২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

রেকর্ড গড়া জয়ে বাংলাদেশের বিপক্ষে ব‍্যর্থতার বৃত্ত ভাঙল উইন্ডিজ

বাংলাদেশ: ৫০ ওভারে ২৯৪/৬

 

ওয়েস্ট ইন্ডিজ: ৪৭.৪ ওভারে ২৯৫/৫

09 Dec 2024, 03:41 AM

৫ উইকেটে হার

টানা ১১ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারল বাংলাদেশ। শেই হোপের দারুণ ইনিংসের পর শেরফেইন রাদারফোর্ডের বিস্ফোরক সেঞ্চুরিতে রেকর্ড গড়া জয়ে সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

হোপের দল প্রথম ওয়ানডেতে জিতেছে ৫ উইকেটে। বাংলাদেশের ২৯৪ পেরিয়ে গেছে ১৪ বল বাকি থাকতে।

ওয়ার্নার পার্কে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জয়। এর আগে ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৬৫ রান তাড়া করে জিতছিল স্বাগতিকরাই।

দলকে জয় এনে দেওয়ার সময় ৫ চারে ৩১ বলে ৪১ রানে অপরাজিত ছিলেন জাস্টিন গ্রেভস। ৩ বলে ২ রানে খেলছিলেন রোস্টন চেইস।

৩০ ওভার পর্যন্ত ম‍্যাচেই ছিল বাংলাদেশ। এরপর রাদারফোর্ড পাল্টা আক্রমণ শুরু করলে এলোমেলে হয়ে যায় বোলিং। হোপ বিদায় নিলেও সুযোগ কাজে লাগাতে পারেনি সফরকারীরা। গ্রেভসের সঙ্গে খুনে জুটিতে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান রাদারফোর্ড। 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৯৪/৬ (তানজিদ ৬০, সৌম‍্য ১৯, লিটন ২, মিরাজ ৭৪, আফিফ ২৮, মাহমুদউল্লাহ ৫০*, জাকের ৪৮, রিশাদ ০*; জোসেফ ১০-১-৬৭-২, সিলস ১০-০-৬৩-১, শেফার্ড ১০-১-৫১-৩, গ্রেভস ৭-০-৫০-০, চেইস ৩-০-১৬-০, মোটি ১০-০-৪২-০)

ওয়েস্ট ইন্ডিজ: ৪৭.৪ ওভারে ২৯৫/৫ (কিং ৯, লুইস ১৬, কার্টি ২১, হোপ ৮৬, রাদারফোর্ড ১১৩, গ্রেভস ৪১*, চেইস ২*; তাসকিন ৯-১-৫৩-০, তানজিম ১০-১-৫৫-১, নাহিদ ৮.৪-০-৫০-১, রিশাদ ৯-০-৪৯-১, মিরাজ ৯-০-৬২-১, সৌম‍্য ২-০-২৪-১)

09 Dec 2024, 03:32 AM

রাদারফোর্ডের দারুণ সেঞ্চুরি

সৌম‍্য সরকারের বলে দৌড়ে দুই রান নিলেন শেরফেইন রাদারফোর্ড। ওভারথ্রো থেকে উপহার পেলেন আরও চার রান।

ক‍্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেলেন বাঁহাতি ব‍্যাটসম‍্যান, ৭৭ বলে।

পরের বলে দুটি ছক্কায় দলকে জয়ের দুয়ারে নিয়ে গেলেন রাদারফোর্ড। আরেকটি ছক্কার চেষ্টায় ধরা পড়লেন নাহিদ রানার হাতে। ভাঙল ৫৭ বল স্থায়ী ৯৫ রানের জুটি।

আট ছক্কা ও সাত চারে ৮০ বলে ১১৩ রানের বিস্ফোরক ইনিংস খেলে ফিরলেন রাদারফোর্ড।

৪৬.৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৫ উইকেটে ২৮৮। ক্রিজে জাস্টিন গ্রেভসের সঙ্গী রোস্টন চেইস।

09 Dec 2024, 03:16 AM

৩৩ বলে জুটির পঞ্চাশ

রান আর বলের সমীকরণ ক্রমেই সহজ করে ফেলছেন শেরফেইন রাদারফোর্ড। তাসকিন আহমেদের ওভারে টানা দুই ছক্কায় জাস্টিন গ্রেভসের সঙ্গে তার জুটির রান নিয়ে গেছেন পঞ্চাশে, ৩৩ বলে।

নিজের আগের সেরা ৮০ ছাড়িয়ে প্রথম সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছেন রাদারফোর্ড।

৪৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ২৫০। ৬৭ বলে ৮৯ রানে ব‍্যাট করছেন রাদারফোর্ড। ১৯ বলে জাস্টিন গ্রেভসের রান ২২। ৭ ওভারে ৪৫ রান চাই স্বাগতিকদের।

09 Dec 2024, 02:59 AM

১০ ওভারে ৮৩ রান চাই উইন্ডিজের

রোমাঞ্চকর শেষের হাতছানি প্রথম ওয়ানডেতে। ৪০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ২১২।

জয়ের জন‍্য শেষ ১০ ওভারে ৮৩ রান চাই স্বাগতিকদের। সেখানে স্পিনারদের রয়ে গেছে তিন ওভার।

৫৫ বলে ৬১ রানে ব‍্যাট করছেন রাদারফোর্ড। ১৩ বলে জাস্টিন গ্রিভসের রান ১৩।

09 Dec 2024, 02:53 AM

ছক্কার চেষ্টা অক্কা হোপ

দ্রুত রান আসছিল, সমীকরণ ক্রমেই সহজ হয়ে যাচ্ছিল। এমন সময়ে উইকেট ছুড়ে এলেন শেই হোপ। ছক্কার চেষ্টায় ক‍্যাচ দিয়ে ফিরলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।

তিনটি খরুচে ওভারের পর আক্রমণে ফেরেন মিরাজ। তাকে পেয়েই লেগে ছক্কায় ওড়ানোর চেষ্টা করেন হোপ। টাইমিং করতে পারেননি, ডিপমিডউইকেটে সহজ ক‍্যাচ নেন জাকের আলি। ভাঙে ৯৩ বল স্থায়ী ৯৯ রানের জুটি।

৮৮ বলে চার ছক্কা ও তিন চারে ৮৬ রান করেন হোপ।

৩৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ১৯৮। ক্রিজে শেরফেইন রাদারফোর্ডের সঙ্গী জাস্টিন গ্রেভস।

09 Dec 2024, 02:45 AM

রাদারফোর্ডের টানা পাঁচ

একটু মন্থর শুরু করা শেরফেইন রাদারফোর্ড শট খেলতে শুরু করেছেন। তাতে বাড়ছে ক‍্যারিবিয়ানদের রানের গতি।

নাহিদ রানাকে ছক্কায় ওড়ানোর পর চার মেরে টানা পাঁচ ইনিংসে পঞ্চাশে পা রেখেছেন রাদারফোর্ড, ৪৭ বলে।

৩৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ১৮০। ৮৪ বলে তিনটি করে ছক্কা ও চারে ৭৮ রানে খেলছেন শেই হোপ।

৪৮ বলে দুই ছক্কা ও পাঁচ চারে রাদারফোর্ডের রান ৪৮।

09 Dec 2024, 02:25 AM

৬২ বলে জুটির পঞ্চাশ

রানের গতি বাড়াতে শুরু করেছেন শেরফেইন রাদারফোর্ড। পাল্টা আক্রমণে চাপে ফেলার চেষ্টা করছেন বোলারদের।

 

মেহেদী হাসান মিরাজের ওভার শুরু করলেন চার দিয়ে, শেষ করলেন ছক্কায়। জুটির রান গেল পঞ্চাশে ৬২ বলে।

 

৩২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ১৪৬। ৭৫ বলে দুই ছক্কা ও তিন চারে ৬৪ রানে খেলছেন শেই হোপ। এক ছক্কা ও তিন চারে রাদারফোর্ডের রান ৩৩ বলে ৩০।

 

জয়ের জন‍্য শেষ ১৮ ওভারে ১৪৯ রান চাই স্বাগতিকদের।

09 Dec 2024, 02:02 AM

৬০ বলে হোপের পঞ্চাশ

বাংলাদেশকে অনেকবার ভোগানো শোই হোপ দাঁড়িয়ে গেছেন আবারও। দায়িত্বশীল ব‍্যাটিংয়ে তুলে নিয়েছেন আরেকটি পঞ্চাশ, ৬০ বলে।

ওয়ানডেতে ১৪ ম‍্যাচে বাংলাদেশের বিপক্ষে এটি হোপের পঞ্চম ফিফটি। এর বাইরে আছে তিনটি সেঞ্চুরি। যেগুলো করেছিলেন টানা তিন ম‍্যাচে।

২৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ১১৫। ৬১ বলে ৫১ রানে ব‍্যাট করছেন হোপ। শেরফেইন রাদারফোর্ড ১৭ বলে খেলছেন ১২ রানে।

09 Dec 2024, 01:55 AM

মাঝপথে ভালো অবস্থানে বাংলাদেশ

২৫ ওভার শেষে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। তিন উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ করতে পেরেছে ১০৯ রান।

 

১৪ বলে দুই চারে ১১ রানে খেলছেন ছন্দে থাকা শেরফেইন রাদারফোর্ড। ৫২ বলে এক ছক্কা ও তিন চারে শেই হোপের রান ৪৬।

 

২৫ ওভারে স্বাগতিকদের প্রয়োজন আরও ১৮৬ রান। ওভার প্রতি প্রয়োজন প্রায় সাড়ে সাত রান।

09 Dec 2024, 01:44 AM

কার্টিকে ফিরিয়ে জুটি ভাঙলেন রিশাদ

নতুন স্পেলে ফিরেই সাফল‍্য পেলেন রিশাদ হোসেন। কেসি কার্টিকে ফিরিয়ে জুটি ভাঙলেন এই লেগ স্পিনার।

প্রচুর ডট বল খেলছিলেন কার্টি। তাতে বাড়ছিল চাপ। ওভার প্রতি প্রয়োজন সাত রানের বেশি। সে কারণেই হয়তো বড় শটের চেষ্টায় ছিলেন তিনি। সেটার চেষ্টাতেই আউট হলেন এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান।

লেগ স্পিনারের শর্ট বল পুল করে ওড়াতে চেয়েছিলেন কার্টি। কিন্তু ঠিক মতো শট খেলতে পারেননি তিনি। ব‍্যাটের উপরের দিকে লেগে মিডউইকেটে সহজ ক‍্যাচ যায় মেহেদী হাসান মিরাজের হাতে। ভাঙে ৮২ বল স্থায়ী ৬৭ রানের জুটি।

৩৭ বলে দুই চারে ২১ রান করেন কার্টি।

২২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ৯৪। ক্রিজে শেই হোপের সঙ্গী দারুণ ছন্দে থাকা শেরফেইন রাদারফোর্ড। সবশেষ চার ইনিংসে ফিফটি করেছেন এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান।

09 Dec 2024, 01:28 AM

হোপ-কার্টির জুটিতে পঞ্চাশ

রান রেটের চাপ ধীরে ধীরে বাড়ছে। সেটা কমাতে দ্রুত রানের চেষ্টাতেই আছেন শেই হোপ। অন‍্য প্রান্তে বেশ ভুগছেন কেসি কার্টি। এই দুই জনের ব‍্যাটে পঞ্চাশ রানের জুটি এসেছে ৬২ বলে।

 

লেগ স্পিনার রিশাদ হোসেন বাজে ডেলিভারিতে ছক্কায় জুটির রান পঞ্চাশে নিয়ে যান হোপ। শুরু থেকে বেশ সাবলীল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। তার ব‍্যাটে ধীরে ধীরে বাড়ছে স্বাগতিকদের রান রেট।

 

১৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ২ উইকেটে ৮৫। ৩৯ বলে হোপের রান ৩৫। কার্টি ১৯ রান করতে খেলেছেন ২৮ বল।

09 Dec 2024, 01:01 AM

পাওয়ার প্লেতে ২ উইকেট

তিনশ রানের কাছাকাছি সংগ্রহ গড়ার পর বোলিংয়ে শুরুটা ভালো করেছে বাংলাদেশ। প্রথম পাওয়ার প্লেতে ফিরিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ব্র‍্যান্ডন কিং ও লুইসকে।

১০ ওভারে স্বাতিকদের রান ২ উইকেটে ৪২। ১০ বলে দুই চারে ১২ রানে খেলছেন শেই হোপ। ২ বল খেলে এখনও শূন‍্য রানে ব‍্যাট করছেন কেসি কার্টি।
 

09 Dec 2024, 12:54 AM

নাহিদের দারুণ ডেলিভারিতে এলবিডব্লিউ লুইস

দুই ওভার মিলিয়ে তিন বলের মধ‍্যে দুই ওপেনারকে হারাল ওয়েস্ট ইন্ডিজ। ব্র‍্যান্ডন কিংয়ের পর বিদায় নিলেন এভিন লুইস।

 

নাহিদ রানার গতিময় ডেলিভারির লাইনে যেতে পারেননি বিস্ফোরক বাঁহাতি ব‍্যাটসম‍্যান। প্রতিক্রিয়া দেখাতেও দেরি করেন। প‍্যাডে বল আঘাত হানলে রিভিউ না নিয়েই ফিরে যান লুইস। ৩১ বলে তিন চারে তিনি করেন ১৬ রান।

 

৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ২ উইকেটে ৩৩। ক্রিজে শেই হোপের সঙ্গী কেসি কার্টি।

09 Dec 2024, 12:48 AM

কিংকে ফিরিয়ে শুরুর জুটি ভাঙলেন তানজিম

দারুণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারকে বড় শট খেলার তেমন কোনো সুযোগ দিচ্ছিল না বাংলাদেশ। একের পর এক ডট বলে উল্টো বাড়াচ্ছিল চাপ। বড় শটে সেটা উড়ানোর চেষ্টাতেই এলবিডব্লিউ হয়ে গেলেন ব্র‍্যান্ডন কিং।

তানজিম হাসানের ডেলিভারি একটু খাট লেংথেরই ছিল। তবে পুল করার মতো নয়। তবুও চেষ্টা করতে গিয়ে আউট হয়ে গেলেন ক‍্যারিবিয়ান ওপেনার।

আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নেন কিং। বল আঘাত হানত লেগ স্টাম্পের উপরের বেলে। তাই পাল্টায়নি আম্পায়ারের সিদ্ধান্ত। ভাঙে ৪৭ বল স্থীয় ২৭ রানের জুটি।

১৭ বলে দুই চারে ৯ রান করেন কিং।

৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ২৭।

09 Dec 2024, 12:30 AM

আঁটসাঁট তানজিম-তাসকিন

নতুন বলে দ্রুত রানের সুযোগ দিচ্ছেন না তানজিম হাসান ও তাসকিন আহমেদ। প্রথম ৬ ওভারে খুব বেশি রান করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। বড় শট খেলার চেষ্টায় সফল হননি এভিন লুইস ও ব্র‍্যান্ডন কিং।

৬ ওভারে স্বাগতিকদের রান বিনা উইকেটে ২১। ২২ বলে ১১ রানে ব‍্যাট করছেন লুইস। ১৪ বলে কিংয়ের রান ৮। দুই জনই মেরেছেন দুটি করে বাউন্ডারি।

৩ ওভারে কেবল ৬ রান দিয়েছেন তানজিম, ১৩ রান দিয়েছেন তাসকিন। দুই পেসারই নিয়েছেন একটি করে মেডেন।

09 Dec 2024, 12:12 AM

জিততে রেকর্ড গড়তে হবে স্বাগতিকদের

বাংলাদেশের বিপক্ষে টানা ১১ হারের চক্র ভাঙতে রেকর্ড গড়ার চ‍্যালেঞ্জে উতরাতে হবে স্বাগতিকদের। সেন্ট কিটসে জিততে গড়তে হবে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।

ওয়ার্নার পার্কে সর্বোচ্চ ২৬৫ রান তাড়া করে জিতেছে কোনো দল। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতেছল ওয়েস্ট ইন্ডিজই। সেই রেকর্ড এবার ভাঙতে হবে শেই হোপের দলকে।

09 Dec 2024, 12:05 AM

ছক্কার ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের প্রথম মাহমুদউল্লাহ

তৃতীয় ছক্কায় দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের প্রথম ব‍্যাটসম‍্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে মেরেছেন দুইশ ছক্কা।

৪৩০ ইনিংসে ২০০ ছক্কা হলো অভিজ্ঞ মিডল অর্ডার ব‍্যাটসম‍্যানের। ৪৪৮ ইনিংসে ১৮৮ ছক্কা নিয়ে তার পরেই আছেন তামিম ইকবাল।

এই দুই জন ছাড়া দেড়শর বেশি ছক্কা আছে কেবল মুশফিকুর রহিমে, ৫২১ ইনিংসে ১৭৩টি। সাকিব আল হাসান ১৩৫ ছক্কা মেরেছেন ৪৯১ ইনিংসে।

একশর বেশি ছক্কা আছে লিটন দাস (১১৯), সৌম‍্য সরকার (১০৯) ও মাশরাফি বিন মুর্তজার (১০৭)।  

08 Dec 2024, 11:37 PM

২৯৫ রানের লক্ষ‍্য দিল বাংলাদেশ

রোমিরিও শেফার্ডের করা শেষ ওভারে ছক্কার পর সিঙ্গেল নিয়ে পঞ্চাশ স্পর্শ করলেন মাহমুদউল্লাহ।

ওভারের পঞ্চম বলে ছক্কার চেষ্টায় সীমানায় ক‍্যাচ দিয়ে ফেরেন জাকের আলি। ভাঙে ৭৪ বল স্থায়ী ৯৬ রানের জুটি।

ক‍্যারিয়ারের প্রথম ফিফটির আশা জাগিয়ে ৪৮ রানে থামেন জাকের। এই কিপার-ব‍্যাটসম‍্যানের ৪০ বলের ইনিংস গড়া তিনটি করে ছক্কা ও চারে।

তিনশ রানের আশা জাগিয়ে ২৯৪ রানে থামে বাংলাদেশ। জাকেরের বিদায়ের পর ক্রিজে যাওয়া রিশাদ হোসেন স্লোয়ারে ব‍্যাটই ছোঁয়াতে পারেননি।

৪৪ বলে তিনটি করে ছক্কা ও চারে ৫০ রানে অপরজিত থাকেন মাহমুদউল্লাহ। পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেন তানজিদ হাসান ও মেহেদী হাসান।

টসে সময় ভারপ্রাপ্ত অধিনায়ক মিরাজ বলেছিলেন, ২৮০ রান চান তিনি। সেটা ছাড়িয়ে গেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়রথে থাকতে এখন চ‍্যালেঞ্জ বোলারদের কাঁধে।

৫১ রানে ৩ উইকেট নিয়ে ক‍্যারিবিয়ানদের সেরা বোলার শেফার্ড।  

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৯৪/৬ (তানজিদ ৬০, সৌম‍্য ১৯, লিটন ২, মিরাজ ৭৪, আফিফ ২৮, মাহমুদউল্লাহ ৫০*, জাকের ৪৮, রিশাদ ০*; জোসেফ ১০-১-৬৭-২, সিলস ১০-০-৬৩-১, শেফার্ড ১০-১-৫১-৩, গ্রেভস ৭-০-৫০-০, চেইস ৩-০-১৬-০, মোটি ১০-০-৪২-০)

08 Dec 2024, 11:07 PM

৪৪ বলে জুটির পঞ্চাশ

তিন বলের দুটি ছক্কা মারলেন মাহমুদউল্লাহ ও জাকের আলি। ৪৪ বলে তাদের জুটির রান স্পর্শ পঞ্চাশ।

জুটিতে অগ্রণী জাকের। এই কিপার ব‍্যাটসম‍্যান দুই ছক্কা ও তিন চারে ২৬ বলে করেছেন ৩৩। অন‍্য প্রান্তে ২৬ রান করতে মাহমুদউল্লাহ খেলেছেন ২৯ বল।

ইনিংসে তৃতীয় পঞ্চাশ ছোঁয়া জুটিতে তিনশ রানের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। ৪৫ ওভারে সফরকারীদের রান ৫ উইকেটে ২৫২।

08 Dec 2024, 10:37 PM

৭৪ রানে থামলেন মিরাজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৭ ম‍্যাচ খেলে কেবল তৃতীয়বার ব‍্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। আগের দুইবার লোয়ার মিডল অর্ডারে নেমে আউট হননি। এবার চারে নেমে ফিরলেন ৭৪ রানের দায়িত্বশীল ইনিংস খেলে।

জেডেন সিলসকে বেরিয়ে এসে ছক্কায় ওড়াতে চেয়েছিলেন মিরাজ। টাইমিং একেবারেই হয়নি। অনেক উপরে উঠে যাওয়া ক‍্যাচ অনায়াসে নেন শেরফেইন রাদারফোর্ড।

১০১ বলে ১ ছক্কা ও ৬ চারে ৭৪ রান করেন মিরাজ।

৩৮ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৯৮। ক্রিজে মাহমুদউল্লাহর সঙ্গী জাকের আলি।

08 Dec 2024, 10:24 PM

ছক্কার চেষ্টায় অক্কা আফিফ

রোমারিও শেফার্ডকে ছক্কায় ওড়ানোর চেষ্টায় সফল হলেন না আফিফ হোসেন। সীমানায় ক‍্যাচ দিয়ে ফিরলেন বাঁহাতি ব‍্যাটসম‍্যান।

অফ স্টাম্পে থাকা লেংথ ডেলিভারি লেগে ঘুরিয়েছিলেন আফিফ। কিন্তু যতটা দূরে পাঠাতে চেয়েছিলেন ততটা নিতে পারেন। বল যায় সোজা ডিপ স্কয়ার লেগ ফিল্ডারের হাতে। ভাঙে ৬২ বল স্থায়ী ৫৪ রানের জুটি।

২৯ বলে চারটি চারে ২৮ রান করেন আফিফ।

৩৪ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৮৩। ৮৯ বলে ৬৩ রানে খেলছেন মেহেদী হাসান মিরাজ। ক্রিজে গিয়েই বাউন্ডারিতে রানের খাতা খুলেছেন মাহমুদউল্লাহ।

08 Dec 2024, 10:19 PM

৫৬ বলে জুটির পঞ্চাশ

জাস্টিন গ্রেভসকে পরপর দুই বলে দুটি চার মারলেন আফিফ হোসেন। মেহেদী হাসান মিরাজের সঙ্গে তার জুটির রান স্পর্শ করল পঞ্চাশ, ৫৬ বলে।

জুটিতে অগ্রণী ক্রিজে গিয়েই শট খেলতে শুরু করা আফিফ। দায়িত্বশীল ব‍্যাটিংয়ে তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন মিরাজ।

৩৩ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৭৮। ২৫ বলে ২৮ রানে খেলছেন আফিফ। ৮৮ বলে মিরাজের রান ৬২।

08 Dec 2024, 09:51 PM

৭১ বলে মিরাজের পঞ্চাশ

নড়বড়ে শুরুর পর দায়িত্বশীল ব‍্যাটিংয়ে বাংলাদেশকে পথ দেখাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। দুইবার বেঁচে গিয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক পঞ্চাশ ছুঁয়েছেন ৭১ বলে।

আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডেতেও ফিফটি করেছিলেন মিরাজ। এবার চারে নেমে এক ছক্কা ও চারটি চারে ছুঁয়েছেন পঞ্চাশ।

২৮ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৫০।

08 Dec 2024, 09:37 PM

পঞ্চাশ ছুঁয়ে ফিরলেন তানজিদ

ক‍্যারিয়ারের তৃতীয় পঞ্চাশ ছুঁয়ে বেশিদূর যেতে পারলেন না তানজিদ হাসান। আলজারি জোসেফের বলে বাঁহাতি ওপেনার ধরা পড়লেন শর্ট থার্ড ম‍্যানে।

অফ স্টাম্পের বাইরের বলে বাউন্ডারির আশায় কাট করেছিলেন তানজিদ। এই শট খেলার মতো লেংথে ছিল না জোসেফের ডেলিভারি। ব‍্যাটের কানায় লেগে যায় রোস্টন চেইসের হাতে। ভাঙে ৯৭ বল স্থায়ী ৭৯ রানের জুটি।

৬০ বলে তিন ছক্কা ও ছয় চারে ৬০ রান করেন তানজিদ।

২৪ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১২৫। ক্রিজে মেহেদী হাসান মিরাজের সঙ্গী আফিফ হোসেন।

08 Dec 2024, 09:21 PM

ফের জীবন পেলেন মিরাজ

কেসি কার্টির হাতে ফের জীবন পেলেন মেহেদী হাসান মিরাজ! ১ রানের পর এবার বাংলাদেশ অধিনায়ক বেঁচে গেলেন ৩১ রানে।

রোস্টন চেইসের অফ স্টাম্পের বাইরের বলে কাট করেছিলেন মিরাজ। ঠিক মতো খেলতে পারেননি, ব‍্যাটের কানায় ক‍্যাচ যায় শর্ট থার্ড ম‍্যানে। ডান দিক ঝাঁপ দিলেও বল মুঠোয় রাখতে পারেননি কার্টি। হাতছাড়া হয়ে যায় আরেকটি সুযোগ।

২১ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১১৫। ৫১ বলে ৫৩ রানে খেলছেন তানজিদ। ৪৪ বলে মিরাজের রান ৩৩।

08 Dec 2024, 09:15 PM

৪৫ বলে তানজিদের পঞ্চাশ

শুরু থেকে দারুণ সব শটের পসরা সাজিয়ে বসা তানজিদ হাসান পেলেন ক‍্যারিয়ারের তৃতীয় পঞ্চাশের দেখা, ৪৫ বলে।

রোস্টন চেইসের সঙ্গে সিঙ্গেল নিয়ে পঞ্চাশ স্পর্শ করেন তানজিদ। এই সময়ে তার ব‍্যাট থেকে আসে তিনটি ছক্কা ও পাঁচটি চার।

সেই রানে দলের রান স্পর্শ করেছে তিন অঙ্কের সীমানা

১৮ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১০১।

08 Dec 2024, 09:10 PM

তানজিদের ছক্কায় জুটির পঞ্চাশ

বেরিয়ে এসে জেডেন সিলসকে ছক্কায় ওড়ালেন তানজিদ হাসান। তৃতীয় উইকেটে মেহেদী হাসান মিরাজের সঙ্গে তার জুটির রান স্পর্শ করল ৫০।

শুরুতে আক্রমণাত্মক ব‍্যাটিং করছেন তানজিদ। নড়বড়ে শুরুর পর ধীরে ধীরে নিজেকে ফিরে পাচ্ছেন মিরাজ। দুই জনের জুটিতে পঞ্চাশ এসেছে ৫৭ বলে।

১৭ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৯৬।

08 Dec 2024, 08:35 PM

জীবন পেলেন মিরাজ

শূন‍্য রানে রিভিউ নিয়ে বাঁচার পর ১ রানে জীবন পেলেন মেহেদী হাসান মিরাজ। রোমারিও শেফার্ডের বলে সীমানায় এই অলরাউন্ডারের ক‍্যাচ ছাড়লেন কেসি কার্টি।

অফ স্টাম্পের বাইরের বলে আপার কাট করেছিলেন মিরাজ। দারুণ টাইমিংয়ের জন‍্য বল চলে যায় থার্ড ম‍্যান ফিল্ডার কার্টির হাতে। সহজ ক‍্যাচ নিতে পারেননি তিনি। উল্টো তালগোল পাকিয়ে বানিয়ে দেন বাউন্ডারি!

১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৮ রান করেছে বাংলাদেশ। ২৪ বলে ২৭ রানে ব‍্যাট করছেন তানজিদ হাসান। ১১ বলে ৬ রানে খেলছেন মিরাজ।

08 Dec 2024, 08:31 PM

রিভিউ নিয়ে বাঁচলেন মিরাজ

আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর একটু ভেবে রিভিউ নিলেন মেহেদী হাসান মিরাজ। অন‍্য প্রান্তে থাকা তানজিদ হাসানকে ইশারায় বললেন, লেগ স্টাম্পের বাইরে দিয়ে যাবে।

সেটাই সত‍্যি হলো, রোমারিও শেফার্ডের ডেলিভারি বাউন্স করে লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে গেল বল। বেঁচে গেলেন বাংলাদেশ অধিনায়ক। তখনও শূন‍্য রানে ছিলেন তিনি।

৮ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৪৬।

08 Dec 2024, 08:24 PM

সুযোগ কাজে লাগাতে ব‍্যর্থ লিটন

আগের ওভারে বেঁচে গেলেও সুযোগ কাজে লাগাতে পারলেন না লিটন দাস। রোমারিও শেফার্ডের চমৎকার ডেলিভারিতে শেই হোপের গ্লাভসে ধরা পড়লেন তিনি।

শেফার প্রথম বল একটুর জন‍্য ব‍্যাটের কানা নেয়নি। পরের বলে পার হাননি লিটন। একটু বাড়তি করা বল তার ব‍্যাটের কানা নিয়ে জমা পড়ে কিপার হোপের গ্লাভসে।

৭ বলে ২ রান করেন লিটন।

৭.২ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৪৬। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী মেহেদী হাসান মিরাজ।

08 Dec 2024, 08:19 PM

উইন্ডিজের সুযোগ হাতছাড়া

কাট করার চেষ্টায় সফল হলেন না লিটন দাস। প্রাথমিকভাবে মনে হলো বলের লাইনে পুরোপুরি মিস করে গেছেন এই ডানহাতি ব‍্যাটসম‍্যান। মৃদ‍ু আবেদন করেই থেমে গেলেন শেই হোপ।

একটু পরে রিপ্লেতে দেখা গেল ব‍্যাটের কানা ছুয়ে গিয়েছিল বল! সে সময় ১ রানে ছিলেন লিটন।

৭ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৪৬।

08 Dec 2024, 08:06 PM

সৌম‍্যকে ফিরিয়ে জুটি ভাঙলেন জোসেফ

আলজারি জোসেফের অফ স্টাম্পের বাইরের বলে জায়গায় দাঁড়িয়ে ব‍্যাট চালিয়ে দিলেন সৌম‍্য সরকার। একটু মুভমেন্টের জন‍্য ঠিক মতো খেলতে পারলেন না, ব‍্যাটের কানা ছুঁয়ে জমা পড়ল কিপার শেই হোপের গ্লাভসে। ভাঙল ২৯ বল স্থায়ী ৩৪ রানের উদ্বোধনী জুটি।

১৮ বলে তিন চারে ১৯ রান করে ফিরলেন সৌম‍্য।

৫ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৩৪। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী লিটন দাস।

08 Dec 2024, 07:23 PM

তিন পেসার, দুই স্পিনার নিয়ে বাংলাদেশ

টসের সময় একাদশ নিয়ে ধারণা দিলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়ক বললেন, দুই স্পিনার ও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছেন তারা।

স্পিনে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন রিশাদ হোসেন। পেস বোলিংয়ে তাসকিন আহমেদ ও নাহিদ রানার সঙ্গী তানজিদ হাসান।

প্রথম ওয়ানডেতে দুই পেসার হাসান মাহমুদ ও শরিফুল ইসলামের সঙ্গে নেই বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও ওপেনার পারভেজ হোসেন।

আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডের একাদশে পাঁচটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ফিরেছেন লিটন দাস, আফিফ হোসেন, তাসকিন, তানজিদ ও রিশাদ।  

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, জাকের আলি, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান, নাহিদ রানা।

08 Dec 2024, 07:19 PM

চার পেসার ও দুই স্পিনার নিয়ে ওয়েস্ট ইন্ডিজ

বোলিংয়ে যথেষ্ট বিকল্প নিয়ে প্রথম ওয়ানডেতে খেলছেন শেই হোপ। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক বলেছেন, চার পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছেন তারা।

গুডাকেশ মোটির সঙ্গে স্পিনে আছেন রোস্টন চেইস। পেস বোলিংয়ে আলজারি জোসেফ, জেডেন সিলসের সঙ্গী দুই অলরাউন্ডার রোমিরিও শেফার্ড ও জাস্টিন গ্রেভস।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেই হোপ (অধিনায়ক/উইকেটরক্ষক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রেভস, আলজারি জোসেফ, এভিন লুইস, গুডাকেশ মোটি, শেরফেইন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।

08 Dec 2024, 07:10 PM

টস জিতে ব‍্যাটিংয়ে বাংলাদেশ

আড়াই বছর পর ওয়ার্নার পার্কে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার ম‍্যাচে টস জিতলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়ক নিলেন ব‍্যাটিং। বললেন, দেখে খুব ভালো উইকেট মনে হচ্ছে, ২৮০ রানের লক্ষ‍্য তার। 

টস হেরেও চাওয়া পূরণ হয়েছে শেই হোপের। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক বললেন, আগে বোলিং-ই করতে চেয়েছিলেন তিনি। দিনের শুরুতে উইকেটে কিছুটা আর্দ্রতা থাকবে যেটা কাজে লাগাতে পারবেন বোলাররা।

08 Dec 2024, 06:46 PM

জয়ে শুরুর আশায় নতুন চেহারার বাংলাদেশ

নিজেদের সবশেষ ওয়ানডে সিরিজ ভালো কাটেনি বাংলাদেশের, ২-১ ব‍্যবধানে হেরেছে আফগানিস্তানের বিপক্ষে। নিয়মিত কয়েকজন খেলোয়াড়ের অনুপস্থিতিতে ক‍্যারিবীয়ায় এবার নতুন চেহারার দল নিয়ে নতুন শুরুর আশায় মেহেদী হাসান মিরাজ। 

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে রোববার দুই দলের প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। 

ক‍্যারিবীয়ায় এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড দারুণ। সবশেষ দুই সফরেই ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবার নামবে হ‍্যাটট্রিকের আশায়। সেই লক্ষ‍্যে শুরুটা ভালো করতে উন্মুখ সফরকারীরা।

দুই দলের দ্বিপাক্ষিক ১১ সিরিজের ৬টি জিতেছে বাংলাদেশ। টানা জিতেছে তারা সবশেষ চারটি।