ভারতকে ৩১৪ রানে আটকে রাখলেন তাইজুল-সাকিব

ভারতের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2022, 03:56 AM
Updated : 23 Dec 2022, 01:02 PM
23 Dec 2022, 04:06 AM

ভারতের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ।

23 Dec 2022, 03:56 AM

ভারতের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ।

23 Dec 2022, 03:56 AM

প্রথম দিন শেষে ম্যাচ যেখানে দাঁড়িয়ে

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। মূল ব্যাটসম্যানদের প্রায় সবাই ভালো শুরু পেলেও মুমিনুল হক ছাড়া ত্রিশের ঘরে যেতে পারেননি কেউ। পাঁচটি জুটি সম্ভাবনা জাগালেও কোনোটিই যেতে পারেনি পঞ্চাশ পর্যন্ত। হতাশার ব্যাটিংয়ে গুটিয়ে যায় ২২৭ রানে।

শেষ বেলায় ৮ ওভার বোলিং করার পর ভাঙতে পারেনি ভারতের উদ্বোধনী জুটি। ১৯ রান করে সফরকারী। লোকেশ রাহুল ৩০ বলে ৩ এবং শুবমান গিল ২০ বলে ১৪ রানে দিন শুরু করেছেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ২২৭

ভারত ১ম ইনিংস: ৮ ওভারে ১৯/০ (রাহুল ৩*, গিল ১৪*; তাসকিন ৪-২-৮-০, সাকিব ৪-২-১১-০)

23 Dec 2022, 04:15 AM

রিভিউ নিয়ে সফল বাংলাদেশ

দিনের শুরু থেকে দারুণ বোলিংয়ের পুরস্কার দ্রুতই পেলেন তাইজুল ইসলাম। লোকেশ রাহুলকে এলবিডব্লিউ করে শুরুর জুটি ভাঙলেন বাঁহাতি এই স্পিনার।

একটু বেরিয়ে এসে ডিফেন্স করার চেষ্টা করেন ভারত অধিনায়ক। ঠিক মতো পারেননি, ব্যাটের আগে ছুঁয়ে যায় প্যাড। জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার।

ফিল্ডারদের কারও মনে হয়তো দ্বিধা ছিল কিন্তু তাইজুল ছিলেন প্রবল আত্মবিশ্বাসী। অনেকটা তার জন্যই রিভিউ নেন সাকিব আল হাসান।

অফ স্টাম্প ঘেঁষে করা বল মিডল স্টাম্পের সামনে লাগে রাহুলের প্যাডে। বল ট্র্যাকিংয়ে দেখা যায়, আঘাত হানতো লেগ-মিডল স্টাম্পে। ভাঙে ২৭ রানের শুরুর জুটি।

৪৫ বলে ১ চারে ১০ রান করেন রাহুল।

সেই ওভারেই ব্যাটের কানায় লেগে বাউন্ডারিতে রানের খাতা খোলেন চেতেশ্বর পুজারা।

১৩ ওভারে ভারতের রান ১ উইকেটে ৩১। ৩৬ বলে একটি করে ছক্কা ও চারে ১৫ রানে খেলছেন শুবমান গিল। ৫ বলে বলে পুজারার রান ৪।

23 Dec 2022, 04:15 AM

গিলকেও ফেরালেন তাইজুল

আগের ওভারের মতো পরের ওভারের প্রথম বলে সাফল্য পেলেন তাইজুল ইসলাম। শুবমান গিলকে এলবিডব্লিউ করে দিলেন বাঁহাতি এই স্পিনার।

লেগ-মিডল স্টাম্পে পিচ করে সোজা যাওয়া বলে সুইপ করেছিলেন ভারতীয় ওপেনার। বলে-ব্যাটে করতে পারেননি তিনি। আম্পায়ার আউট দেওয়ার পর চেতেশ্বর পুজারার সঙ্গে কথা বলে রিভিউ না নিয়ে ফিরে যান গিল।

আগের টেস্টের সেঞ্চুরিয়ান একটি করে ছক্কা ও চারে ৩৯ বলে ২০ রান করেন তিনি।

১৬ ওভারে ভারতের রান ২ উইকেটে ৩৮। ৯ বলে ৬ রানে খেলছেন পুজারা। ক্রিজে তার সঙ্গী বিরাট কোহলি।

23 Dec 2022, 04:43 AM

প্রথম ঘণ্টায় ২ উইকেট

প্রথম ঘণ্টায় ১৩ ওভারে ৪১ রান তুলতে পারল ভারত। তবে দুই ওপেনারকে ফিরিয়ে দিয়ে একটু এগিয়ে থাকল বাংলাদেশ।

প্রথম পানি পানের বিরতির সময় ভারতের রান ২ উইকেটে ৬০। ১৮ বলে দুই চারে ১০ রানে খেলছেন বিরাট কোহলি। ২৬ বলে দুই চারে চেতেশ্বর পুজারার রান ১৮।

পরপর দুই ওভারে লোকেশ রাহুল ও শুবমান গিলকে এলবিডব্লিউ করে দেন বাঁহাতি স্পিনার তাইজুল। পেসার সৈয়দ খালেদ আহমেদও ভালো বোলিং করেন। কয়েকবার একটুর জন্য ব্যাটের কানা নেয়নি বল। কোহলি যে বাউন্ডারিতে রানের খাতা খোলেন সেটি একটুর জন্য যায়নি গালির ফিল্ডারের হাতে।

23 Dec 2022, 05:20 AM

পুজারার প্রতিরোধ ভাঙলেন তাইজুল

টানা দারুণ বোলিং করে যাওয়ার পুরস্কার পেলেন তাইজুল ইসলাম। চেতেশ্বর পুজারাকে ফিরিয়ে ভাঙলেন ভারতের প্রতিরোধ।

লেগ স্টাম্পে পিচ করা বল লেগে ঘুরাতে চেয়েছিলেন পুজারা। এড়াতে পারেননি শর্ট লেগের ফিল্ডার মুমিনুল হককে। দারুণ রিফ্লেক্সে চমৎকার নিচু ক্যাচ নেন তিনি।

সফট সিগন্যাল আউট দিয়ে তৃতীয় আম্পায়ারের কাঠান মাঠের আম্পায়ার। প্রতিটা ফ্রেম কয়েকবার দেখে তৃতীয় আম্পায়ারও জানান, আউট। ভাঙে ৯৩ বলে ৩৪ রানের জুটি।

৩১ ওভারে ভারতের রান ৩ উইকেটে ৭৩। ৪৮ বলে ১৬ রানে খেলছেন বিরাট কোহলি। ক্রিজে তার সঙ্গী রিশাভ পান্ত।

23 Dec 2022, 05:22 AM

কঠিন সুযোগ হাতছাড়া

ভীষণ কঠিন একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। মেহেদী হাসান মিরাজের একটু নিচু হয়ে যাওয়া বল ড্রাইভ করতে চেয়েছিলেন বিরাট কোহলি। ব্যাটের নিচের কানায় লেগে আঘাত হানে নুরুল হাসান সোহানের প্যাডে। তেমন কিছু করার ছিল না কিপারের।

সে সময় ১৬ রানে ছিলেন কোহলি।

23 Dec 2022, 05:42 AM

একটুর জন্য বাঁচলেন পান্ত

চমৎকার বোলিংয়ে সুযোগ তৈরি করছেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু একটুর জন্য কাজে লাগানো যাচ্ছে না।

লাঞ্চের আগে শেষ ওভারে রিশাভ পান্তের উইকেট পেতে পারতেন মিরাজ। প্রত্যাশার চেয়ে একটু বাড়তি বাউন্স করা বল ঠিক মতো খেলতে পারেননি বাঁহাতি ব্যাটসম্যান। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় প্রথম স্লিপে। একটু নিচু হয়ে থাকা লিটন দাস লাফিয়ে হাত ছোঁয়ালেও মুঠোয় রাখতে পারেননি।

সে সময় ১১ রানে ছিলেন পান্ত।

লাঞ্চের আগে শেষ বলে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝিতে রান আউট হতে পারতেন বিরাট কোহলি। মাঝপথ থেকে তাকে ফিরিয়ে দেন পান্ত। ভাগ্য ভালো কোহলির ফিল্ডারের থ্রো সরাসরি স্টাম্পে যায়নি।

৩৬ ওভারে ভারতের রান ৩ উইকেটে ৮৬। সফরকারীরা এখনও ১৪১ রানে পিছিয়ে।

তিনটি উইকেটই নিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

প্রথম সেশনে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে ২৮ ওভারে কেবল ৬৭ রান তুলতে পেরেছে ভারত। এর মধ্যে প্রথম ঘণ্টায় দুই ওপেনারকে হারিয়ে ১৩ ওভারে করেছিল ৪১ রান।

পরের ঘণ্টায় রান আসেনি সহজে। তাইজুল ও মিরাজের স্পিনে বেশ ভুগছেন ভারতীয় ব্যাটসম্যানরা। দ্বিতীয় ঘণ্টায় ১৫ ওভারে কেবল ২৬ রান তুলতে পেরেছে ভারত।

এর ১২ রান করেছেন পান্ত, ১৪ বলে। ৬৫ বলে ১৮ রানে খেলছেন কোহলি।

23 Dec 2022, 06:25 AM

কোহলিকে ফিরিয়ে দিলেন তাসকিন

প্রথম সেশনে যেমন বোলিং করছিলেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ, ধারণা করা হচ্ছিল দ্বিতীয় সেশনের শুরুতে দুই প্রান্তেই থাকবে স্পিন। প্রথম ওভারটি করেন তাইজুলই, পরের ওভারে সাকিব আক্রমণে ফেরালেন তাসকিন আহমেদকে। গতিময় এই পেসার দারুণ বোলিংয়ে ফিরিয়ে দিলেন বিরাট কোহলিকে।

অফ স্টাম্পের বাইরে লেংথ বলে খোঁচা মারেন লম্বা সময় ডানহাতি এই ব্যাটসম্যান। সহজ ক্যাচ গ্লাভসে জমান নুরুল হাসান সোহান।

৭৩ বলে তিন চারে কোহলি করেন ২৪ রান।

৩৮ ওভারে ভারতের রান ৪ উইকেটে ৯৪। ক্রিজে রিশাভ পান্তের সঙ্গী শ্রেয়াস আইয়ার।

23 Dec 2022, 06:56 AM

জীবন পেলেন শ্রেয়াস

তাসকিন আহমেদের বলে হাতছাড়া হলো কঠিন একটি সুযোগ। গালিতে মেহেদী হাসান মিরাজের হাত থেকে ছুটে গেল শ্রেয়াস আইয়ারের ক্যাচ।

একটু বাড়তি বাউন্স করা বলে ব্যাট চালিয়ে দিয়েছিলেন ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যান। লাফিয়ে হাত ছোঁয়ালেও মুঠোয় রাখতে পারেননি মিরাজ। উল্টো পরার সময় নাকে আঘাত পান তিনি, রক্তও পড়তে দেখা যায়। পরে ফিজিওর সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে যান এই অফ স্পিনিং অলরাউন্ডার।

সে সময় ১৯ রানে ছিলেন শ্রেয়াস।

৪৪ ওভারে ভারতের রান ৪ উইকেটে ১২৭। ৩৩ বলে ২৬ রানে খেলছেন রিশাভ পান্ত। ২২ বলে শ্রেয়াসের রান ২০।

23 Dec 2022, 07:16 AM

জুটির পঞ্চাশ, পান্তের পঞ্চাশ

পাল্টা আক্রমণে দ্রুত রান তোলছেন রিশাভ পান্ত। তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন শ্রেয়াস আইয়ার। একবার করে জীবন পাওয়া দুই ব্যাটসম্যান উপহার দিয়েছেন ম্যাচের প্রথম পঞ্চাশ ছোঁয়া জুটি।

তাইজুল ইসলামকে ছক্কায় ওড়িয়ে ৫৫ বলে জুটির পঞ্চাশ পূর্ণ করেন পান্ত। পরের বলে দুই রান নিয়ে স্পর্শ করেন ফিফটি। ৪৯ বলে পঞ্চাশ করার পথে পাঁচ চার ও এক ছক্কা মেরেছেন ভারতীয় কিপার-ব্যাটসম্যান।

৪৮ ওভারে ভারতের রান ৪ উইকেটে ১৫২।

23 Dec 2022, 07:16 AM

আবার জীবন পেলেন শ্রেয়াস

দ্রুত এগোনো জুটি ভাঙার সুবর্ণ সুযোগ হাতছাড়া করলেন নুরুল হাসান সোহান। কিপারের ব্যর্থতায় ২১ রানে জীবন পেলেন শ্রেয়াস আইয়ার। এর আগে ১৯ রানে মেহেদী হাসান মিরাজকে ক্যাচ দিয়েও বেঁচে গিয়েছিলেন তিনি।

সাকিব আল হাসানের বল বেরিয়ে এসে খেলার চেষ্টা করেন শ্রেয়াস। বলে-ব্যাটে করতে পারেননি তিনি। যথেষ্ট সময় পেয়েছিলেন সোহান। কিন্তু বল গ্লাভসেই নিতে পারেননি। তিনি আবার চেষ্টা করতে করতে নিরাপদেই পৌঁছে যান ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যান।

সেই ওভারে পরে তিন বলের মধ্যে সাকিবকে দুটি বাউন্ডারি মারেন শ্রেয়াস।

৪৯ ওভারে ভারতের রান ৪ উইকেটে ১৬০।

23 Dec 2022, 07:44 AM

আবার বাঁচলেন পান্ত

সুযোগ আসছে কিন্তু কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। সহজ-কঠিন মিলিয়ে পঞ্চম সুযোগ হাতছাড়া করল স্বাগতিকরা।

মেহেদী হাসান মিরাজের বলে লং অন দিয়ে তুলে মারেন পান্ত। দড়ির কাছাকাছি থাকলে সহজ ক্যাচ পেতেন মুশফিকুর রহিম। কিছুটা এগিয়ে ছিলেন তিনি, সঙ্গে বুঝতে পারেননি বলের ফ্লাইট। শেষ পর্যন্ত লাফিয়ে চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু তার হাতে লেগে বল চলে যায় সীমানার বাইরে!

সে সময় ৫৯ রানে ছিলেন পান্ত। এর আগে ১১ রানে স্লিপে লিটন দাসের হাতে বাঁচেন তিনি।

ক্রিজে তার সঙ্গী শ্রেয়াস আইয়ারও জীবন পেয়েছেন দুইবার। মেহেদী হাসান মিরাজ ছেড়েছেন তার একটি ক্যাচ, নুরুল হাসান সোহান মিস করেছেন স্টাম্পিংয়ের সহজ সুযোগ।

৫৪ ওভারে ভারতের রান ৪ উইকেটে ১৮৪। ৭৪ বলে ৬৭ রানে খেলছেন পান্ত। ৪১ বলে শ্রেয়াসের রান ৩৫।

23 Dec 2022, 07:58 AM

পান্ত-শ্রেয়াসের জুটিতে একশ

দুই ব্যাটসম্যানকে ফেরানোর সুযোগ এসেছিল চারটি। জুটি ভাঙার সুযোগ এসেছিল তিনটি। কোনোটিই কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। সুযোগ কাজে লাগিয়ে শতরানের জুটি গড়েছেন রিশাভ পান্ত ও শ্রেয়াস আইয়ার।

তাইজুল ইসলামকে চার মেরে জুটি রান তিন অঙ্কে নিয়ে যান পান্ত, ১১৬ বলে। পরের বল তিনি ওড়ান ছক্কায়। দলের রান স্পর্শ করে দুইশ

মেহেদী হাসান মিরাজের পরের ওভারের দ্বিতীয় বলে আরেকটি ছক্কা মারেন শ্রেয়াস। স্ট্রাইক পেয়ে ওভারের শেষ বলে পান্ত মারেন আরেক ছক্কা।

23 Dec 2022, 08:05 AM

শ্রেয়াসের ফিফটি

জীবন পেয়ে চট্টগ্রাম টেস্টে ভুগিয়েছিলেন শ্রেয়াস আইয়ার, ভোগাচ্ছেন মিরপুরেও। দুবার বেঁচে গিয়ে ফিফটি করেছেন, ৬০ বলে। রিশাভ পান্তের সঙ্গে উপহার দিয়েছেন শতরানের জুটি।

চা-বিরতিতে যাওয়ার আগেই লিড নেওয়ার দুয়ারে দাঁড়িয়ে ভারত।

৫৯ ওভারে সফরকারীদের রান ৪ উইকেটে ২১৭। ৬০ বলে এক ছক্কা ও ছয় চারে ৫০ রানে ব্যাট করছেন শ্রেয়াস। পাঁচ ছক্কা ও ছয় চারে ৮৫ বলে পান্তের রান ৮৫। তিনিও জীবন পেয়েছেন দুবার।

23 Dec 2022, 08:19 AM

ভারতের  দারুণ সেশন

এক গাদা সুযোগ হাতছাড়ার চড়া মাশুল দিচ্ছে বাংলাদেশ। রিশাভ পান্ত ও শ্রেয়াস আইয়ারের আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্বিতীয় সেশনে ২৫ ওভারে ১৪০ রান যোগ করেছে ভারত। হারিয়েছে কেবল বিরাট কোহলির উইকেট।

এই সেশনে হাতছাড়া হয়েছে তিনটি সুযোগ। দুই সেশন মিলিয়ে পাঁচটি।

চা-বিরতিতে যাওয়ার সময় ভারতের রান ৪ উইকেটে ২২৬। বাংলাদেশের চেয়ে কেবল ১ রানে পিছিয়ে তারা।

৮৯ বলে পাঁচ ছক্কা ও ছয় চারে ৮৬ রানে খেলছেন পান্ত। ৬৮ বলে দুই ছক্কা ও ছয় চারে অপরাজিত শ্রেয়াস।

দুই জনে পঞ্চম উইকেটে ১৪১ বলে গড়েছেন ১৩২ রানের জুটি।

23 Dec 2022, 09:05 AM

রান আউটের সুযোগ হাতছাড়া

রিশাভ পান্তকে ফেরানোর সুযোগ হাতছাড়া হয়ে তৃতীয় সেশনের শুরুতে। মুমিনুল হকের থ্রো সরাসরি স্টাম্পে গেলে নিশ্চিতভাবেই আউট হতেন ভারতীয় কিপার-ব্যাটসম্যান। স্টাম্পের কাছাকাছি রাখতে পারলেও হয়তো সুযোগটা নিতে পারতেন মেহেদী হাসান মিরাজ।

শ্রেয়াস আইয়ার মিডঅফে বল পাঠানোর পর এক রান নিতে চেয়েছিলেন দুই ব্যাটসম্যান। পরে পান্তকে ফিরিয়ে দেন শ্রেয়াস।

মুমিনুলের বাজে থ্রোয়ের জন্য ফিরে আসার যথেষ্ট সময় পেয়ে যান পান্ত। সে সময় ৯১ রানে ছিলেন তিনি।

৬৬ ওভারে ভারতের রান ৪ উইকেটে ২৫২। ৯৪ বলে ৯২ রানে খেলছেন পান্ত। ৯৩ বলে শ্রেয়াসের রান ৭৮।

23 Dec 2022, 09:05 AM

৯৩ রানে ফিরলেন পান্ত

৯০ রানে নিয়ে স্নায়ু চাপ হয়তো পেয়ে বসেছিল রিশাভ পান্তকে। সেই চাপেই হয়তো ৯৩ রানে কট বিহাইন্ড হয়ে গেলেন ভারতীয় কিপার ব্যাটসম্যান।

অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের প্রথম চার বল ডট খেলেন পান্ত। পরের বল জায়গা করে নিয়ে অফে খেলতে চেয়েছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ঠিক মতো পারেননি। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে কিপার নুরুল হাসান সোহানের গ্লাভসে। ভাঙে ১৮২ বল স্থায়ী ১৫৯ রানের জুটি।

১০৪ বলে পাঁচ ছক্কা ও সাত চারে ৯৩ রান করেন পান্ত। টেস্টে এ নিয়ে ষষ্ঠবার নব্বইয়ের ঘরে আউট হলেন তিনি। সেঞ্চুরি আছে পাঁচটি।

৬৮ ওভারে ভারতের রান ৫ উইকেটে ২৫৩। ক্রিজে শ্রেয়স আইয়ারের সঙ্গী আকসার প্যাটেল।

23 Dec 2022, 09:28 AM

আকসারকে ফেরালেন সাকিব

রিশাভ পান্ত ও শ্রেয়াস আইয়ারের দেড়শ ছাড়ানো জুটি ভাঙার পর দ্রুত আরেকটি উইকেট তুলে নিল বাংলাদেশ। আকসার প্যাটেলকে ফিরিয়ে ম্যাচে নিজের প্রথম শিকার ধরলেন সাকিব আল হাসান।

সাকিবের অফ স্টাম্পের ওপর ফুল লেংথ বলটি ছক্কায় ওড়ানোর চেষ্টা করেন আকসার। কিন্তু টাইমিং করতে পারেননি ঠিকঠাক। শটে জোরও ছিল না প্রয়োজন মতো। বাউন্ডারিতে ক্যাচ নেন নাজমুল হোসেন শান্ত।

১ চারে ১১ বলে ৪ রান করে ফিরলেন আকসার।

৭১ ওভার শেষে ভারতের রান ৬ উইকেটে ২৬৪। শ্রেয়াসের সঙ্গে উইকেটে রবিচন্দ্রন অশ্বিন।

23 Dec 2022, 09:38 AM

শ্রেয়াসকে ফেরালেন সাকিব

সেঞ্চুরির সম্ভাবনা জাগানো শ্রেয়াস আইয়ারকে ফিরিয়ে দিলেন সাকিব আল হাসান। পরপর দুই ওভারে দুই শিকার ধরলেন বাংলাদেশ অধিনায়ক।

সাকিবকে হাঁটু গেড়ে সুইপ করেন শ্রেয়াস। নিচু হয়ে যাওয়া বলটি ব্যাটে খেলতে পারেননি ব্যাটসম্যান। বল শ্রেয়াসের থাইপ্যাডে আঘাত হানলে আবেদন করেন বাংলাদেশের ফিল্ডাররা। সাড়া দিতে দেরি করেননি আম্পায়ার।

সঙ্গে সঙ্গে রিভিউ নেন শ্রেয়াস। কিন্তু তাতে লাভ হয়নি। এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি ১০ চার ও ২ ছক্কায় ১০৫ বলে ৮৭ রান করে।

৭৩ ওভার শেষে ভারতের রান ৭ উইকেটে ২৭১। উইকেটে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গী জয়দেব উনাদকাট।

23 Dec 2022, 09:55 AM

আম্পায়ার্স কলে বাঁচলেন অশ্বিন

‘ইতিহাসের দ্রুততম রিভিউ’ বলছিলেন ধারাভাষ্যকার। সেটা অবশ্য একটুর জন্য কাজে এলো না। আম্পায়ার্স কলে এলবিডব্লিউর হাত থেকে বেঁচে গেলেন রবিচন্দ্রন অশ্বিন।

সাকিব আল হাসানের বল বেরিয়ে এসে ডিফেন্স করার চেষ্টা করেন অশ্বিন। আম্পায়ার জোরাল আবদনে সাড়া না দিলে সঙ্গে সঙ্গে রিভিউ নেন সাকিব।

বল আঘাত হানতো মিডল স্টাম্পে। তবে তিন মিটারের বেশি এগোনোয় আম্পায়ার্স কলে বেঁচে যান অশ্বিন। পরের বলেই তিনি মারেন চমৎকার এক বাউন্ডারি।

পরের ওভারে

23 Dec 2022, 09:55 AM

আম্পায়ার্স কলে বাঁচলেন অশ্বিন

‘ইতিহাসের দ্রুততম রিভিউ’ বলছিলেন ধারাভাষ্যকার। সেটা অবশ্য একটুর জন্য কাজে এলো না। আম্পায়ার্স কলে এলবিডব্লিউর হাত থেকে বেঁচে গেলেন রবিচন্দ্রন অশ্বিন।

সাকিব আল হাসানের বল বেরিয়ে এসে ডিফেন্স করার চেষ্টা করেন অশ্বিন। জোরাল আবদনে আম্পায়ার সাড়া না দিলে সঙ্গে সঙ্গে রিভিউ নেন সাকিব।

বল আঘাত হানতো মিডল স্টাম্পে। তবে তিন মিটারের বেশি এগোনোয় আম্পায়ার্স কলে বেঁচে যান অশ্বিন। পরের বলেই তিনি মারেন চমৎকার এক বাউন্ডারি।

পরের ওভারে অশ্বিনের বিপক্ষে আবার রিভিউ নেয় বাংলাদেশ। তবে বলে-ব্যাটের স্পর্শ না থাকায় নষ্ট হয় দ্বিতীয় রিভিউ।

৭৮ ওভারে ভারতের রান ৭ উইকেটে ২৮৩। অশ্বিন ১১ ও জয়দেব উনাদকাট ৬ রানে ব্যাট করছেন।

23 Dec 2022, 10:14 AM

দ্বিতীয় নতুন বলে সাকিবের উইকেট

৮০ ওভার পার হতেই দ্বিতীয় নতুন বল নিলেন সাকিব আল হাসান। প্রথম বলেই এলো সাফল্য। এলবিডব্লিউ হয়ে গেলেন রবিচন্দ্রন অশ্বিন।

সাকিবের বাঁহাতি স্পিন পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন তিনি। ব্যাটে খেলতে পারেননি তিনি। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নেন অশ্বিন। বল ছুঁয়ে যেত লেগ স্টাম্প। তাই টিকে থাকে রিভিউ, ফিরে যান ভারতীয় ব্যাটসম্যান।

এক বল পর ব্যাটের কানায় লেগে বাউন্ডারি পেয়ে যান নতুন ব্যাটসম্যান উমেশ যাদব।

৮১ ওভারে ভারতের রান ৮ উইকেটে ২৯২। ক্রিজে উমেশের সঙ্গী জয়দেব উনাদকাট।

23 Dec 2022, 10:22 AM

উমেশকে ফিরিয়ে তাইজুলের চতুর্থ

দ্বিতীয় নতুন বলে আরেকটি উইকেট পেল বাংলাদেশ। তাইজুল ইসলামকে স্লগ করার চেষ্টায় ক্যাচ দিয়ে বিদায় নিলেন উমেশ যাদব।

অফ স্টাম্পের বেশ বাইরের বল টেনে লেগে খেলার চেষ্টায় সফল হননি ডানহাতি এই ব্যাটসম্যান। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় স্লিপে। সেখানে কোনো ভুল করেননি লিটন দাস।

১৩ বলে তিন চারে উমেশ করেন ১৪ রান।

৮৪ ওভারে ভারতের রান ৯ উইকেটে ৩০৭। ক্রিজে জয়দেব উনাদকাটের সঙ্গী মোহাম্মদ সিরাজ।

23 Dec 2022, 10:34 AM

৩১৪ রানে শেষ ভারত

মোহাম্মদ সিরাজকে ফিরিয়ে দিয়ে ভারতকে গুটিয়ে দিলেন সাকিব আল হাসান।

বেরিয়ে এসে বাঁহাতি স্পিনারকে স্লগ করতে চেয়েছিলেন সিরাজ। ব্যাটে-বলে করতে পারেননি তিনি। এবার কোনো ভুল করেননি নুরুল হাসান সোহান। ফেলে দেন বেলস।

১৫ বলে এক চারে ৭ রান করেন সিরাজ। তার বিদায়ে ৮৬.৩ ওভারে ৩১৪ রানে থামল ভারত।

বাংলাদেশকে ২২৭ রানে থামানো সফরকারীরা পেল ৮৭ রানের লিড।

৭৪ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার তাইজুল ইসলাম। ৭৯ রানে ৪ উইকেট নেন সাকিব। একটি করে উইকেট পান তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ২২৭

ভারত ১ম ইনিংস: ৮৬.৩ ওভারে ৩১৪ (রাহুল ১০, গিল ২০, পুজারা ২৪, কোহলি ২৪, পান্ত ৯৩, শ্রেয়াস ৮৭, আকসার ৪, অশ্বিন ১২, উনাদকাট ১৪*, উমেশ ১৪, সিরাজ ৭; তাসকিন ১৫-২-৫৮-১, সাকিব ১৯.৩-৩-৭৯-৪, খালেদ ১০-১-৪‌১-০, তাইজুল ২৫-৩-৭৪-৪, মিরাজ ১৭-২-৬১-১)

23 Dec 2022, 11:06 AM

শান্ত-জাকিরের দৃঢ়তা

শেষ বেলার কঠিন চ্যালেঞ্জে উতরে গেলেন নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। কাটিয়ে দিলেন স্নায়ু চাপের ৬ ওভার।

এই সময়ে দুই বাঁহাতি ওপেনার তুলেছেন কেবল ৭ রান। ২৫ বলে এক চারে ৫ রানে অপরাজিত শান্ত। ১১ বলে ২ রানে খেলছেন জাকির।

ভারতের চেয়ে এখনও ৮০ রানে পিছিয়ে বাংলাদেশ। তৃতীয় দিন ব্যাটসম্যানদের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ২২৭

ভারত ১ম ইনিংস: ৩১৪

বাংলাদেশ ২য় ইনিংস: ৬ ওভারে ৭/০ (শান্ত ৫*, জাকির ২*; উমেশ ২-১-৪-০, অশ্বিন ৩-১-৩-০, উনাদকাট ১-১-০-০)