বাংলাদেশ

দাউদ মার্চেন্টকেও ফেরত চায় ভারত
কেবল ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) নেতা অনুপ চেটিয়াকে নয়, গুলশান কুমার হত্যা মামলার আসামি দাউদ মার্চেন্টকেও ফেরত চায় ভারত।
image-fallback
মনমোহন সিংয়ের সাম্প্রতিক ঢাকা সফরে তিস্তার পানিবণ্টন চুক্তি কী কারণে হয়নি তা সবাই জানে- বলেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
image-fallback
সরকার ভারতকে ট্রানজিট দিয়ে দিয়েছে- বিএনপির এ দাবির মুখে প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা বলেছেন, যোগাযোগ বৃদ্ধি মানেই ভারতকে ট্রানজিট দেওয়া নয়।
image-fallback
তিস্তা চুক্তি নিয়ে মতবিরোধ নিরসনে মনমোহন সিংয়ের দূত হয়ে মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন ভারতের কেন্দ্রীয় তথ্যমন্ত্রী অম্বিকা সোনি।
মনমোহনের দূত হয়ে অম্বিকা কলকাতায়
তিস্তা চুক্তি নিয়ে মতবিরোধ অবসানে মনমোহন সিংয়ের দূত হয়ে মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অম্বিকা সোনি।
সাক্ষাৎকারপ্রতিশ্রুতি রাখতে হবে ভারতকে: শ্রীরাধা দত্ত
"এই মুহুর্তে ভারতের অজুহাত দেখানো বন্ধ করা এবং প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশকে সব দেয়া উচিত।"
'ট্রানজিটে সাশ্রয়ের অর্থ চাওয়া ঠিক হবে না'
ট্রানজিটের জন্য ফি নেওয়ার পক্ষে হলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী আবারো বললেন, ট্রানজিট ব্যবহার করে ভারতের যে অর্থ সাশ্রয় হবে, তার ভাগ চাওয়া ঠিক হবে না।
image-fallback
তিস্তা চুক্তি না হলে ভারতকে ট্রানজিট সুবিধাও দেওয়া হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।