২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
দীর্ঘাঙ্গী কবিতাকে অন্য অনেক মেয়ের মাঝে সহজেই খুঁজে পাওয়া যায়।
এই অসময়ের ঝড় তুফান তাকে অশান্ত করে তোলে, বুক ভরে শ্বাস নিয়ে সে বারবার এলিকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে।
কিন্তু মন্টু তার একটু কাছাকাছি আসতেই কেন যেন ঘাবড়ে গেলো।
সেখানে আছে এক নৃত্যপর নটরাজন, তাঁর পায়ের তলায় প্রকাণ্ড আরেক মাহমুদুল হক, যে বিগত, খণ্ডিত, দহনগ্রস্ত! তার শবের ওপর দাঁড়িয়ে প্রলয়নাচন নাচছেন স্বয়ং তিনি মাহমুদুলেশ্বর...।
মাগরিবের আজানের সাথে নভেম্বরের শীত শীত আবহাওয়ার সুবাস ছড়িয়ে গেছে পুরো এলাকা
পথের বাঁকে বাঁকে অজানা সব বিপদ অপেক্ষা করছে জেনেও এই পেশা তাকে আষ্টে-পৃষ্ঠে বেঁধে রেখেছিল।