বাংলাদেশ

রাজধানীতে ১৭-২৩ মার্চ ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহে পুলিশের হাতে আটক গাড়িতে পরিপূর্ণ আগারগাঁওয়ের ডাম্পিং স্টেশন। ছবি: আসিফ মাহমুদ অভি
নবায়ন ছাড়াই ৭১ হাজার ২১৮টি যান এখনও সড়কে চলছে বলে দাবি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ।
কেন এসব ফুটব্রিজ
সড়ক দুর্ঘটনা এড়াতে যাদের জন্য তৈরি হয়েছে ফুটব্রিজ, সেই পথচারীদেরই পা পড়ে না ঢাকার অধিকাংশ ফুটব্রিজে।
হেঁটে চলার রাস্তার উপর নির্মাণ করা হচ্ছে ফুটওভার ব্রিজ। যার কারণে বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হয় পথচারীদের। ছবিটি শহীদ তাজউদ্দীন আহমদ সরণির। ছবি: আব্দুল্লাহ আল মমীন
ফুটপাতের ওপর কোথাও গাছ, কোথাও আবার বিদ্যুত বা টেলিফোনের খুঁটি, সুইচ বক্স। কোথাও ফুটপাতজুড়ে বসেছে ফুটব্রিজের খুঁটি, সিঁড়ি। আছে পুলিশ বক্সও। বিভিন্ন বিপনী বিতানের সামনে ফুটপাতের দখল নিয়েছে যানবাহন। আর হ ...
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সামনে ‘স্মৃতি স্থাপনা’
সরকারের নানা উদ্যোগের পরও কমানো যাচ্ছে না সড়ক দুর্ঘটনা, প্রতি বছর সড়কে মৃত্যুর মিছিল কেবলই দীর্ঘায়িত হচ্ছে।
মোটরসাইকেলের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনা বাড়ায় অনেকের মধ্যে উদ্বেগ রয়েছে
পরিবহন সঙ্কট আর যানজটের শহর ঢাকায় দ্রুত আর সহজ যাতায়াতের মাধ্যম হিসেবে মোটরসাইকেলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। রাইড শেয়ারিং সেবাও এক্ষেত্রে একটি বড় ভূমিকা রেখেছে।
গতবছর বাসচাপায় নিহত হন একাত্তর টেলিভিশনের কর্মকর্তা আনোয়ার হোসেন। বাসের নিচে তার মোটর সাইকেল
রাজধানীতে অধিকাংশ সড়ক দুর্ঘটনা বাসের কারণে ঘটছে বলে তথ্য উঠে এসেছে বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) এক গবেষণায়। ঢাকায় সাম্প্রতিক আলোচিত সড়ক দুর্ঘটনাগুলোর সবকটিতেই বাসের বেপরোয়া চালনাকে দায় ...