১৫ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

দুই সেশনে উইন্ডিজকে গুঁড়িয়ে বাংলাদেশের শতরানের জয়

বাংলাদেশ ১ম ইনিংস: ১৬৪

 

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৪৬ 

 

বাংলাদেশ ২য় ইনিংস: ২৬৮

 

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (লক্ষ‍্য ২৮৭) ৫০ ওভারে ১৮৫ 

04 Dec 2024, 04:11 AM

ম‍্যাচের সেরা তাইজুল

ক‍্যারিয়ারে পঞ্চদশবার ইনিংসে ৫ উইকেট পেলেন তাইজুল ইসলাম। দ্বিতীয় ইনিংসে অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনারই গুঁড়িয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের ব‍্যাটিং লাইনআপ। জ‍্যামাইকা টেস্ট সব মিলিয়ে নিলেন ৬ উইকেট।

সঙ্গে খেললেন ১৬ ও ১৪ রানের দুটি দারুণ লড়াকু ইনিংস। ব‍্যাটে বলে চমৎকার পারফরম‍্যান্সে ম‍্যাচ সেরার পুরস্কার জিতলেন তাইজুল।

টেস্টে তৃতীয়বার এই পুরস্কার জিতলেন তাইজুল, দেশের বাইরে প্রথমবার। ২০১৪ সালে প্রথমবার জিতেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্ট। এরপর গত বছর নিউ জিল‍্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে পান আবার।

ফেরার সিরিজ রাঙিয়ে সেরা তাসকিন, সঙ্গী সিলস

টেস্ট ক্রিকেটে ফেরার সিরিজে দুর্দান্ত বোলিং উপহার দিলেন তাসকিন আহমেদ। ১১ উইকেট নিয়ে জিতলেন সিরিজ সেরার পুরস্কার।

১-১ ড্র সিরিজে দারুণ বোলিং করেছেন ক‍্যারিবিয়ান পেসার জেডেন সিলস। ১০ উইকেট নিয়ে তিনিও ভাগ বসিয়েছেন সিরিজ সেরার পুরস্কারে।

04 Dec 2024, 04:02 AM

দেশের বাইরে সেরা বছর

২০০৯ সালের সাফল‍্যকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। সেবার ওয়েস্ট ইন্ডিজেই দুটি টেস্ট জিতেছিল তারা। এত দিন কোনো পঞ্জিকা বর্ষে এটাই ছিল সেরা সাফল‍্য।

এবার জিতল তিনটি। পাকিস্তানকে তাদেরই মাটিতে দুই ম‍্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। সব মিলিয়ে এই বছর দেশের জয় হল তিনটি।

আইসিসি টেস্ট চ‍্যাম্পিয়নশিপের কোনো আসরে এটাই বাংলাদেশের সেরা সাফল‍্য। এবার জিতল তিন ম‍্যাচ।

04 Dec 2024, 03:59 AM

বাংলাদেশের সেরা গন্তব‍্য

দেশের বাইরে বাংলাদেশের সেরা সাফল‍্য ওয়েস্ট ইন্ডিজে। সব মিলিয়ে এখানে তিনটি টেস্ট জিতল বাংলাদেশ।

২০০৯ সালে জিতেছিল দুটি টেস্ট, ১৫ বছর পর জিতল আরেকটি।

দুটি করে টেস্ট জয় আছে পাকিস্তান ও জিম্বাবুয়েতে। একটি করে ম‍্যাচ জিতেছে নিউ জিল‍্যান্ড ও শ্রীলঙ্কায়।
 

04 Dec 2024, 03:49 AM

১০১ রানের জয়

আক্রমণে ফিরে দুটি চার হজম করেছিলেন নাহিদ রানা। তবে শমার জোসেফের সঙ্গে লড়াইয়ে শেষ হাসি হাসলেন তিনিই। গতিময় পেসারের দারুণ ইয়র্কারে এলোমেলো হয়ে গেল স্টাম্প। বাংলাদেশ পেল ১০১ রানের জয়।

২০০৯ সালের পর ওয়েস্ট ইন্ডিজে প্রথমবারের মতো টেস্ট জিতল বাংলাদেশ। ২৮৭ রানের লক্ষ‍্য দিয়ে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজে ১৮৫ রানে গুটিয়ে দিল সফরকারীরা।

প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া নাহিদের হাত দিয়েই হলো শেষটা। সেবার ১ উইকেট পাওয়া তাইজুল ইসলামের এবার শিকার পাঁচটি। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ নিলেন দুটি করে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ১৬৪

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৪৬

বাংলাদেশ ২য় ইনিংস: ২৬৮

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (লক্ষ‍্য ২৮৭) ৫০ ওভারে ১৮৫ (ব্র‍্যাথওয়েট ৪৩, লুই ৬, কার্টি ১৪, হজ ৫৫, আথানেজ ৫, গ্রেভস ২০, দা সিলভা ১২, আলজারি জোসেফ ৫, রোচ ৮, সিলস ১*, শামার জোসেফ ৬; হাসান ৬-০-২০-২, তাসকিন ১০-০-৪৫-২, তাইজুল ১৭-৫-৫০-৫, রানা ৯-২-৩২-১, মিরাজ ৮-০-৩১-০)

04 Dec 2024, 03:41 AM

রোচকে ফিরিয়ে হাসানের দ্বিতীয়

আক্রমণে ফেরার ওভারে জোড়া শিকার ধরলেন হাসান মাহমুদ। আলজারি জোসেফের পর কিমার রোচকে ফিরিয়ে দিলেন এই পেসার।

স্টাম্পে থাকা লেংথ ডেলিভারির লাইনে যেতে পারেননি রোচ। আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নেন তিনি। বল লাগতো মিডল স্টাম্পের চূড়ায়। টিকে থাকে রিভিউ, তবে আম্পয়ার্স কলের জন‍্য ফিরে যান রোচ।

জয়ের আরও কাছে পৌঁছে যায় বাংলাদেশ।

৭ বলে ৮ রান করেন রোচ।

৪৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৯ উইকেটে ১৭৬। ক্রিজে জেডেন সিলসের সঙ্গী শামার জোসেফ।

04 Dec 2024, 03:35 AM

আক্রমণে ফিরেই উইকেট পেলেন হাসান

বোলিংয়ে পরিবর্তন এনে ফের সাফল‍্য পেল বাংলাদেশ। তাসকিন আহমেদের জায়গায় আক্রমণে ফিরেই উইকেট পেলেন হাসান মাহমুদ। নতুন স্পেলের প্রথম বলেই আলজারি জোসেফকে বোল্ড করে দিলেন তিনি।

জায়গায় দাঁড়িয়ে গায়ের জোরে মারার চেষ্টায় একদমই সফল হননি আলজারি। বলের লাইনের ধারেকাছে যেতে পারেননি তিনি। উপড়ে যায় অফ স্টাম্প।

২১ বলে ৫ রান করেন আলজারি।

৪৮.১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৮ উইকেটে ১৭৪। ক্রিজে কিমার রোচের সঙ্গী জেডেন সিলস।

04 Dec 2024, 03:20 AM

দা সিলভাকে ফিরিয়ে তাইজুলের ৫

দারুণ বোলিং করা তাইজুল ইসলামের হাত ধরে এলো আরেকটি সাফল‍্য। জশুয়া দা সিলভাকে ফিরিয়ে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার পেলেন নিজের পঞ্চম উইকেট।

জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টায় স্টাম্প তাক করে করা ডেলিভারির লাইনে যেতে পারেন ক‍্যারিবিয়ান কিপার-ব‍্যাটসম‍্যান। প‍্যাডে লাগার পরই কেবল খেলতে পারেন ব‍্যাটে।

আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নেন দা সিলভা। বল লাগত মিডল স্টাম্পে, দ্বিতীয় রিভিউ হারায় ওয়েস্ট ইন্ডিজ।

১৮ বলে এক চারে দা সিলভা করেন ১২ রান।

তাকে বিদায় করে সাকিবের সঙ্গে ব‍্যবধান কমালেন তাইজুল। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ১৯বার ৫ উইকেট নিয়েছেন সাকিব। তাইজুল পেলেন ১৫তম বার।

৪৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৭ উইকেটে ১৭২। ক্রিজে আলজারি জোসেফের সঙ্গী কিমার রোচ।

04 Dec 2024, 03:03 AM

এসেই গ্রেভসকে ফেরালেন তাসকিন

তাইজুল ইসলামের জায়গায় বোলিংয়ে এসেই ওয়েস্ট ইন্ডিজের শেষ বিশেষজ্ঞ ব‍্যাটসম‍্যানদের জুটি ভাঙলেন তাসকিন আহমেদ। দারুণ ডেলিভারিতে উপড়ে ফেললেন জাস্টিন গ্রেভসের স্টাম্প।

একটু নিচু হওয়া ডেলিভারির লাইনে যেতে পারেননি ব‍্যাটসম‍্যান। ব‍্যাট নামাতেও দেরি করে ফেলেন গ্রেভস। এরই মাশুল দিয়ে ফেরেন বোল্ড হয়ে।

৪৫ ওভারে এক চারে ২০ রান করেন গ্রেভস।

৪৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৬ উইকেটে ১৫৯। ক্রিজে জশুয়া দা সিলভার সঙ্গী আলজারি জোসেফ। স্বাগতিকদের প্রয়োজন আর ১২৮ রান।

04 Dec 2024, 02:44 AM

হজের প্রতিরোধ ভাঙলেন তাইজুল

এক প্রান্তে দারুণ বোলিং করে যাওয়া তাইজুল ইসলামের হাত ধরে এলো আরেকটি সাফল‍্য। এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেন রানের চাকা সচল রাখা কাভেম হজ।

স্পিন করে ভেতরে ঢোকা ডেলিভারি সামনে খেলার পরিবর্তে পিছিয়ে গিয়ে সামলানোর চেষ্টায় বিপদ ডেকে আনেন হজ। ব‍্যাটের কানা এগিয়ে আঘাত হানে প‍্যাডে।

জোরাল আবেদনে সাড়া দিয়ে এলবিডব্লিউ দেন আম্পায়ার। রিভিউ নেন ব‍্যাটসম‍্যান। তাতে কাজ হয়নি, বল আঘাত হানত লেগ স্টাম্পে। ভাঙে ৭২ বল স্থায়ী ৩৭ রানের জুটি।

৭৫ বলে ছয় চারে ৫৫ রান করেন হজ। তিনি বাঁহাতি স্পিনারের চতুর্থ শিকার।

৩৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৫ উইকেটে ১৪৩। ক্রিজে জাস্টিন গ্রেভসের সঙ্গী জশুয়া দা সিলভা।

04 Dec 2024, 02:21 AM

৬৪ বলে হজের পঞ্চাশ

পাল্টা আক্রমণে দ্রুত রান তুলছেন কাভেম হজ। চা-বিরতির পর প্রথম বলেই ছুঁয়েছেন পঞ্চাশ।

৬৪ বলে পঞ্চাশ করতে ৬ চার মেরেছেন ক‍্যারিবিয়ান মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান। জাস্টিন গ্রেভসের সঙ্গে ধীরে ধীরে জমে উঠছে তার জুটি।

৩৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ১৩৮। জয়ের জন‍্য স্বাগতিকদের চাই আর ১৪৯ রান।

04 Dec 2024, 01:37 AM

আথানেজকে টিকতে দিলেন না তাইজুল

দারুণ এক ডেলিভারিতে আলিক আথানেজকে বোল্ড করে দিলেন তাইজুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপদ বাড়িয়ে বাঁহাতি এই স্পিনার নিলেন নিজের তৃতীয় উইকেট।

বলের লাইনের ধারে কাছে যেতে পারেননি বাঁহাতি ব‍্যাটসম‍্যান। অনেক দূরে থেকেই ব‍্যাট চালিয়ে দেন তিনি। কিন্তু বিশাল টার্ন করে বল ছোবল দেয় মিডল স্টাম্পে।

৬ বলে ১ চারে ৫ রান করেন আথানেজ।

২৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ১০৮। ক্রিজে কাভেম হজের সঙ্গী জাস্টিন গ্রেভস।

04 Dec 2024, 01:33 AM

ব্র‍্যাথওয়েটের প্রতিরোধ ভাঙলনে তাইজুল

দারুণ শুরু করা ক্রেইগ ব্র‍্যাথওয়েট ফেরালেন তাইজুল ইসলামভ ফুল লেংথ ডেলিভারি পা বাড়িয়ে ডিফেন্ড করতে চেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। তাকে চমকে দিয়ে বাড়তি টার্ন ও বাউন্স করা ডেলিভারি আঘাত হাতে ব‍্যাটের শ্লোল্ডারে।

প্রথম স্লিপ থেকে কিছুটা দৌড়ে ঝাঁপিয়ে নেন মাহমুদুল হাসান জয়। ভাঙে ৫৮ বল স্থায়ী ৩৫ রানের জুটি।

৬৩ বলে এক ছক্কা ও দুই চারে ৪৩ রান করেন ব্র‍্যাথওয়েট।

দুই বল পর ফিরে যেতে পারতেন নতুন ব‍্যাটসম‍্যান আলিক আথানেজ। তার সুইপে ক‍্যাচ নিতে যথেষ্ট দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারেননি কিপার কিংবা লেগ স্লিপের ফিল্ডার।

২৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ৯৬।

04 Dec 2024, 01:25 AM

রিভিউ নিয়ে বাঁচলেন হজ

আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার সঙ্গে সঙ্গে রিভিউ নিলেন কাভেম হজ। প‍্যাডে লাগার আগে তাইজুল ইসলামের চমৎকার ডেলিভারি ছুঁয়ে গিয়েছিল ব‍্যাটের কানা।

স্পিন করবে ভেবে খেলেছিলেন হজ। সেটা না করে অ‍্যাঙ্গেলে একটু ভেতরে ঢুকেছিল বাঁহাতি স্পিনারের ডেলিভারি। কোনোমতে সেটায় ব‍্যাট ছোঁয়াতে পারায় টিকে যান ব‍্যাটসম‍্যান। মে সময় ২২ রানে ছিলেন তিনি।

২৪.১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ২ উইকেটে ৯১।

04 Dec 2024, 12:53 AM

বাংলাদেশের ব‍্যর্থ রিভিউ

দারুণ বোলিংয়ে ক‍্যারিবিয়ান ব‍্যাটসম‍্যানদের পরীক্ষা নিচ্ছেন বাংলাদেশ বোলাররা। ধীরে ধীরে কমছে ওয়েস্ট ইন্ডিজের রান রেট। এর মধ‍্যেই এক প্রান্তে আস্থার সঙ্গে ব‍্যাটিং করা ক্রেইগ ব্র‍্যাথওয়েটকে ফেরাতে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব‍্যর্থ হল বাংলাদেশ।

তাসকিন আহমেদের ভেতরে ঢোকা ডেলিভারির লাইনে যেতে পারেননি ব্র‍্যাথওয়েট। ব‍্যাটের কানা এড়িয়ে প‍্যাডে লাগলে জোরাল আবদেন করে বাংলাদেশ। একটু ভাবলেও তাতে সাড়া দেননি আম্পায়ার।

সতীর্থদের সঙ্গে কথা বলে রিভিউ নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে হতাশ হতে হয় তাকে, লেগ স্টাম্প মিস করত তাসকিনের ডেলিভারি।

১৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ২ উইকেটে ৬৬। ৪০ বলে দুই চার ও এক ছক্কায় ৩৭ রানে ব‍্যাট করছেন অধিনায়ক ব্র‍্যাথওয়েট। ৭ বলে কাভেম হজের রান ৩।

জয়ের জন‍্য স্বাগতিকদের প্রয়োজন আরও ২২১ রান।

04 Dec 2024, 12:42 AM

কার্টির প্রতিরোধ ভাঙলনে তাসকিন

সাবধানী ব‍্যাটিংয়ে ক্রেইগ ব্র‍্যাথওয়েটকে সঙ্গ দেওয়া কেসি কার্টিকে বেশিক্ষণ টিকতে দিলেন না তাসকিন আহমেদ। দারুণ এক ডেলিভারিতে টপ অর্ডার ব‍্যাটসম‍্যানের প্রতিরোধ ভাঙলনে তিনি।

অফ স্টাম্পের বাইরের ডেলিভারি ভোগাচ্ছিল কার্টিকে। সেই ধরনের একটি ডেলিভারিতেই খোঁচা মেরে শেষ হলো তার ইনিংস। উইকেটের পেছনে ক‍্যাচ নিয়ে এতে ভূমিকা রাখলেন লিটন দাস। ভাঙে ৬৩ বল স্থায়ী ৩৪ রানের জুটি।

৪৩ বলে এক চারে কার্টি করেন ১৪ রান।

১৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ২ উইকেটে ৬০। ক্রিজে ব্র‍্যাথওয়েটের সঙ্গী কাভেম হজ। জয়ের জন‍্য স্বাগতিকদের প্রয়োজন ২২৭ রান।

03 Dec 2024, 11:14 PM

লুইকে ফেরালেন তাইজুল

পেসারদের বিপক্ষে ক‍্যারিবিয়ান ওপেনারদের ইতিবাচক শুরুর পর দ্রুতই স্পিনার আনলেন মেহেদী হাসান মিরাজ। বোলিংয়ে পরিবর্তন আনার পর হাতে ধরা দিল সাফল‍্য। লাঞ্চের আগে শেষ ওভারে আক্রমণে এসেই ওয়েস্ট ইন্ডিজের শুরুর জুটি ভাঙলেন তাইজুল ইসলাম।

বাঁহাতি স্পিনারের স্টাম্পে থাকা ডেলিভারি ঠিক মতো সামলাতে পারেননি মিকাইল লুই। ব‍্যাটের কানায় লেগে জুতা উঠে যায় উপরে। তৎপর শর্ট লেগ ফিল্ডার শাহাদাত হোসেন কাজে লাগান সুযোগ, পিচে ঝাঁপিয়ে মুঠো নেন ক‍্যাচ।

কয়েকবার রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত জানান তৃতীয় আম্পায়ার।

১২ বলে ১ চারে ৬ রান করেন লুই। তার আউটের পরেই মধ‍্যাহ্ন-বিরতিতে যায় দুই দল।

১ চারে ১৪ বলে ১৬ রানে খেলছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র‍্যাথওয়েট।

03 Dec 2024, 10:41 PM

৯১ রানে থামলেন জাকের

একের পর এক সঙ্গীর বিদায়ে পাল্টা আক্রমণ শুরু করলেন জাকের আলি। তাতে ক‍্যারিয়ারের প্রথম শতকের আশাও জাগালেন এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান। শেষ পর্যন্ত অবশ‍্য তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পাওয়া হলো না তার। ক‍্যারিয়ার সেরা ইনিংস খেলে থামলেন ৯১ রানে।

আলজারি জোসেফের স্লোয়ারে ছক্কা মেরে নব্বইয়ের ঘরে যান জাকের। তিন বল পর পুল করে আরেকটি ছক্কার চেষ্টায় সীমানায় ধরা পড়েন তিনি, আলিক আথানেজের হাতে।

১০৬ বলে পাঁচ ছক্কা ও আট চারে ৯১ রান করেন জাকের।

৫৯.৫ ওভারে ২৬৮ রানে থামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে ১৮ রানে পিছিয়ে থাকায় ওয়েস্ট ইন্ডিজ পায় ২৮৭ রানের লক্ষ‍্য।

৫ উইকেটে ১৯১ রানে দিন শুরু করা বাংলাদেশ এদিন শেষ ৫ উইকেটে যোগ করে ৭৭ রান। এতে সবচেয়ে বড় অবদান জাকেরের। শেষ চার ব‍্যাটসম‍্যানের মিলিত অবদান কেবল ৪ রান। 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ১৬৪

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৪৬

বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন ১৯১/৫) ৫৯.৫ ওভারে ২৬৮ (জাকের ৯১, তাইজুল ১৪, মুমিনুল ০, হাসান ৩, তাসকিন ০, নাহিদ ১**; সিলস ১৩-৩-৪৬-১, আলজারি জোসেফ ১৫.৫-১-৭৭-৩, শামার জোসেফ ১২-০-৮০-২, গ্রেভস ৮-১-২০-১, হজ ১-০-৪-০, রোচ ১০-০-৩৬-৩)

03 Dec 2024, 10:23 PM

টিকলেন না তাসকিন

হাসানের পর তাসকিন আহমেদকে বিদায় করলেন কিমার রোচ। শেষের কাছে চলে এলো বাংলাদেশের ইনিংস।

রোচের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি তাসকিনের ব‍্যাটের কানায় লেগে প‍্যাড ছুঁয়ে আঘাত হানে স্টাম্পে। ৬ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তাসকিন।

রোচের ওভারের শেষ তিন বল কাটিয়ে দিয়েছেন নতুন ব‍্যাটসম‍্যান নাহিদ রানা।

৫৭ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ২৪৬। লিড এখন ২৬৪ রান।

03 Dec 2024, 10:17 PM

হাসানকে ফেরালেন রোচ

অন‍্য প্রান্তে ঝড় তোলা জাকের আলিকে খুব একটা সঙ্গ দিতে পারলেন না হাসান মাহমুদ। তাকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট নিলেন কাভেম হজ।

আগের ওভারে আলজারি জোসেফকে দুইবার ছক্কায় ওড়ানো জাকের উড়িয়ে সীমানার বাইরে পাঠান রোচকেও। সেই ওভারেই অভিজ্ঞ পেসার বিদায় করেন হাসানকে, ভাঙেন ২৭ বল স্থায়ী ৩২ রানের আগ্রাসী জুটি।

অফসাইডের বাইরের বলে খোঁচা মারেন হাসান। প্রথম স্লিপে সহজেই ক‍্যাচ নেন হজ। ১২ বলে হাসান করেন ৩ রান।

৫৫ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ২৪৩। ক্রিজে জাকেরের সঙ্গী তাসকিন আহমেদ।

03 Dec 2024, 10:05 PM

ছক্কায় জাকের পঞ্চাশ, লিড ছাড়াল আড়াইশ

এক প্রান্ত আগলে রাখা জাকের আলি খেলতে শুরু করেছেন বড় শট। ছক্কায় তিন টেস্টে তৃতীয় পঞ্চাশের দেখা পেয়েছেন এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান, ৮০ বলে।

পরের বলে ব‍্যাটে লেগে স্লিপ কর্ডনের উপর দিয়ে পান বাউন্ডারি। এরপর শর্ট বলে আরেকটি দারুণ শটে মারেন ছক্কা। আলজারি জোসেফের ওভার থেকে আসে ১৮ রান।

প্রথম ঘণ্টায় দুই উইকেট হারানো বাংলাদেশের শেষটা হয় ভালো।

৫৪ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ২৩৬। লিড এখন ২৫৪।

৮৩ বলে দুই ছক্কা ও ছয় চারে ৬১ রানে ব‍্যাট করছেন জাকের। ১০ বলে হাসান মাহমুদের রান ৩।

03 Dec 2024, 10:00 PM

আরেকটি রিভিউ হারাল উইন্ডিজ

কট বিহাইন্ডের রিভিউ নিয়ে ব‍্যর্থ হল ওয়েস্ট ইন্ডিজ। হারাল আরেকটি রিভিউ।

কিমার রোচের আগের বলে ঠিকঠাক হুক করতে না পারলেও কিপারের মাথার উপর দিয়ে বাউন্ডারি পান জাকের। পরের বলে রিভিউ নেন ক্রেইগ ব্র‍্যাথওয়েট।

অফ স্টাম্পের বাইরের বলের লাইনে যেতে পারেননি জাকের। কট বিহাইন্ডের জোরাল আবেদনে আম্পায়ার সাড়া দেননি। কিপার জশুয়া দা সিলভা জানান, তিনি কোনো শব্দ শোনেননি। তবুও রিভিউ নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।

বল ট্র‍্যাকিংয়ে দেখা যায়, বলের কানা এড়িয়ে গিয়েছিল বল। তাই ওয়েস্ট ইন্ডিজ হারায় দ্বিতীয় রিভিউ।

৫৩ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ২১৮।

03 Dec 2024, 09:53 PM

শূন‍্যতেই শেষ মুমিনুল

আটে নেমে দ্রুতই ফিরলেন মুমিনুল হক। রানের খাতাই খুলতে পারলেন না অভিজ্ঞ বাঁহাতি ব‍্যাটসম‍্যান। প্রথম ইনিংসেও শূন‍্যতেই ফিরেছিলেন তিনি। 

কিমার রোচের অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ ডেলিভারিতে ড্রাইভ করেছিলেন মুমিনুল। একটু মুভমেন্টের জন‍্য ঠিক মতো পারেননি। কানা ছুঁয়ে জমা পড়ে স্লিপে, কাভেম হজের হাতে। ৪ বল খেলে বিদায় নেন বাঁহাতি ব‍্যাটসম‍্যান।

এ নিয়ে ১৮তম বার শূন‍্য রানে আউট হলেন তিনি। প্রথম ইনিংসে দেশের হয়ে সবচেয়ে বেশিবার শূন‍্য রানে আউটের রেকর্ড গড়েছিলেন তিনি। 

৫১ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ২১১। ক্রিজে জাকের আলির সঙ্গী হাসান মাহমুদ।

03 Dec 2024, 09:48 PM

তাইজুলের প্রতিরোধ ভাঙলেন আলজারি জোসেফ

চতুর্ধ দিন সকালে খুব একটা লম্বা হলো না বাংলাদেশের ষষ্ঠ উইকেট জুটি। আলজারি জোসেফের বাউন্সারে স্লিপে ধরা পড়লেন তাইজুল ইসলাম।

জোসেফের দারুণ বাউন্সার ডিফেন্স করতে চেয়েছিলেন তাইজুল। ঠিক মতো পারেননি তিনি বাঁহাতি এই ব‍্যাটসম‍্যান। তার গ্লাভস ছুঁয়ে ক‍্যাচ যায় কাভেম হজের হাতে। ভাঙে ৯৫ বল স্থায়ী ৩৪ রানের জুটি।

৫০ বলে ১৪ রান করেন তাইজুল।

৫০ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ২০৭। ক্রিজে জাকের আলীর সঙ্গী মুমিনুল হক।

03 Dec 2024, 09:19 PM

ওয়েস্ট ইন্ডিজের ব‍্যর্থ রিভিউ

আলজারি জোসেফের বাউন্সারে পুল করার চেষ্টায় সফল হলেন না জাকের আলি। বল হেলমেটে লেগে ফিরে গেল বোলারের হাতে। বল মুঠোয় নিয়ে ফিরতি ক‍্যাচের আবেদন করলেন আলজারি। তাতে অবশ‍্য সাড়া দিলেন না আম্পায়ার। পরে রিভিউ নিয়ে ব‍্যর্থ হলেন ক্রেইগ ব্র‍্যাথওয়েট।

বলে ব‍্যাটের কোনো স্পর্শ ছিল না। স্বাভাবিকভাবেই বহাল থাকে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত।

হেলমেটে বল লাগায় কনকাশন পরীক্ষার মধ‍্য দিয়ে যেতে হয় জাকেরকে। কিছুক্ষণ বিশ্রামের পর নতুন হেলমেট নিয়ে ব‍্যাটিং শুরু করেন এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান।

৪৭ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ২০৪।

03 Dec 2024, 09:05 PM

দুইশ ছাড়াল বাংলাদেশের সংগ্রহ

‘নো’ বল দিয়ে বোলিং শুরু করলেন আলজারি জোসেফ। ওভারের শেষ বলে দুই রান নিয়ে দুই অঙ্ক স্পর্শ করলেন তাইজুল ইসলাম।

আলজারির পরের ওভারে ফ্লিক করে বাউন্ডারিতে বল পাঠালেন জাকের আলি। বাংলাদেশের সংগ্রহ পৌঁছাল দুইশ রানে।

৪৪ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ২০২। ৩২ বলে ১১ রানে খেলছেন তাইজুল। ৫৪ বলে জাকেরের রান চারটি চারে ৩৫।

বাংলাদেশের লিড ২২০। জুটির রান ২৯।

03 Dec 2024, 08:46 PM

'২৫০-২৭৫ রান তাড়া সম্ভব'

ম‍্যাচ হাতের বাইরে চলে গেছে এখনও মনে করছেন না জাস্টিন গ্রেভস। ক‍্যারিবিয়ার অলরাউন্ডার মনে করছেন, চতুর্থ দিন সুশৃঙ্খল বোলিং করা গেলে, ধৈর্য ধরে লড়াই চালিয়ে গেলে বাংলাদেশকে কম রানেই থামানো সম্ভব।

স‍্যাবাইনা পার্কের এই উইকেটে ২৭৫ রান পর্যন্ত তাড়া করা সম্ভব বলেই মনে হচ্ছে গ্রেভসের।

“বল যখন খুব বেশি কিছু না করে তখন ফিল্ড সাজানো খুব গুরুত্বপূর্ণ। অধিনায়ক ভিন্ন ভিন্ন ফিল্ডিং সাজিয়ে চেষ্টা করেছেন যখন আমরা ফুল কিংবা শর্ট লেংথে বোলিং করেছি।... ব‍্যাটিং ইউনিট হিসেবে আমাদের সবারই দায়িত্ব নিতে হবে।”

03 Dec 2024, 08:33 PM

বড় লিডের লক্ষ‍্য

নাহিদ রানার ক‍্যারিয়ার সেরা বোলিংয়ে ১৮ রানের লিড পাওয়ার পর আক্রমণাত্মক ব‍্যাটিংয়ে জ‍্যামাইকা টেস্টে অনেকটাই এগিয়ে গেছে বাংলাদেশ। চতুর্থ দিন লিড যতটা সম্ভব বাড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের কাজ বহুগুণ কঠিন করে তুলতে চায় তারা।  

স‍্যাবাইনা পার্কে মঙ্গলবার রান ৫ উইকেটে ১৯৩ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবে বাংলাদেশ। সিরিজে ১-০ ব‍্যবধানে পিছিয়ে থাকা সফরকারীরা এখন ২১১ রানে এগিয়ে।

তিন চারে ৪৯ বলে ২৯ রানে ব‍্যাট করছেন জাকের আলি। ২২ বলে তাইজুল ইসলামের রান ৯। 

স‍্যাবাইনা পার্কে সর্বোচ্চ রান তাড়া জয়ের রেকর্ড ২১২ রান। সেই রান ছাড়িয়ে আরও বড় লক্ষ‍্য দেওয়ার দুয়ারে আছে বাংলাদেশ। এখনও ব‍্যাটিংয়ে বাকি অসুস্থতার জন‍্য তৃতীয় দিন মাঠের বাইরে থাকা মুমিনুল হক।

03 Dec 2024, 08:33 PM

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে):

বাংলাদেশ ১ম ইনিংস: ১৬৪

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৪৬ 

বাংলাদেশ ২য় ইনিংস: ৪১.৪ ওভারে ১৯১/৫ (জয় ০, সাদমান ৪৬, শাহাদাত ২৮, মিরাজ ৪২, লিটন ২৫, জাকের ২৯*, তাইজুল ৯*; সিলস ৯-২-৪৩-১, আলজারি জোসেফ ৮.৪-০-৩৯-১, শামার জোসেফ ১০-০-৭০-২, গ্রেভস ৮-১-২০-১, হজ ১-০-৪-০, রোচ ৫-০-১২-০)