স্পোর্টস ডেস্ক
চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়বেন লিওনেল মেসি, এমন গুঞ্জন শোনা যাচ্ছে অনেক দিন ধরে। ফরাসি গণমাধ্যমের খবর, আর্জেন্টাইন মহাতারকার জায়গায় ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার বেনার্দো সিলভাকে দলে টানতে চায় লিগ ওয়ানের ক্লাবটি।
পিএসজির সঙ্গে চলতি মৌসুমে চুক্তি শেষ মেসির। ক্লাব ছাড়তে চাওয়ার কথা নাকি এরই মধ্যে কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে আলোচনা চলছে মেসির। কদিন আগে এশিয়ার দেশটিতে ভ্রমণ করে নিষেধাজ্ঞাও পেয়েছিলেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।
ফরাসি পত্রিকা লা পারিসিয়ানের খবর, মেসি চলে গেলে সেই জায়গায় সিলভাকে আনতে চাইছে পিএসজি। গত মৌসুমেও পর্তুগিজ মিডফিল্ডারকে নেওয়ার চেষ্টা চালিয়েছিল ফরাসি ক্লাবটি।
মোনাকো থেকে ২০১৭ সালে সিটিতে যোগ দেন সিলভা। এখন পর্যন্ত ইংলিশ ক্লাবটির হয়ে ৩০২ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ৫৩টি, অ্যাসিস্ট ৫৮টি। প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছেন চারটি।