- আফগানিস্তান: ২৩৫
- বাংলাদেশ: ৩৪.৩ ওভারে ১৪৩
06 Nov 2024, 11:18 PM
গাজানফারের 'ছয়', আফগানিস্তানের ৯২ রানের জয়
দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপে ধস নামানোর পর শরিফুল ইসলামকে বোল্ড করে আফগানিস্তানের জয়ও নিশ্চিত করলেন আল্লাহ্ মোহাম্মদ গাজানফার।
২৩৫ রানের মাঝারি পুঁজি নিয়েও ৯২ রানের সহজ জয় পেল আফগানিস্তান। তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল তারা।
ক্যারিয়ারের আগের পাঁচ ম্যাচ মিলিয়ে ৪ উইকেট পাওয়া গাজানফার এবার মাত্র ২৬ রানে নিলেন ৬ উইকেট। বাংলাদেশের বিপক্ষে এই প্রথম আফগানিস্তানের কোনো বোলার পেলেন ৫ বা তার বেশি উইকেট।
রান তাড়ায় শুরুতে তানজিদ হাসান ফিরলেও সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত মিলে গড়েন ৫৩ রানের জুটি। এরপর মেহেদী হাসান মিরাজকে নিয়ে আরও ৫৫ রান যোগ করেন শান্ত। তার ব্যাট থেকে আসে ৪৭ রান। সৌম্য ৩৩ ও মিরাজ করেন ২৮ রান।
কিন্তু পরের ব্যাটসম্যানরা কেউই গাজানফারের স্পিনের সামনে টিকতে পারেননি। মাত্র ২৩ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে পরাজয়ের তেতো স্বাদ পেল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ৪৯.৪ ওভারে ২৩৫ (গুরবাজ ৫, সেদিকউল্লাহ ২১, রেহমাত ২, শাহিদি ৫২, ওমারজাই ০, নাইব ২২, নাবি ৮৪, রাশিদ ১০, খারোটে ২৭*, ফাজানফার ০, ফারুকি ০; শরিফুল ৯.৪-০-৩৪-১, তাসকিন ১০-০-৫৩-৪, মুস্তাফিজ ১০-০-৫৮-৪, মিরাজ ১০-০৩০-০, রিশাদ ৮-০-৪৪-০, মাহমুদউল্লাহ ২-০-১১-০)
বাংলাদেশ: ৩৪.৩ ওভারে ১৪৩ (তানজিদ ৩, সৌম্য ৩৩, শান্ত ৪৭, মিরাজ ২৮, হৃদয় ১১, মাহমুদউল্লাহ ২, মুশফিক ১, রিশাদ ১, তাসকিন ০, শরিফুল ১, মুস্তাফিজ ৩*; ফারুকি ৪-০-২২-০, গাজানফার ৬.৩-১-২৬-৬, নাবি ৪.২-০-২৩-১্, ওমারজাই ৪.৪-০-১৬-১, নাইব ১-০-৯-০, রাশিদ ৮-০-২৮-২, খারোটে ৬-০-১৬-০)
06 Nov 2024, 11:08 PM
হৃদয়কে বোল্ড করলেন রাশিদ
রাশিদ খানের গুগলি পড়তে না পেরে বোল্ড হয়ে গেলেন বাংলাদেশের শেষ স্বীকৃত ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। ২১ বলে ১১ রান করলেন তিনি।
আল্লাহ্ মোহাম্মদ গাজানফার ও রাশিদের অসাধারণ বোলিংয়ে বড় জয়ের সামনে আফগানিস্তান।
৩৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ১৪২ রান। ক্রিজে শেষ দুই ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
06 Nov 2024, 11:05 PM
তাসকিনকে বোল্ড করে গাজানফারের '৫'
মুশফিকুর রহিমের মতো তাসকিন আহমেদও পড়তে পারলেন না আল্লাহ্ মোহাম্মদ গাজানফারের ক্যারম ডেলিভারি। প্রথম বলেই বোল্ড হয়ে গেলেন তিনি।
এক ওভারে তিন উইকেট নিয়ে ছয় ম্যাচের ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট পূর্ণ করলেন ১৮ বছর বয়সী রহস্য স্পিনার।
মাত্র ৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে পরাজয়ের দুয়ারে বাংলাদেশ।
৩৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১৩৮ রান। জয়ের জন্য প্রয়োজন আরও ৯৮ রান। ১৯ বলে ১১ রানে খেলছেন তাওহিদ হৃদয়। নতুন ব্যাটসম্যান শরিফুল ইসলাম।
06 Nov 2024, 11:03 PM
রিশাদকেও ফেরালেন গাজানফার
দলের বিপদ আরও বাড়িয়ে ২ বলে ১ রান করে ড্রেসিং রুমের পথ ধরলেন রিশাদ হোসেন। আল্লাহ্ মোহাম্মদ গাজানফারের বলে এলবিডব্লিউ হলেন তিনি।
রিভিউ অবশ্য নিয়েছিলেন রিশাদ। রিপ্লেতে দেখা যায়, স্টাম্পে হালকা ছুঁয়ে যেত বল। কিন্তু মাঠের আম্পায়ার 'আউট' দেওয়ায় বদলায়নি সিদ্ধান্ত।
মাত্র ৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে এখন পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ। নতুন ব্যাটসম্যান তাসকিন আহমেদ। ১৯ বলে ১১ রানে খেলছেন তাওহিদ হৃদয়।
৩২.৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৩৮ রান।
06 Nov 2024, 10:56 PM
এলেন আর গেলেন মুশফিক
আল্লাহ্ মোহাম্মদ গাজানফারের ক্যারম ডেলিভারি যেন কিছুই বুঝতে পারলেন না মুশফিকুর রহিম। অন সাইডে খেলার চেষ্টায় ভারসাম্য হারিয়ে ক্রিজের বাইরে চলে আসেন তিনি। বল ধরে স্টাম্প ভাঙতে সময় নেননি ইকরাম আলি খিল।
৩ বলে ১ রান করে ফিরলেন মুশফিক।
পরপর তিন ওভারে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গেল বাংলাদেশ। ক্রিজে নতুন ব্যাটসম্যান রিশাদ হোসেন। ১৭ বলে ১০ রানে খেলছেন তাওহিদ হৃদয়।
৩২.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩৬ রান। জয়ের জন্য প্রয়োজন আরও ১০০ রান।
06 Nov 2024, 10:53 PM
রাশিদের গুগলিতে বোল্ড মাহমুদউল্লাহ
পরপর দুই ওভারে দুই উইকেট হারাল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের পর ড্রেসিং রুমের পথ ধরলেন মাহমুদউল্লাহ। রাশিদ খানের গুগলি পড়তে ব্যর্থ হয়ে বোল্ড হলেন ৫ বলে ২ রান করা অভিজ্ঞ ব্যাটসম্যান।
৩১.৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৩৫ রান। তাওহিদ হৃদয়কে সঙ্গ দিতে সাত নম্বরে নামলেন মুশফিকুর রহিম। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর এই প্রথম এত নিচে নামলেন তিনি।
06 Nov 2024, 10:50 PM
মিরাজকে ফেরালেন গাজানফার
নাজমুল হোসেন শান্তর বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারলেন না মেহেদী হাসান মিরাজ। আল্লাহ্ মোহাম্মদ গাজানফারের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি সুইপ করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দিলেন তিনি। বেশ কিছুটা পথ দৌড়ে দারুণ ক্যাচ নিলেন আজমাতউল্লাহ ওমারজাই।
এক ছক্কায় ২৮ রান করতে ৫২ বল খেলেন মিরাজ। ক্রিজে দুই নতুন ব্যাটসম্যান তাওহিদ হৃদয় ও মাহমুদউল্লাহ।
৩১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৩৩ রান।
06 Nov 2024, 10:31 PM
শান্তকে ফেরালেন নাবি
মোহাম্মাদ নাবির অফ স্টাম্পের বাইরের ডেলিভারি বেশ দূর থেকে সুইপ করার চেষ্টায় হাওয়ায় ভাসিয়ে দিলেন নাজমুল হোসেন শান্ত। সহজ ক্যাচ পেলেও প্রায় ফেলেই দিয়েছিলেন হাশমাতউল্লাহ শাহিদি। তিনবারের চেষ্টায় বল নিয়ন্ত্রণে নিয়ে বাংলাদেশ অধিনায়কের বিদায় নিশ্চিত করেন আফগান অধিনায়ক।
৪ চার ও ২ ছক্কায় ৬৮ বলে ৪৭ রান করেন শান্ত। তার বিদায়ে ভাঙল ৫৫ রানের তৃতীয় উইকেট জুটি।
ক্রিজে নতুন ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। ৩৮ বলে ২৬ রানে অপরাজিত মেহেদী হাসান মিরাজ।
২৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১২১ রান।
06 Nov 2024, 10:30 PM
ইনিংসের মাঝপথে বাংলাদেশও মাঝপথে
রান তাড়ায় যেন নিখুঁত ভারসাম্য বজায় রেখেছে বাংলাদেশ। ইনিংসের মাঝপথে অর্থাৎ ২৫ ওভারে তারা ২ উইকেট হারিয়ে করেছে লক্ষ্যের ঠিক অর্ধেক, ১১৮ রান। বাকি ২৫ ওভারে করতে হবে আরও ১১৮ রান।
06 Nov 2024, 10:24 PM
শান্ত-মিরাজ জুটির পঞ্চাশ
পরপর দুই উইকেটে পঞ্চাশছোঁয়া জুটি পেল বাংলাদেশ। সৌম্য সরকারের পর মেহেদী হাসান মিরাজের সঙ্গেও পঞ্চাশ রানের জোট বাধলেন নাজমুল হোসেন শান্ত।
২৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১১৫ রান। শান্ত ৬১ বলে ৪৫ ও মিরাজ ৪৫ বলে ২৪ রানে অপরাজিত।
জয়ের জন্য ২৬ ওভারে প্রয়োজন আরও ১২১ রান।
06 Nov 2024, 10:10 PM
২০ ওভারে বাংলাদেশের একশ
পাওয়ার প্লেতে ইতিবাচক শুরুর পর কিছুটা কমেছে বাংলাদেশের রানের গতি। নবম ওভারে পঞ্চাশ পূর্ণ করলেও একশতে যেতে খেলতে হয়েছে আরও ১১ ওভার। মোহাম্মাদ নাবির বলে রিভার্স সুইপে চার মেরে দলের একশ পূর্ণ করেছেন নাজমুল হোসেন শান্ত।
২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০১ রান। শান্ত ৪৯ বলে ৪২ ও মেহেদী হাসান মিরাজ ২২ বলে ১৪ রানে অপরাজিত।
শেষ ৩০ ওভারে করতে হবে আরও ১৩৫ রান।
06 Nov 2024, 10:02 PM
রিভিউ শেষ আফগানিস্তানের
১৭ ওভারের মধ্যে নিজেদের দুটি রিভিউ হারিয়ে ফেলল আফগানিস্তান। ইনিংসের বাকি সময় তাই আর রিভিউ নিতে পারবে না তারা।
রাশিদ খানের গুগলিতে পেছনের পায়ে খেলার চেষ্টায় ব্যাটে লাগাতে পারেননি নাজমুল হোসেন শান্ত। জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। তবে আত্মবিশ্বাসী ছিলেন রাশিদ। তাই রিভিউ নেন হাশমাতউল্লাহ শাহিদি।
রিপ্লেতে দেখা যায়, লেগ স্টাম্প লাইনের বাইরে পড়েছে বল। তাই বহাল থাকে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত।
১৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮৬ রান। শান্ত ৩৯ বলে ৩৫ ও মেহেদী হাসান মিরাজ ১৪ বলে ৭ রানে অপরাজিত।
৩৩ ওভারে প্রয়োজন আর ১৫০ রান।
06 Nov 2024, 09:57 PM
আরেকবার বেঁচে গেলেন মিরাজ
রাশিদ খানের লেগ স্পিন ডেলিভারি যেন কিছুই বুঝলেন না মেহেদী হাসান মিরাজ। ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে গেল স্লিপে। কিন্তু ক্যাচ নিতে পারলেন না গুলবাদিন নাইব। উল্টো ৩ রান পেয়ে গেলেন ৪ রানে দ্বিতীয় জীবন পাওয়া মিরাজ।
06 Nov 2024, 09:40 PM
জীবন পেলেন মিরাজ
ব্যাটিংয়ে নেমে শুরুতেই বেঁচে গেলেন মেহেদী হাসান মিরাজ। আজমাতউল্লাহ ওমারজাইয়ের অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করার চেষ্টায় স্লিপে ক্যাচ দেন তিনি। তবে সহজ ক্যাচ নিতে পারেননি মোহাম্মাদ নাবি। ১ রানে জীবন পান মিরাজ।
১৩.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৭ রান। জয় থেকে আরও ১৬৯ রান দূরে তারা।
06 Nov 2024, 09:34 PM
ছক্কার চেষ্টায় অক্কা সৌম্য
ঘটনাবহুল ১২তম ওভারের শেষ বলে সাফল্য পেলেন আজমাতউল্লাহ ওমারজাই। শর্ট বলে পুল করে ছক্কা মারার চেষ্টায় ডিপ ফাইন লেগে ক্যাচ দিলেন সৌম্য সরকার।
ভালো শুরু করেও শেষ দিকে রানের জন্য হাঁসফাঁশ করতে করতে ৬ চারে ৪৫ বলে ৩৩ রানে ফিরলেন বাঁহাতি ওপেনার।
চার নম্বরে নামলেন মেহেদী হাসান মিরাজ। ৯৮ ম্যাচের ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বার চার নম্বরে ব্যাটিংয়ে এলেন তিনি।
১২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৫ রান। ২৩ বলে ২২ রানে অপরাজিত নাজমুল হোসেন শান্ত।
06 Nov 2024, 09:31 PM
আফগানিস্তানের ব্যর্থ রিভিউ
১২তম ওভারে নিজেদের প্রথম রিভিউ হারাল আফগানিস্তান। আজমাতউল্লাহ ওমারজাইয়ের বলে সৌম্য সরকারের বিরুদ্ধে এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। একদম শেষ মুহূর্তে রিভিউ নেন হাশমাতউল্লাহ শাহিদি।
রিপ্লেতে দেখা যায়, লেগ স্টাম্প লাইনের অনেক বাইরে পড়েছে বল। তাই বিপদ ঘটেনি ৩৩ রানে থাকা সৌম্যর।
06 Nov 2024, 09:22 PM
পাওয়ার প্লেতে ১ উইকেটে ৫৪
রান তাড়ায় ইতিবাচক শুরু করল বাংলাদেশ। প্রথম পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৫৪ রান।
চতুর্থ ওভারে তানজিদ হাসানের বিদায়ের পর আর বিপদ ঘটতে দেননি সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। সাবলীল ব্যাটিংয়ে বলের সঙ্গে পাল্লা দিয়েই এগোচ্ছেন দুই বাঁহাতি ব্যাটসম্যান।
সৌম্য ৩৭ বলে ৩২ ও শান্ত ১৯ বলে ১৭ রানে অপরাজিত।
06 Nov 2024, 09:17 PM
৯ ওভারে বাংলাদেশের পঞ্চাশ
আল্লাহ্ মোহাম্মদ গাজানফারের ফ্রি হিট বলে সোজা ছক্কা মারলেন নাজমুল হোসেন শান্ত। পরের বল ফাইন লেগ দিয়ে মারলেন চার। ৯ ওভারেই পঞ্চাশ পূর্ণ হয়ে গেল বাংলাদেশের।
৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৫৩ রান। শান্ত ১৯ বলে ১৭ ও সৌম্য সরকার ৩১ বলে ২৮ রানে অপরাজিত।
৪১ ওভারে প্রয়োজন আরও ১৮৩ রান।
06 Nov 2024, 09:11 PM
দুই বল করে মাঠ ছাড়লেন নাবি
অষ্টম ওভারে আক্রমণে এসে দ্বিতীয় বলে বাউন্ডারি হজম করলেন মোহাম্মদ নাবি। এরপর আর বোলিং করতে পারলেন না অভিজ্ঞ স্পিনার। পেশিতে টান অনুভব করায় মাঠ ছেড়ে গেলেন তিনি। বদলি ফিল্ডার হিসেবে এলেন দারভিশ রাসুলি।
নাবির বদলে ওভার শেষ করেছেন আজমাতউল্লাহ ওমারজাই। ওভারে দুটি বাউন্ডারিসহ সব মিলিয়ে ১০ রান পেয়েছে বাংলাদেশ।
৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৩৯ রান। সৌম্য সরকার ৩০ বলে ২৮ ও নাজমুল হোসেন শান্ত ১৩ বলে ৬ রানে অপরাজিত।
৪২ ওভারে করতে হবে আরও ১৯৭ রান।
06 Nov 2024, 08:50 PM
শুরুতেই তানজিদের বিদায়
রান তাড়ায় বেশিক্ষণ টিকতে পারলেন না তানজিদ হাসান। চতুর্থ ওভারে আল্লাহ্ মোহাম্মদ গাজানফারের প্রথম বলে বোল্ড হয়ে গেলেন বাঁহাতি ওপেনার। কিছুটা নিচু হয়ে যাওয়া ডেলিভারি তানজিদের রক্ষণ ভেদ করে আঘাত হানে স্টাম্পে।
৫ বলে ৩ রান করেন তানজিদ। ক্রিজে নতুন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। ১৪ বলে ৭ রানে খেলছেন সৌম্য সরকার।
৩.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১২ রান।
06 Nov 2024, 08:44 PM
পেস-স্পিন দিয়ে শুরু আফগানিস্তানের
এক প্রান্তে পেসার ও অন্য প্রান্তে স্পিনার দিয়ে ইনিংস শুরু করল আফগানিস্তান। বাঁহাতি পেসার ফাজালহাক ফারুকির সঙ্গে আরেক নতুন বল নিলেন রহস্য স্পিনার আল্লাহ্ মোহাম্মদ গাজানফার।
ইনিংসের প্রথম ডেলিভারি ওয়াইড করেন ফারুকি। পরে প্রথম বৈধ ডেলিভারিতে চমৎকার কভার ড্রাইভে বাউন্ডারি মারেন সৌম্য সরকার। এরপর প্রথম দুই ওভারে আর বাউন্ডারি হয়নি।
২ ওভারে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১০ রান। সৌম্য ৮ বলে ৫ ও তানজিদ হাসান ৪ বলে ৩ রানে খেলছেন।
06 Nov 2024, 08:39 PM
আফগানিস্তানের উইকেটরক্ষক পরিবর্তন
চোটের কারণে ফিল্ডিং করতে নামেননি আফগান উইকেটরক্ষক রহমানউল্লাহ গুরবাজ। এই ওপেনারের পরিবর্তে কিপিং গ্লাভস নিয়েছেন বদলি উইকেটরক্ষক ইকরাম আলি খিল।
06 Nov 2024, 08:08 PM
২৩৬ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
টস হেরে ফিল্ডিংয়ে নেমে বল হাতে দারুণ শুরুর পরও আফগানিস্তানকে দুইশর আগে থামাতে পারল না বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে শতকছোঁয়া জুটির সৌজন্যে ২৩৫ রান করল আফগানরা।
পাওয়ার প্লের ভেতরে ৪ উইকেট নিয়ে আফগানিস্তানকে চাপে ফেলে দিয়েছিল বাংলাদেশ। পরে ২০ ওভার হওয়ার আগে ফেরেন গুলবাদিন নাইবও।
এরপর প্রতিরোধ গড়েন হাশমাতউল্লাহ শাহিদি ও মোহাম্মদ নাবি। দুজন মিলে ষষ্ঠ উইকেট জুটিতে যোগ করেন ১০৪ রান। শাহিদি ৯২ বলে ৫২ ও নাবি ৭৯ বলে করেন ৮৫ রান।
শেষ দিকে ২৮ বলে ২৭ রানের মূল্যবান ইনিংস খেলেন নানগেয়ালিয়া খারোটে।
বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ৪৯.৪ ওভারে ২৩৫ (গুরবাজ ৫, সেদিকউল্লাহ ২১, রেহমাত ২, শাহিদি ৫২, ওমারজাই ০, নাইব ২২, নাবি ৮৪, রাশিদ ১০, খারোটে ২৭*, ফাজানফার ০, ফারুকি ০; শরিফুল ৯.৪-০-৩৪-১, তাসকিন ১০-০-৫৩-৪, মুস্তাফিজ ১০-০-৫৮-৪, মিরাজ ১০-০৩০-০, রিশাদ ৮-০-৪৪-০, মাহমুদউল্লাহ ২-০-১১-০)
06 Nov 2024, 07:56 PM
তাসকিন-মুস্তাফিজের রেকর্ড
হাশমাতউল্লাহ শাহিদিকে ফিরিয়ে চতুর্থ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। আল্লাহ্ মোহাম্মদ গাজানফারকে বোল্ড করে তাসকিন আহমেদও নিয়েছেন নিজের চতুর্থ উইকেট।
ওয়ানডেতে এই প্রথম একই ম্যাচে ৪ বা এর বেশি উইকেট পেলেন বাংলাদেশের দুই পেসার।
06 Nov 2024, 07:55 PM
গাজানফারকে বোল্ড করলেন তাসকিন
নিজের শেষ ওভারে পরপর দুই বলে উইকেট নিলেন তাসকিন আহমেদ। মোহাম্মাদ নাবির পর তিনি বোল্ড করে দিলেন আল্লাহ্ মোহাম্মাদ গাজানফারকে।
হ্যাটট্রিক বল অবশ্য ঠেকিয়ে দিয়েছেন ফাজালহাক ফারুকি। ওভারের শেষ বলে এলবিডব্লিউ আউট দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে নিজের উইকেট বাঁচিয়েছেন ফারুকি।
৪৮ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৯ উইকেটে ২১৯ রান। ক্রিজে দুই ব্যাটসম্যান ফারুকি ও নানগেয়ালিয়া খারোটে।
১০ ওভারে ৫৩ রনে ৪ উইকেট নিলেন তাসকিন।
06 Nov 2024, 07:50 PM
নাবিকে ফিরিয়ে তাসকিনের তৃতীয় শিকার
৪৮তম ওভারে নিজের কোটার শেষ ওভার করতে এসে মোহাম্মদ নাবিকে আউট করলেন তাসকিন আহমেদ। শর্ট বলে পুল করার চেষ্টায় ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরলেন অভিজ্ঞ অলরাউন্ডার।
৪ চার ও ৩ ছক্কায় ৭৯ বলে ৮৪ রান করেন নাবি।
৪৭.৩ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ২১৯ রান। ক্রিজে নতুন ব্যাটসম্যান আল্লাহ্ মোহাম্মদ গাজানফার। ১৮ বলে ১১ রানে অপরাজিত নানগেয়ালিয়া খারোটে।
06 Nov 2024, 07:28 PM
টিকলেন না রাশিদ
দ্রুত রান বাড়ানোর অভিযানে বেশিক্ষণ টিকতে পারলেন না রাশিদ খান। শরিফুল ইসলামের শর্ট বল পুল করতে গিয়ে মিড উইকেটে মুস্তাফিজুর রহমানের হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরলেন ১১ বলে ১০ রান করা স্পিন অলরাউন্ডার।
ক্রিজে নতুন ব্যাটসম্যান নানগেয়ালিয়া খারোটে। ৬৮ বলে ৭০ রানে অপরাজিত মোহাম্মাদ নাবি।
৪৩ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১৮৯ রান।
06 Nov 2024, 07:23 PM
শতরানের জুটি ভাঙলেন মুস্তাফিজ
নতুন স্পেলে বোলিংয়ে ফিরেই জুটি ভাঙলেন মুস্তাফিজুর রহমান। অফ স্টাম্পের বাইরের বল স্টাম্পে টেনে এনে ড্রেসিং রুমে ফিরলেন হাশমাতউল্লাহ শাহিদি। ২ চারে ৯২ বলে ৫২ রান করেন আফগান অধিনায়ক।
ম্যাচের মুস্তাফিজের এটি চতুর্থ উইকেট। এই প্রথম আফগানিস্তানের বিপক্ষে ৪ উইকেট পেলেন বাঁহাতি পেসার।
৪১ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ১৭৯ রান। নতুন ব্যাটসম্যান রাশিদ খান। ৬৫ বলে ৬৬ রানে খেলছেন মোহাম্মাদ নাবি।
06 Nov 2024, 07:22 PM
শাহিদি-নাবির জুটিতে একশ
২০ ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলার চাপ সামাল দিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন হাশমাতউল্লাহ শাহিদি ও মোহাম্মাদ নাবি। এরই মধ্যে দুজন মিলে গড়েছেন একশ রানের জুটি, ১১৬ বলে। পাঁচ উইকেট পড়ার পর বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দ্বিতীয় শতকছোঁয়া জুটি এটি।
৪০ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ১৭৪ রান। নাবি ৬৪ বলে ৬৫ ও শাহিদি ৯১ বলে ৫২ রানে অপরাজিত।
06 Nov 2024, 07:14 PM
অল্পের জন্য বাঁচলেন শাহিদি
মেহেদী হাসান মিরাজের অফ স্টাম্পের বাইরের বল মিড অফের দিকে খেলেই রানের জন্য বেরিয়ে গেলেন হাশমাতউল্লাহ শাহিদি। কিন্তু ক্রিজ ছাড়লেন না মোহাম্মদ নাবি। রিশাদ হোসেন বল থামিয়ে দেওয়ার সময় প্রায় মাঝ পিচে শাহিদি।
বল ধরে থ্রো করতে কিছুটা সময় লাগিয়ে ফেলেন রিশাদ। সেই সুযোগ দ্রুত ক্রিজে ফিরে যান আফগানিস্তান অধিনায়ক। রিশাদের থ্রো ধরে মুশফিকুর রহিম স্টাম্প ভাঙলেও অল্পের জন্য বেঁচে যান ৫০ রানে থাকা বাঁহাতি ব্যাটসম্যান।
বেশ কয়েকবার রিপ্লে দেখে নট আউটের সিদ্ধান্ত জানান টিভি আম্পায়ার।
06 Nov 2024, 07:13 PM
নাবির পর শাহিদির পঞ্চাশ
দলের চরম বিপদের মুহূর্তে একপ্রান্ত আগলে রেখে দারুণ ফিফটি করলেন হাশমাতউল্লাহ শাহিদি। দুই চারে পঞ্চাশ ছুঁতে ৮৭ বল খেলেন আফগান অধিনায়ক।
ওয়ানডেতে শাহিদির ২২তম ফিফটি এটি, বাংলাদেশের বিপক্ষে পঞ্চম।
৩৯ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ১৭০ রান। শাহিদি ৮৭ বলে ৫০ ও মোহাম্মাদ নাবি ৬২ বলে ৬৩ রানে অপরাজিত।
06 Nov 2024, 07:08 PM
পঞ্চাশ ছুঁয়ে নাবির রেকর্ড
৩৯ বলে ৩১০ দিন বয়সে ফিফটি করে ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে পঞ্চাশছোঁয়া ইনিংস খেলা সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়লেন মোহাম্মদ নাবি।
২০০৯ সালে ৩৯ বছর ১৯৮ দিন বয়সে ৫৪ রানের ইনিংস খেলেছিলেন শ্রীলঙ্কার ব্যাটিং গ্রেট সানাথ জায়াসুরিয়া।
06 Nov 2024, 07:08 PM
দারুণ ব্যাটিংয়ে নাবির পঞ্চাশ
চাপের মুখে ক্রিজে গিয়ে চমৎকার ব্যাটিং করছেন মোহাম্মাদ নাবি। এরই মধ্যে করে ফেলেছেন ফিফটি, ৫২ বলে। বাংলাদেশের বিপক্ষে এটিই তার প্রথম পঞ্চাশ, সব মিলিয়ে ১৭তম।
ফিফটি করে পরের বলেই ক্যাচ তুলেছিলেন নাবি। কিন্তু লং অফ থেকে দৌড়ে এসে নাগাল পাননি মাহমুদউল্লাহ।
৩৮ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ১৬৪ রান। নাবি ৫৮ বলে ৫৮ ও হাশমাতউল্লাহ শাহিদি ৮৫ বলে ৪৯ রানে অপরাজিত।
06 Nov 2024, 06:53 PM
সুযোগ হারাল বাংলাদেশ
মোহাম্মাদ নাবির বিরুদ্ধে রিভিউ নিলেন না নাজমুল হোসেন শান্ত। জুটি ভাঙার দারুণ সুযোগ হারাল বাংলাদেশ।
রিশাদ হোসেনের মিডল স্টাম্পের ডেলিভারি সুইপ করার চেষ্টায় ব্যাটে লাগাতে পারেননি নাবি। বল তার প্যাডে লাগার পর জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। বেশ কিছুক্ষণ আলোচনার পর রিভিউ না নেওয়ার সিদ্ধান্ত নেন শান্ত।
পরে রিপ্লেতে দেখা যায়, নাবির ব্যাট বা গ্লাভসের কোনো অংশে লাগেনি বল এবং সোজা মিডল স্টাম্পে আঘাত করত সেটি। তখন ৩৭ রানে ছিলেন নাবি।
৩৫ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ১৪৮ রান। নাবি ৪৫ বলে ৪৫ ও হাশমাতউল্লাহ শাহিদি ৮০ বলে ৪৬ রানে অপরাজিত। দুজনের জুটির সংগ্রহ ৮৯ বলে ৭৭ রান।
06 Nov 2024, 06:33 PM
শাহিদি-নাবি জুটির পঞ্চাশ
ব্যাটিং লাইন-আপের অর্ধেক হারিয়ে ফেলার পর প্রতিরোধ গড়েছেন হাশমাতউল্লাহ শাহিদি ও মোহাম্মদ নাবি। ষষ্ঠ উইকেটে এরই মধ্যে পঞ্চাশ রানের জুটি গড়ে ফেলেছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান, ৫৬ বলে।
ক্রিজে যাওয়ার পর শুরু থেকেই সাবলীল ব্যাটিংয়ে দ্রুত রান করছেন নাবি। ১ চার ও ২ ছক্কায় ২৯ বলে ৩১ রানে অপরাজিত তিনি। অন্য প্রান্তে ৬৬ বলে ৩৭ রানে খেলছেন শাহিদি।
৩০ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ১২৪ রান।
প্রথম দুই ওভারে ৩ উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমানকে নতুন স্পেলে বোলিংয়ে এনেছেন নাজমুল হোসেন শান্ত। মেহেদী হাসান মিরাজ ৭ ওভারে মাত্র ১৬ রান খরচ করেছেন। তবে এখন পর্যন্ত কোনো উইকেট পাননি।
06 Nov 2024, 06:17 PM
২৬ ওভারে আফগানিস্তানের একশ
শুরুর ধাক্কা সামলে ধীরে ধীরে গুছিয়ে নিতে শুরু করেছে আফগানিস্তান। ১৪ ওভারে পঞ্চাশ রান করার পর একশ ছুঁতে তারা খেলেছে আরও ১২ ওভার।
সাত নম্বরে নেমে রানের গতি বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছেন মোহাম্মাদ নাবি। এরই মধ্যে রিশাদ হোসেনের বলে দুইটি ছক্কা মেরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার। দ্বিতীয় ছক্কায় হারিয়ে গেছে বল। তাই আরেকটি বল আনতে বাধ্য হয়েছেন আম্পায়াররা।
২৬.২ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ১০৭ রান। নাবি ১৯ বলে ২৭ ও হাশমাতউল্লাহ শাহিদি ৫৪ বলে ২৬ রানে অপরাজিত। দুজনের জুটির সংগ্রহ ৩৬ রান। যা এখন পর্যন্ত ইনিংসে সর্বোচ্চ।
06 Nov 2024, 05:51 PM
তাসকিনের দ্বিতীয় শিকার নাইব
নতুন স্পেলে বোলিংয়ে ফিরে দ্বিতীয় ওভারে কিছুটা এলোমেলো বোলিং করছিলেন তাসকিন আহমেদ। তবে গুলবাদিন নাইবের বাজে শটে ওভারের শেষ বলে সাফল্য পেয়ে গেলেন অভিজ্ঞ পেসার।
হাশমাতউল্লাহ শাহিদির সঙ্গে জুটি গড়ার চেষ্টায় অনেকটা পথ এগিয়ে গিয়ে ড্রেসিং রুমে ফিরলেন নাইব। অফ স্টাম্পের ওপর শর্ট অব লেংথ ডেলিভারি পুল করে সোজা শর্ট মিড উইকেটে থাকা তানজিদ হাসানের হাতে ক্যাচ দেন অভিজ্ঞ অলরাউন্ডার।
৩ চারে ৩২ বলে ২২ রান করে আউট হন নাইব। তার বিদায়ে ভাঙল ৩৬ রানের পঞ্চম উইকেট জুটি।
২০ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৭১ রান। শাহিদি ৩৫ বলে ১৮ রানে অপরাজিত। নতুন ব্যাটসম্যান বাংলাদেশকে অনেকবার ভোগানো মোহাম্মদ নাবি।
06 Nov 2024, 05:26 PM
১৪তম ওভারে আফগানিস্তানের পঞ্চাশ
টস জিতে ব্যাটিং নিয়ে তেমন সুবিধা করতে পারছে না আফগানিস্তান। দলীয় পঞ্চাশ ছুঁতে তাদের খেলতে হয়েছে ১৪তম ওভার পর্যন্ত।
পাওয়ার প্লের ভেতরে ৪ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ার অভিযানে নেমেছেন হাশমাতউলাহ শাহিদি ও গুলবাদিল নাইব। ২৫ বলে আপাতত ১৫ রানের জুটি গড়েছেন তারা।
১৪ ওভারে আফগানদের সংগ্রহ ৪ উইকেটে ৫০ রান। শাহিদি ১৬ বলে ১০ ও নাইব ১৫ বলে ৯ রানে অপরাজিত।
06 Nov 2024, 05:10 PM
পাওয়ার প্লেতে ৪ উইকেট
টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত হলো বাংলাদেশের। পাওয়ার প্লেতে তারা নিল ৪ উইকেট। বিপরীতে আফগানিস্তানের সংগ্রহ মাত্র ৩৬ রান।
দ্বিতীয় ওভারে রহমানউল্লাহ গুরবাজকে ফিরিয়ে শুরুটা করেন তাসকিন আহমেদ। পরে অষ্টম ওভারে বোলিংয়ে এসে পরপর দুই ওভারে তিন উইকেট নেন মুস্তাফিজুর রহমান।
কোনো উইকেট না পেলেও ৫ ওভারের প্রথম স্পেলে মাত্র ১২ রান দেন শরিফুল ইসলাম।
পাওয়ার প্লে শেষ হতেই প্রথম স্পিনার হিসেবে মেহেদী হাসান মিরাজকে আক্রমণে আনেন নাজমুল হোসেন শান্ত।
06 Nov 2024, 05:10 PM
ওমারজাইকেও ফেরালেন মুস্তাফিজ
ক্রিজে গিয়ে টিকতে পারলেন না আজমাতউল্লাহ ওমারজাই। মুস্তাফিজুর রহমানের দ্বিতীয় ওভারে সেদিকউল্লাহ আটালের পর ড্রেসিং রুমে ফিরলেন পেস অলরাউন্ডার।
অফ স্টাম্প ঘেঁষে বেরিয়ে যাওয়া ডেলিভারি একদম শেষ মুহূর্তে খোঁচা মেরে কট বিহাইন্ড হন ওমারজাই। তিন বলে রানের খাতা খুলতে পারেননি তিনি।
ওয়ানডে ক্যারিয়ারে এই প্রথম পাওয়ার প্লের ভেতরে ৩ উইকেট নিলেন মুস্তাফিজ। ২ ওভারে মাত্র ৫ রানে তার শিকার ৩ উইকেট।
১০ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৩৬ রান। ক্রিজে দুই ব্যাটসম্যান হাশমাতউল্লাহ শাহিদি ও গুলবাদিন নাইব।
06 Nov 2024, 05:02 PM
মুস্তাফিজের দ্বিতীয় শিকার সেদিকউল্লাহ
পরপর দুই ওভারে দুই উইকেট নিলেন মুস্তাফিজুর রহমান। পাওয়ার প্লের মধ্যে টপ-অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারাল আফগানিস্তান।
মুস্তাফিজের ভেতরে ঢোকা ডেলিভারি অন ড্রাইভের চেষ্টায় ব্যাটে লাগাতে পারেননি সেদিকউল্লাহ আটাল। বল তার প্যাডে লাগতেই জোরাল আবেদনে আঙ্গুল তুলে দেন আম্পায়ার।
অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদির সঙ্গে আলোচনার পর রিভিউ না নিয়ে ড্রেসিং রুমের পথে হাঁটা দেন অভিষিক্ত সেদিকউল্লাহ। রিভিউ নিলেও অবশ্য ফায়দা হতো না। ৩ চারে ৩০ বলে ২১ রান করেন তরুণ বাঁহাতি ওপেনার।
ক্রিজে নতুন ব্যাটসম্যান আজমাতউল্লাহ ওমারজাই। ৬ বলে ৪ রানে খেলছেন শাহিদি।
৯.২ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৩৫ রান।
06 Nov 2024, 04:55 PM
রেহমাতকে ফেরালেন মুস্তাফিজ
অষ্টম ওভারে আক্রমণে এসেই সাফল্য পেলেন মুস্তাফিজুর রহমান। অফ স্টাম্পের বাইরে দিয়ে বের হয়ে যেতে থাকা ডেলিভারি দূর থেকে খেলার চেষ্টায় কট বিহাইন্ড হলেন রেহমাত শাহ।
২ রান করতে ১৩ বল খেলে বিদায় নিলেন আফগানিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান।
৭.২ ওভারে আফগানদের সংগ্রহ ২ উইকেটে ৩০ রান। নতুন ব্যাটসম্যান হাশমাতউল্লাহ শাহিদি। ২৪ বলে ২০ রানে অপরাজিত সেদিকউল্লাহ আটাল।
06 Nov 2024, 04:39 PM
ষষ্ঠ ওভারে বদলে গেল বল
পাঁচ ওভার খেলা হতেই ওপরের চামড়া সরে যাওয়ায় বদলাতে হলো বল। শুরুতে কাঁচি দিয়ে সরে যাওয়া চামড়া কেটে ফেলতে চেয়েছিলেন আম্পায়াররা। তবে পরে সেই ভাবনা থেকে সরে আসেন তারা। ষষ্ঠ ওভারের প্রথম বল করার পর চতুর্থ আম্পায়ারকে ডেকে নতুন বল নেন মাঠের দুই আম্পায়ার।
06 Nov 2024, 04:35 PM
ডিআরএস বিভ্রাট
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) বিড়ম্বনায় পড়ল দুই দল। তিন ওভারের মধ্যে দুইবার অচল হয়ে পড়ল ডিআরএস।
তৃতীয় ওভারে প্রথমবার বিকল হয়ে যায় ডিআরএস। তখন মাঠের আম্পায়াররা বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও দুই ব্যাটসম্যানকে এই কথা জানান। তবে প্রথম দফায় এক বলই আবার সচল হয়ে যায় এটি।
পঞ্চম ওভারের তিন বল হওয়ার পর আবার বন্ধ হয়ে যায় ডিআরএস কার্যক্রম। এখন পর্যন্ত ফেরেনি এটি।
৫.১ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ১ উইকেটে ১৯ রান। সেদিকউল্লাহ আটাল ১৯ বলে ১২ ও রেহমাত শাহ ৫ বলে ১ রানে অপরাজিত।
06 Nov 2024, 04:16 PM
শুরুতেই তাসকিনের আঘাত
তাসকিন আহমেদের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলার চেষ্টা করলেন রহমানউল্লাহ গুরবাজ। ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে গেল পেছনে। সহজেই ক্যাচ নিলেন মুশফিকুর রহিম। শুরুতেই সাফল্য পেল বাংলাদেশ।
৭ বলে ৫ রান করে ফিরলেন গুরবাজ। ক্রিজে নতুন ব্যাটসম্যান রেহমাত শাহ।
২ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৭ রান।
06 Nov 2024, 04:00 PM
সেদিকউল্লাহর অভিষেক, আফগান একাদশে ৫ অলরাউন্ডার
সম্প্রতি ইমার্জিং টিমস এশিয়া কাপে আলো ছড়িয়ে ওয়ানডে খেলার সুযোগ পেয়ে গেলেন সেদিকউল্লাহ আটাল। আফগানিস্তানের ৬৩তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেক হলো বাঁহাতি ওপেনারের।
আফগানিস্তান একাদশে অলরাউন্ডারসহ বিশেষজ্ঞ বোলার আছেন সাতজন। বাঁহাতি পেসার ফাজালহাক ফারুকি ও তরুণ রহস্য স্পিনার আল্লাহ্ মোহাম্মদ গাজানফারের সঙ্গে স্পিন অলরাউন্ডার হিসেবে থাকছেন মোহাম্মদ নাবি, রাশিদ খান ও নানগেয়ালিয়া খারোটে। আর পেস অলরাউন্ডার হিসেবে খেলছেন আজমাতউল্লাহ ওমারজাই ও গুলবাদিন নাইব।
দলের প্রয়োজনে রেহমাত শাহকেও হাত ঘোরাতে দেখা যেতে পারে।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ আটাল, রেহমাত শাহ, হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মাদ নাবি, গুলবাদিন নাইব, রাশিদ খান, আল্লাহ্ মোহাম্মদ গাজানফার, নানগেয়ালিয়া খারোটে, ফাজালহাক ফারুকি।
06 Nov 2024, 03:52 PM
ইতিহাস গড়ল শারজাহ
ক্রিকেট ইতিহাসের প্রথম স্টেডিয়াম হিসেবে ৩০০টি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অনন্য কীর্তি অর্জন করল শারজাহ ক্রিকেট স্টেডিয়াম।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচসহ এই মাঠে এখন পর্যন্ত ২৫৩টি ওয়ানডে, ৩৮টি টি-টোয়েন্টি ও ৯টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া আড়াইশর বেশি ম্যাচ আয়োজিত হয়েছে আর তিনটি মাঠে- অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ড (২৯১), মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (২৮৭) ও জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব (২৬৭)।
বাংলাদেশের মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ২১১টি আন্তর্জাতিক ম্যাচ।
06 Nov 2024, 03:51 PM
তিন পেসারের একাদশে স্পিনার রিশাদ-মিরাজ
প্রথম ওয়ানডেতে তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। অনুমেয়ভাবেই আছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
ভিসা জটিলতায় নাসুম আহমেদ দলের সঙ্গে যোগ দিতে না পারায় প্রথম ম্যাচে কোনো বাঁহাতি স্পিনার পাচ্ছে না বাংলাদেশ। স্পিন বিভাগে থাকছেন মেহেদী হাসান মিরাজ ও লেগ স্পিনার রিশাদ হোসেন।
দলের প্রয়োজনে হাত ঘোরাতে পারেন মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
06 Nov 2024, 03:34 PM
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
মুদ্রা নিক্ষেপ করলেন হাশমাতউল্লাহ শাহিদি। ভুল ডাকলেন নাজমুল হোসেন শান্ত। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত জানালেন আফগানিস্তান অধিনায়ক।
ফ্লাডলাইটের আলোর নিচে উইকেটে কিছুটা মুভমেন্ট পাওয়া যেতে পারে, এই ভাবনা থেকে পরে ফিল্ডিং করার কথা জানিয়েছেন শাহিদি।
দীর্ঘদিন পর শাহজাহতে খেলার রোমাঞ্চের কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক৷
06 Nov 2024, 03:21 PM
মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ
ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে সার্বিক পরিসংখ্যানে বেশ এগিয়ে বাংলাদেশ। মুখোমুখি ১৬ ম্যাচের ১০টি জিতেছে তারা। হেরেছে বাকি ৬টি। তবে দ্বিপাক্ষিক সিরিজে সবশেষ চার ম্যাচের তিনটিই জিতেছে আফগানিস্তান।
06 Nov 2024, 03:20 PM
আফগান চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ
সাদা পোশাকের ক্রিকেটে দুঃসময়ের প্রহরে ঘুরপাক খেতে থাকা বাংলাদেশ দল এবার নামছে নিজেদের পছন্দের সংস্করণ ওয়ানডেতে। প্রায় আট মাস পর একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে তারা।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মোট ৬টি ওয়ানডে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। এর তিনটি এই সিরিজেই। এই ছয় ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেদের গুছিয়ে নেওয়ার কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।