বাংলাদেশ: ৪৫.৫ ওভারে ২২৭
ওয়েস্ট ইন্ডিজ: ৩৬.৫ ওভারে ২৩০/৩
11 Dec 2024, 02:34 AM
৭ উইকেটে হার
দ্বিতীয় ওয়ানডেতে একদমই লড়াই করতে পারল না বাংলাদেশ। জেডেন সিলসের তোপে ব্যাটিংয়ে ১০ ওভারের মধ্যে তিন উইকেটের ধাক্কা সামাল দিয়ে বড় সংগ্রহ গড়তে পারল না সফরকারীরা। পরে ২২৭ রানের পুঁজি নিয়ে বিবর্ণ বোলিংয়ে ম্যাচ জমাতেই পারল না তারা।
দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে জিতল ওয়েস্ট ইন্ডিজ। ২২৮ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলল ৭৯ বল বাকি থাকতে।
বাংলাদেশের বিপক্ষে টানা চার সিরিজ হারার পর জিতল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ২০১০ সালের পর প্রথমবার বাংলাদেশকে এই সংস্করণে সিরিজে হারাল ওয়েস্ট ইন্ডিজ।
২২ রানে ৪ উইকেট নিয়ে সুর বেঁধে দিয়েছিলেন সিলস। ৩৬ রানে ২ উইকেট নিয়ে সঙ্গত করেছিলেন গুডাকেশ মোটি।
ব্যাটিংয়ে সেই কাজটা করেছেন ব্র্যান্ডন কিং। সহায়তা পেয়েছেন এভিন লুইস ও কেসি কার্টির। টপ অর্ডারের তিন ব্যাটসম্যান ভিত গড়ে দেওয়ার পর বাকিটা সেরেছেন শেই হোপ ও শেরফেইন রাদারফোর্ড।
ব্যাটিংয়ের মতো বোলিংও ভালো হয়নি বাংলাদেশের। নাহিদ রানা ছাড়া আর কেউ তেমন একটা ভাবাতে পারেননি ব্যাটসম্যানদের।
ফিল্ডিংও খুব একটা ভালো হয়নি। গ্রাউন্ড ফিল্ডিংয়ে আড়ষ্টতায় হাতছাড়া হয়েছে রান আউটের সুযোগ। হাত থেকে ছুটেছে দুটি ক্যাচ। দুবারই ফিল্ডার ছিলেন সৌম্য সরকার।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৫.৫ ওভারে ২২৭ (তানজিদ ৪৬, সৌম্য ২, লিটন ৪, মিরাজ ১, আফিফ ২৪, মাহমুদউল্লাহ ৬২, জাকের ৩, রিশাদ ০, তানজিম ৪৫, শরিফুল ১৫, নাহিদ ৪*; মিন্ডলি ৭-১-৪৫-১, সিলস ৯-১-২২-৪, শেফার্ড ৮.৫-১-৫০-১, গ্রেভস ৭-০-৪৪-১, মোটি ১০-১-৩৬-২, চেইস ৪-০-১৮-১)
ওয়েস্ট ইন্ডিজ: ৩৬.৫ ওভারে ২৩০/৩ (কিং ৮২, লুইস ৪৯, কার্টি ৪৫, হোপ ১৭*, রাদারফোর্ড ২৪*; শরিফুল ৬.৫-০-৫৪-০, তানজিম ৬-০-৪৫-০, মিরাজ ৫-০-২৪-০, নাহিদ ৮-০-৩৬-১, রিশাদ ৮-০-৫৩-১, আফিফ ৩-০-১২-১)
11 Dec 2024, 02:12 AM
আফিফের বলেই ফিরলেন কার্টি
সুযোগ কাজে লাগাতে পারলেন না কেসি কার্টি। আফিফ হোসেনের ওভারে জীবন পেয়ে পরের ওভারেই ফিরলেন তিনি।
আফিফের অ্যারাউন্ডার দা উইকেটের মন্থর ডেলিভারিতে সজোরে মেরেছিলেন কার্টি। কিন্তু টাইমিং হয়নি একবারেই, মাঝ ব্যাটেও নিতে পারেননি। কানায় লেগে ক্যাচ যায় শর্ট থার্ড ম্যানে। সেখানে কোনো ভুল করেননি নাহিদ রানা।
৪৭ বলে ৭ চারে ৪৫ রান করেন কার্টি।
৩৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ১৯৮। ক্রিজে শেই হোপের সঙ্গী দারুণ ছন্দে থাকা শেরফেইন রাদারফোর্ড।
11 Dec 2024, 02:02 AM
জীবন পেলেন কার্টি
কাভারে কঠিন সুযোগ নিতে পারলেন না সৌম্য সরকার। তার ব্যর্থতায় ৪০ রানে বেঁচে গেলেন কেসি কার্টি।
আক্রমণে এসেই উইকেট পেতে পারতেন আফিফ হোসেন। তার উপর চড়াও হওয়ার চেষ্টায় ক্যাচ দিয়েছিলেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান। লাফিয়ে হাত ছোঁয়ালেও দ্বিতীয় চেষ্টায় মুঠোয় নিতে পারেননি সৌম্য।
৩২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ২ উইকেটে ১৯৩।
11 Dec 2024, 01:48 AM
নাহিদের দারুণ ইয়র্কারে বোল্ড কিং
সেঞ্চুরির দিকে এগিয়ে যাওয়া ব্র্যান্ডন কিংকে থামালেন নাহিদ রানা। গতিময় দারুণ ইয়র্কারে তিনি ভাঙলেন ৪৮ বল স্থায়ী ৬৬ রানের জুটি।
গতির সঙ্গে পেরে উঠেননি কিং। নাহিদর নিখুঁত ইয়র্কারের মোকাবেলা দেরি করার মাশুল দেন বোল্ড হয়ে।
৭৬ বলে তিন ছক্কা ও আট চারে ৮২ রান করেন কিং।
২৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ২ উইকেটে ১৭৭। ক্রিজে কেসি কার্টির সঙ্গী শেই হোপ।
11 Dec 2024, 01:31 AM
৩২ বলে জুটির পঞ্চাশ
এভিন লুইসের বিদায়ের পর আরও বেড়েছে ক্যারিবিয়ানদের রানের গতি! ক্রিজে গিয়েই শট খেলতে শুরু করেছেন কেসি কার্টি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে সেঞ্চুরির দিকে এগোচ্ছেন ব্র্যান্ডন কিং। তাদের ছুটি পঞ্চাশ ছুঁয়েছে কেবল ৩২ বলে।
২৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ১৬৪। ৭২ বলে ৮০ রানে খেলছেন কিং। ২২ বলে কার্টির রান ২২।
২৪ ওভারে আর কেবল ৬৪ রান চাই স্বাগতিকদের।
11 Dec 2024, 01:08 AM
৪৯ রানে লুইসকে থামালেন রিশাদ
ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি ভাঙলেন রিশাদ হোসেন। ৪৯ রানে ফিরে গেলেন এভিন লুইস।
বোলারের মাথার উপর দিয়ে বল পাঠিয়ে পঞ্চাশ ছুঁতে চেয়েছিলেন বাঁহাতি ওপেনার। টাইমিং করতে পারেননি তিনি। সহজ ফিরতি ক্যাচ নেন রিশাদ। ভাঙে ১২১ বল স্থায়ী ১০৯ রানের জুটি।
আগের ওভারে নাহিদ রানার গতিময় ডেলভারিতে চোট পেয়েছিলেন লুইস। এরপর খুব একটা স্বচ্ছন্দ ছিলেন না তিনি। শেষ পর্যন্ত ফিরলেন ৪৯ রানে। তার ৬২ বলের ইনিংসে চারটি ছক্কার পাশে চার দুটি।
২১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ১১২। ক্রিজে ব্র্যান্ডন কিংয়ের সঙ্গী কেসি কার্টি।
11 Dec 2024, 01:01 AM
শুরুর জুটিতে একশ
ব্র্যান্ডন কিং ও এভিন লুইসের ব্যাটে দারুণ সূচনা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২২৭ রান তাড়ায় দুই ওপেনার স্বাগতিকদের এনে দিয়েছেন শতরানের জুটি, ১১৪ বলে।
২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান বিনা উইকেটে ১০৯। ৫৯ বলে আট চারে ৫৩ রানে ব্যাট করছেন ব্র্যান্ডন কিং। ৬১ বলে চার ছক্কা ও দুই চারে এভিন লুইসের রান ৪৯।
11 Dec 2024, 12:47 AM
৫২ বলে কিংয়ের পঞ্চাশ
শুরু থেকে সাবলীল ব্যাটিংয়ে এগোনো কিং ছুঁয়েছেন পঞ্চাশ, ৫২ বলে। বেশি দূর নন আরেক ওপেনার এভিন লুইসও।
আক্রমণে এসে দ্বিতীয় বলে বাউন্ডারি হজম করেছেন রিশাদ হোসেন। সেই শটেই পঞ্চাশ ছুঁয়েছেন কিং।
১৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান বিনা উইকেটে ৯৪। ৫৩ বলে ৮ চারে ৫১ রানে ব্যাট করছেন কিং। ৪৯ বলে লুইসের রান ৩৮।
11 Dec 2024, 12:30 AM
লুইসের ক্যাচ ছাড়লেন সৌম্য
ওয়েস্ট ইন্ডিজকে ভালো শুরু এনে দেওয়া উদ্বোধনী জুটি ভাঙার সুযোগ হাতছাগড়া করলেন সৌম্য সরকার। মেহেদী হাসান মিরাজকে ছক্কায় ওড়ানোর পর পুনরাবৃত্তির চেষ্টায় লং অনে ক্যাচ দেন এভিন লুইস। ছুটে এসে ডাইভ দিয়ে হাত ছোঁয়ালেও মুঠোয় রাখতে পারেননি সৌম্য।
সে সময় ২৮ রানে ছিলেন লুইস। জুটির রান ছিল ৭৫।
১৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান বিনা উইকেটে ৭৬। ৪৫ বলে ৪২ রানে খেলছেন ব্র্যান্ডন কিং। ৩৯ বলে লুইসের রান ২৯।
11 Dec 2024, 12:09 AM
শুরুর জুটিতে পঞ্চাশ
শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছেন ব্র্যান্ডন কিং। নড়বড়ে শুরুর পর তার সঙ্গে যোগ দিয়েছেন এভিন লুইস। ৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজের শুরুর জুটি ছুঁয়েছে পঞ্চাশ।
৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান বিনা উইকেটে ৫০। ২৬ বলে ২৬ রানে খেলছেন কিং। ২৮ বলে লুইসের রান ২০।
জয়ের জন্য ৪১ ওভারে আর ১৭৮ রান চাই স্বাগতিকদের।
10 Dec 2024, 11:30 PM
গেইলকে টপকে ওয়ার্নার পার্কের রাজা মাহমুদউল্লাহ
সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে আগে থেকেই সুখস্মৃতি ছিল মাহমুদউল্লাহর। চলতি সফরেও চলমান সেই ধারা। পরপর দুই ম্যাচে ফিফটি করে এই মাঠে সর্বোচ্চ রানের মালিক হয়ে গেছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান।
এখন পর্যন্ত পাঁচ ম্যাচে চারটি পঞ্চাশছোঁয়া ইনিংসে ওয়ার্নার পার্কে মাহমুদউল্লাহর সংগ্রহ ২৫৭ রান। মাত্র দুইবার আউট হওয়ায় তার গড় ১২৮.৫০!
এত দিন এই মাঠে ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে ছিলেন ক্রিস গেইল। আট ইনিংসে দুটি ফিফটিতে তিনি করেছেন ২৪৮ রান।
10 Dec 2024, 11:21 PM
শেষ ৩ উইকেটে ১১২
ওপরের সারির ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১১৫ রানে ৭ উইকেট হারানোর পর মাহমুদউল্লাহ ও তানজিদ হাসানের দৃঢ়তায় আরও ১১২ রান করেছে বাংলাদেশ।
ওয়ানডেতে শেষ ৩ উইকেটে এর চেয়ে বেশি রান আর একবার করতে পেরেছে তারা। ২০০৮ সালে পাকিস্তানের বিপক্ষে ৮৪ রানে সপ্তম উইকেট পড়ার পর আরও ১২৬ রান করেছিল বাংলাদেশ।
সেদিন নবম উইকেটে ৯৭ রানের জুটি গড়েছিলেন সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। যা এখনও সাত উইকেট পড়ার পর বাংলাদেশের সর্বোচ্চ জুটির রেকর্ড।
10 Dec 2024, 11:21 PM
রেকর্ড গড়তে হবে মিরাজদের
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়ানডেতে ২৪১ রানের কম করে জয়ের নজির নেই কোনো। ২০১২ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ২৪১ রান করে সুনিল নারাইনের চমৎকার বোলিংয়ে ২০ রানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।
এবার ২২৭ রানের পুঁজি নিয়ে সিরিজে সমতা ফেরাতে তাই রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে।
এই মাঠে আগে ব্যাট করে এর চেয়ে কম রানের রেকর্ড শুধু স্কটল্যান্ডের। ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ উইকেটে ১৮৬ রান করেছিল তারা আর আয়ারল্যান্ডের বিপক্ষে গুটিয়ে গিয়েছিল ১৩৬ রানে।
10 Dec 2024, 11:02 PM
২২৭ রানে থামল বাংলাদেশ
রোমারি শেফার্ডের ওভারে দুটি চারের পর ছক্কা হাঁকালেন শরিফুল। তবে শেষ হাসি হাসলেন ক্যারিবিয়ান পেসার। ছক্কার চেষ্টায় ক্যাচ দিয়ে ফিরলেন শরিফুল গুটিয়ে গেল বাংলাদেশের ইনিংস।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৫.৫ ওভারে ২২৭ রান করতে পেরেছে সফরকারীরা।
এক সময়ে এই রান মনে হচ্ছিল অনেক দূরের পথ। আবার মাহমুদউল্লাহ ও তানজিম হাসানের রেকর্ড জুটিতে এক সময় আড়াইশ রানও সম্ভব মনে হচ্ছিল।
২ রানের মধ্যে তানজিম ও মাহমুদউল্লাহর বিদায়ের পর ১৮ রান যোগ করেন নাহিদ রানা ও শরিফুল। ৫ বলে ৪ রান অপরাজিত থাকেন নাহিদ।
৮ বলে এক ছক্কা ও দুই চারে শরিফুল করেন ১৫ রান।
২২ রানে ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার জেডেন সিলস। পাওয়ার প্লেতে ৩ উইকেট নিয়ে তিনিই বেঁধে দিয়েছিলেন সুর। পরে পরপর দুই ওভারে ২ উইকেট নিয়ে বাংলাদেশের বিপদ আরও বাড়ান গুডাকেশ মোটি। বাঁহাতি এই স্পিনার ৩৬ রানে নেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৫.৫ ওভারে ২২৭ (তানজিদ ৪৬, সৌম্য ২, লিটন ৪, মিরাজ ১, আফিফ ২৪, মাহমুদউল্লাহ ৬২, জাকের ৩, রিশাদ ০, তানজিম ৪৫, শরিফুল ১৫, নাহিদ ৪*; মিন্ডলি ৭-১-৪৫-১, সিলস ৯-১-২২-৪, শেফার্ড ৮.৫-১-৫০-১, গ্রেভস ৭-০-৪৪-১, মোটি ১০-১-৩৬-২, চেইস ৪-০-১৮-১)
10 Dec 2024, 10:53 PM
৬২ রানে ফিরলেন মাহমুদউল্লাহ
তানজিম হাসানের বিদায়ের পর বেশিক্ষণ টিকলেন না মাহমুদউল্লাহ। বড় শটের আশায় সীমানায় ধরা পড়লেন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান। জেডেন সিলস পেলেন নিজের চতুর্থ উইকেট।
৯২ বলে চার ছক্কা ও দুটি চারে ৬২ রান করলেন মাহমুদউল্লাহ।
৪৫ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ২১৩।
10 Dec 2024, 10:49 PM
চেইসের দারুণ ক্যাচে ভাঙল রেকর্ড জুটি
খুব কাছে গিয়েও ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পেলেন না তানজিম হাসান। রোস্টন চেইসের দারুণ ফিরতি ক্যাচে ফিরলেন তিনি।
অফ স্টাম্পের বাইরের বলে বোলারের মাথার উপর দিয়ে তুলে মেরেছিলেন তানজিম। যতটা চেয়েছিলেন ততটা তুলতে পারেননি। দারুণ ফিরতি ক্যাচ নেন চেইস। ভাঙে ১০৬ বল স্থায়ী ৯২ রানের জুটি।
৬২ বলে দুই ছক্কা ও চারটি চারে ৪৫ রানের দারুণ ইনিংস খেলে ফেরেন তানজিম।
৪৪ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ২০৯। ক্রিজে মাহমুদউল্লাহর সঙ্গী শরিফুল ইসলাম।
10 Dec 2024, 10:44 PM
মাহমুদউল্লাহ-তানজিমের জুটির রেকর্ড
ধ্বংসস্তুপে দাঁড়িয়ে বাংলাদেশের হয়ে অষ্টম উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড গড়লেন মাহমুদউল্লাহ ও তানজিম হাসান। রস্টোন চেইসের বলে তানজিমের বিদায়ে ভাঙে ৯২ রানের রেকর্ড জুটি।
২০১৯ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৩১ রানে সপ্তম উইকেট পর ৮৪ রানের জুটি গড়েছিলেন মোহাম্মদ মিঠুন ও মোহাম্মদ সাইফউদ্দিন। প্রায় সাড়ে পাঁচ বছর সেটিই ছিল রেকর্ড।
10 Dec 2024, 10:41 PM
৮৪ বলে মাহমুদউল্লাহর পঞ্চাশ
খাদে পড়ে যাওয়া দলকে আরও একটা টানলেন মাহমুদউল্লাহ। দায়িত্বশীল ব্যাটিংয়ে করলেন আরও একটি ফিফটি, ৮৪ বলে।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে পাঁচ ম্যাচে এটি তার চতুর্থ পঞ্চাশ। ওয়ানডেতে সবশেষ তিন ম্যাচে তার তৃতীয়। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৯৮ রান করার পর প্রথম ওয়ানডেত খেলেন অপরাজিত ৫০ রানের ইনিংস।
মাহমুদউল্লাহর দারুণ ব্যাটিংয়ের দিনে ওয়ানডে নিজের সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন তানজিদ। ব্যাট করছেন ৪৪ রানে। লিস্ট ‘এ’ ক্রিকেটেও যা তার সর্বোচ্চ। ওয়ানডেতে তার আগের সেরা ১৮, লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৬।
৪২ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ১৯৫। মাহমুদউল্লাহ ৫০ ও তানজিম ৪৪ রানে ব্যাট করছেন।
10 Dec 2024, 10:21 PM
মাহমুদউল্লাহ-তানজিমের জুটিতে পঞ্চাশ
দেড়শর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় থাকা বাংলাদেশকে টানছেন মাহমুদউল্লাহ। নয়ে নেমে চমৎকার ব্যাটিংয়ে তাকে সঙ্গ দিচ্ছেন তানজিম হাসান। তাদের ব্যাটে ম্যাচে নিজেদের প্রথম পঞ্চাশ ছোঁয়া জুটি পেয়েছে বাংলাদেশ, ৬৪ বলে।
এমনিতে এক-দুই নিয়ে খেলছেন মাহমুদউল্লাহ। বাজে বল পেলে মারছেন ছক্কা। দায়িত্বশীল ব্যাটিংয়ে তাকে সহায়তা করে চলেছেন তানজিম।
৩৭ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ১৬৭।
10 Dec 2024, 09:41 PM
মিন্ডলির প্রথম উইকেট রিশাদ
ওয়ানডে অভিষেকে দ্বিতীয় স্পেলে প্রথম উইকেটের দেখা পেলেন মার্কিনো মিন্ডলি। তাকে ড্রাইভ করার চেষ্টায় রোস্টেন চেইসের হাতে ধরা পড়লেন রিশাদ হোসেন।
ড্রাইভ করার মতো লেংথে ছিল না বল। তবুও মিড অনে খেলতে চেয়েছিলেন রিশাদ। ঠিক মতো পারেননি ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় পয়েন্টে।
৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি রিশাদ।
২৬ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ১১৫। ক্রিজে মাহমুদউল্লাহর সঙ্গী তানজিম হাসান।
10 Dec 2024, 09:22 PM
আফিফের পর জাকেরকে ফেরালেন মোটি
পরপর দুই ওভারে দুটি উইকেট নিলেন গুডাকেশ মোটি। আফিফ হোসেনের পর জাকের আলিকে হারিয়ে মহাবিপদে পড়ে গেল বাংলাদেশ।
অফ স্টাম্প তাক করে করা ডেলিভারির লাইনে যেতে পারেননি জাকের। ক্রিজে অনেক গভীরে থেকে বাঁহাতি স্পিন খেলার চেষ্টায় ডেকে আনেন বিপদ। ব্যাটের কানা এড়িয়ে বল প্যাডে লাগলে এলবিডব্লিউ দেন আম্পায়ার।
রিভিউ নিয়েছিলেন জাকের, তাতে কাজ হয়নি। ৯ বলে ৩ রান করে ফিরে যান তিনি।
২১ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১০৪। ক্রিজে মাহমুদউল্লাহর সঙ্গী রিশাদ হোসেন। পিচ রিপোর্টের সময় আতহার আলি খান বলেছিলেন, ৩০০ থেকে ৩২০ রান এখানে ভালো স্কোর মনে হচ্ছে। ২০০ রানই এখান অনেক দূরের পথ মনে হচ্ছে।
10 Dec 2024, 09:13 PM
আফিফের বিদায়ে বাড়ল বিপদ
রোমারিও শেফার্ডের উপর বেশ চড়াও হয়ে রানের চাকা সচল রেখেছিলেন আফিফ হোসেন। গুডাকেশ মোটির বিপক্ষে সেটা পারলেন না। ছক্কার চেষ্টায় ক্যাচ দিয়ে ফিরলেন দলের বিপদ বাড়িয়ে।
চমৎকার বোলিং করলেও প্রথম ম্যাচে উইকেট পাননি মোটি। এবার খুব একটা অপেক্ষা করতে হলো না বাঁহাতি এই স্পিনারকে। দ্বিতীয় ওভারেই হাতে ধরা ছিল সাফল্য।
অফ স্টাম্পের বাইরে স্লটেই বল পেয়েছিলেন আফিফ। কিন্তু টাইমিং করতে পারেননি তিনি। ক্যাচ যায় লংঅফে শেরফেইর রাদারফোর্ডের হাতে। ভাঙে ৪৮ বলে ৩৬ রানের জুটি।
চারটি চারে ২৯ বলে ২৪ রান করেন আফিফ।
১৯ ওভারে বাংলাদেশের রান ১০১/৫। ক্রিজে মাহমুদউল্লাহর সঙ্গী জাকের আলি। শুরু থেকে নিয়মিত উইকেট হারানো দলকে ভালো একটা সংগ্রহ এনে দেওয়ার মহাভার এখন তাদের কাঁধে।
10 Dec 2024, 08:39 PM
একই শট, একই জায়গায় আউট তানজিদ
আরও একবার ভালো শুরুটা বড় করতে পারলেন না তানজিদ হাসান। প্রথম ওয়ানডের মতো একই জায়গায় একই শটে একই ফিল্ডারের হাতে ধরা পড়লেন বাঁহাতি এই ওপেনার।
জাস্টিন গ্রেভসের আগের দুই বলে বাউন্ডারি মেরেছিলেন তানজিদ। পরের বল ছিল অফ স্টাম্পের বাইরে, শর্ট লেংথের। আরেকটি বাউন্ডারির আশায় ব্যাট চালিয়ে দিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা পড়েন তানজিদ। ভীষণ হতাশায় মাঠ ছাড়েন তিনি।
৩৩ বলে দুই ছক্কা ও চারটি চারে তানজিদের রান ৪৬।
১১ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৬৪। ক্রিজে আফিফ হোসেনের সঙ্গী মাহমুদউল্লাহ। অসংখ্যবার দলকে খাদের কিনারা থেকে টেনে তোলা অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যানের কাঁধে চেপেছে সেই দায়িত্ব।
10 Dec 2024, 08:24 PM
টিকলেন না লিটন
লিটন দাসের নড়বড়ে উপস্থিতির সমাপ্তি হলো অদ্ভূতুড়ে এক শটে। জেডেন সিলসের অফ স্টাম্পের বাইরের বলে পুল করতে চেয়েছিলেন তিনি। শট খেলে ফেলেন আগেভাগেই, ব্যাটের অগ্রভাগে লেগে ক্যাচ যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে!
ঝাঁপিয়ে বল মুঠোয় নিয়ে বাকিটা অনায়াসে সারেন এভিন লুইস।
ক্রিজে যাওয়ার পর খুব একটা স্বস্তিতে ছিলেন না লিটন। টাইমিং করতে পারছিলেন না তেমন একটা। একবার বল ছাড়ার চেষ্টায় সফল হননি, প্রত্যাশার কম বাউন্স করে ছোবল দেয় ব্যাটে। ভাগ্যভালো সেবার ফিল্ডারের হাতে যায়নি বল। তবে এরপর বেশিক্ষণ টিকলেন না তিনি।
১৯ বলে ৪ রান করেন লিটন।
৮ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৪১। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী মেহেদী হাসান মিরাজ।
10 Dec 2024, 07:51 PM
শুরুতেই ফিরলেন সৌম্য
এক প্রান্তে ঝড় তুলেছেন তানজিদ হাসান। দুটি করে ছক্কা ও চারে ১৪ বলে করেছেন ২৪ রান। আরেক প্রান্তে তাকে সঙ্গ দিতে পারলেন না সৌম্য সরকার। জেডেন সিলসের বলে সহজ ক্যাচ দিয়ে ফিরলেন অভিজ্ঞ ওপেনার।
অফ-মিডল স্টাম্পে থাকা লেংথ ডেলিভারিতে তুলে মারতে চেয়েছিলেন সৌম্য। পিচে একটু গ্রিপ করায় টাইমিং করতে পারেননি। সহজ ক্যাচ যায় মিড অনে, গুডাকেশ মোটির হাতে।
৫ বলে সৌম্য করেন ২ রান।
৪ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ২৮। ক্রিজে তানজিদের সঙ্গী লিটন দাস।
10 Dec 2024, 07:17 PM
উইন্ডিজ একাদশে অভিষিক্ত এক
সিরিজ জয়ের অভিযানে ওয়েস্ট ইন্ডিজও নিজেদের একাদশে এনেছে একটি পরিবর্তন। আলজারি জোসেফের জায়গায় তারা অভিষেক করাচ্ছে আরেক পেসার মার্কিনো মিন্ডলির।
ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের ২২৫তম ক্রিকেটার মিন্ডলি।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেই হোপ (অধিনায়ক/উইকেটরক্ষক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রেভস, এভিন লুইস, গুডাকেশ মোটি, শেরফেইন রাদারফোর্ড, মার্কিনো মিন্ডলি, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।
10 Dec 2024, 07:11 PM
তাসকিনের জায়গায় শরিফুল
প্রথম ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদের জায়গায় নেওয়া হয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে।
তাই আগের মতো তিন পেসার ও দুই স্পিনার নিয়েই নামছে সফরকারীরা। দলের প্রয়োজনে হাত ঘোরাতে পারেন আফিফ হোসেন ও মাহমুদউল্লাহ।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, জাকের আলি, আফিফ হোসেন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান, নাহিদ রানা।
10 Dec 2024, 07:06 PM
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
দ্বিতীয় ওয়ানডেতে টস জিততে পারলেন না মেহেদী হাসান মিরাজ। তবে একই রইল বাংলাদেশের ভাগ্য। টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠালেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ।
ক্যারিবিয়ান অধিনায়ক বলেছেন, সকালের আর্দ্রতা কাজে লাগাতে চায় তার দল। আগের ম্যাচে ভুল শুধরে সিরিজে সমতা ফেরানোর আশা মিরাজের।
10 Dec 2024, 06:42 PM
সিরিজ বাঁচিয়ে রাখার লক্ষ্যে বাংলাদেশ
টানা ১১ জয়ের পর এবার সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার বাংলাদেশের জন্য হয়ে এসেছে বড় ধাক্কা। রেকর্ড গড়া জয়ে পরাজয়ের বৃত্ত ভেঙে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা সিরিজ নিজেদের করে নেওয়ার হাতছানিতে মাঠে নামছে।
দুই দলের সবশেষ চারটি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ, এর শেষ দুটিতে করেছে হোয়াইটওয়াশ। অন্য দুটি সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। এই ধারায় ইতি টেনে ২০১৪ সালের পর বাংলাদেশের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের আশা শেই হোপদের।
আর সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে মঙ্গলবার মেহেদী হাসান মিরাজের দল মাঠে নামবে সিরিজ বাঁচিয়ে রাখার লক্ষ্যে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে সাতটায়।
২৯৪ রানের পুঁজি গড়ার পর ভালো বোলিংয়ের সৌজন্য প্রথম ওয়ানডেতে অনেকটা সময় চালকের আসনে ছিল বাংলাদেশ। দারুণ ছন্দে থাকা শেরফেইন রাদারফোর্ডের বড় শট খেলতে শুরু করার পর এলোমেলো হয়ে ম্যাচ হেরে যায় সফরকারীরা।