলেন তাসকিন আহমেদ।
অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ ডেলিভারি ঠিকঠাক খেলতে পারেননি আথানেজ। একটু নিচু হয়ে ব্যাটের কানা ছুঁয়ে আঘাত হানে মিডল স্টাম্পে।
৯ বলে আথানেজ করেন ২ রান।
৪৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ১০০। ক্রিজে কেসি কার্টির সঙ্গী জাস্টিন গ্রেভস।
02 Dec 2024, 09:40 PM
জীবন পেয়ে নাহিদের বলেই আউট হজ
অনেকটা ছুটে এসেও ক্যাচ হাতে রাখতে পারলেন না তাসকিন আহমেদ। পুল করার চেষ্টায় আকাশে উঠিয়ে দিয়েও বেঁচে গেলেন কাভেম হজ। সুযোগ কাজে লাগাতে পারলেন না এই মিডল অর্ডার ব্যাটসম্যান। এক বল পরেই কিপারের গ্লাভসে ধরা পড়লেন তিনি।
নাহিদ রানার অফ স্টাম্প ঘেঁষা ডেলিভারি ততটা শর্ট ছিল না। তবুও পুল করেছিলেন হজ। টাইমিং করতে পারেননি। ফাইন লেগে অনেকটা দৌড়ে হাত ছোঁয়াতে পারলেও মুঠোয় রাখতে পারেননি তাসকিন।
এক বল পর ফের সুযোগ আসে। এবার উইকেটের পেছনে দুর্দান্ত ক্যাচ নেন লিটন দাস। বাইরের কানা ছুঁয়ে দ্রুত গতিতে আসা বল ঝাঁপিয়ে গ্লাভসে নেন এই উইকেটরক্ষক।
১২ বলে হজ করেন ৩, তিনি রানার তৃতীয় শিকার।
৪৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ৯৪। ক্রিজে কেসি কার্টির সঙ্গী আলিক আথানেজ।
02 Dec 2024, 09:24 PM
ব্র্যাথওয়েটের প্রতিরোধ ভাঙলেন নাহিদ
গতিময় সব ডেলিভারিতে ক্রেইগ ব্র্যাথওয়েটকে অস্বস্তিতে রেখেছিলেন নাহিদ রানা। তরুণ এই পেসারই পেলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের উইকেট।
নাহিদের বাউন্সার ব্যাকফুটে সামলাতে চেয়েছিলেন ব্র্যাথওয়েট। ঠিক মতো পারেননি। ব্যাটের শোল্ডারে লেগে ক্যাচ যায় গালিতে। সেখানে কোনো ভুল করেননি বদলি ফিল্ডার জাকির হাসান। ভাঙে ১৭৭ বল স্থায়ী ৬০ রানের জুটি।
১২৯ বলে তিন চারে ৩৯ রান করেন ব্র্যাথওয়েট।
৪৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ২ উইকেটে ৮৮। ক্রিজে কেসি কার্টির সঙ্গী কাভেম হজ।
02 Dec 2024, 09:17 PM
ব্র্যাথওয়েট-কার্টির জুটিতে পঞ্চাশ
সাবধানী ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে নিচ্ছেন ক্রেইগ ব্র্যাথওয়েট ও কেসি কার্টি। আগের দিন দারুণ প্রতিরোধ গড়া দুই ব্যাটসম্যানের জুটি তৃতীয় দিন সকালে ছুঁয়েছে পঞ্চাশ, ১৬০ বলে।
জুটিতে অগ্রণী অধিনায়ক ব্র্যাথওয়েট। তিনি করেছেন ২৪ রান, কার্টির ব্যাট থেকে এসেছে ২২। অতিরিক্ত থেকে ৫।
02 Dec 2024, 08:44 PM
বোলিংয়ে লড়াইয়ের আশা
ব্যাটিং একদমই ভালো হয়নি। দ্বিতীয় দিনের ব্যর্থতা বাংলাদেশের প্রথম ইনিংস থেমে গেছে দেড়শ পেরিয়েই। পরে বোলিংয়ে আশা জাগিয়েছেন বোলাররা। জ্যামাইকা টেস্টে লড়াইয়ে থাকতে তাদের দিকেই তাকিয়ে বাংলাদেশ।
স্যাবাইনা পার্কে দ্বিতীয় দিনের খেলা শেষে ৩৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ৭০। ব্র্যাথওয়েট ১১৫ বলে তিন চারে ৩৩ রানে ব্যাট করছেন। কেসি কার্টি ৬০ বলে ১ চারে খেলছেন ১৯ রানে।
এখনও ৯৪ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ।
ধীরে ধীরে বোলারদের জন্য সুবিধা বাড়ছে। বড় হচ্ছে চিড়। চতুর্থ ও পঞ্চম দিনে ভীষণ কঠিন হতে পারে ব্যাটিং।
গতিময় সব ডেলিভারিতে ব্যাটসম্যানদের ভুগিয়েছেন নাহিদ রানা। আঁটসাঁট বোলিং করেছেন তাসকিন আহমেদ।
বিশাল টার্ন পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। দারুণ জায়গায় বোলিং করে, গতির বৈচিত্র্য ব্যবহার করে পরীক্ষা নিয়েছেন ব্যাটসম্যানদের। শেষ দিকে বোলিংয়ে এসে ভুগিয়েছেন মিরাজও।
02 Dec 2024, 08:44 PM
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):
বাংলাদেশ ১ম ইনিংস: ১৬৪
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩৭ ওভারে ৭০/১ (ব্র্যাথওয়েট ৩৩*, লুই ১২, কার্টি ১৯*; হাসান ৭-২-১৮-০, তাসকিন ৮-৫-১১-০, নাহিদ ৯-০-২৮-১, তাইজুল ১০-৭-৭-০, মিরাজ ৩-১-২-০)