১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১
মধুসূদন শৈশবে ফারসি শিখেছিলেন। তখনকার সাগরদাঁড়ী, আজকের শেখপুরা গ্রামের মৌলভি সাহেবের কাছে ফারসি শিখে পাঠ করেছেন ফারসি সাহিত্য।
স্বাধীনতার জন্য মহান মুক্তিযুদ্ধের ইঙ্গিতবাহী পঙক্তিদ্বয় তাকে তুলে নিবে ইতিহাসে। নিয়েছেও।
যখন স্কুলে পড়তাম তখন দেখতাম স্কুলের বড়ো আপুরা কবি হেলাল হাফিজের নানা কবিতা স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে আবৃত্তি করতেন।
এই কবি বিষাদকে শৈল্পিক ব্যঞ্জনায় বাজিয়ে তুলতে পারদর্শী। এই নৈপুণ্য তাঁর সহজাত।
অধ্যাপক হারুন-উর রশিদ-এর সবচাইতে বড় গুণগুলোর ভেতর দু'টির উল্লেখ না করলেই নয়—মানুষের গুণকে স্বীকৃতি দেয়া এবং সাহস।
আজ যখন চারপাশে তাকাই দেখি চুরিচামারি, ছিঁচকেমি, বদমাইশি আর মিথ্যাচারের ছড়াছড়ি।