সিরিয়ার পাশে থাকবে ইরান: রুহানি

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে শেষতক সমর্থন দিয়ে যাবে ইরান। দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি উদ্ধৃতি দিয়ে ইরানের বার্তা সংস্থাগুলো একথা জানিয়েছে।

>>রয়টার্স
Published : 2 June 2015, 11:49 AM
Updated : 2 June 2015, 11:49 AM

৪ বছরের যুদ্ধে সাম্প্রতিক সময়েই সবচেয়ে কঠিন চাপের মুখে পড়েছে সিরিয়ার সেনাবাহিনী। গতমাসে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা প্রাচীন গনরী পালমিরা দখর করে নেয়।

মঙ্গলবার তেহরানে সিরিয়ার পার্লামেন্ট স্পিকারের সঙ্গে বৈঠককালে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘ইরনা’ জানায়, “ইরানি জাতি ও সরকার পথের শেষ পর্যন্ত সিরিয়া জাতি এবং সরকারের পাশে থাকবে।”

“তেহরান সিরিয়ার প্রতি তাদের নৈতিক দায়-দায়িত্ব ভুলে যায়নি এবং দেশটির সরকারকে সবসময়ই সমর্থন ও সহযোগিতা করে যাবে”

সিরিয়ার পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ আল লাহামের ইরান সফর দামেস্ক এবং তেহরানের মধ্যে উচ্চপর্যায়ের আরো অনেক সফরের মধ্যে অন্যতম। আসাদের ওপর চাপ বাড়তে থাকার সময়ে এ সফরের মধ্য দিয়ে দু’দেশের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ই স্পষ্ট হয়ে উঠেছে।

সিরিয়ায় ২০১১ সালে আসাদ-বিরোধী আন্দোলনেরও আগে থেকে শিয়া ইরান আসাদ ও তার বাবাকে সমর্থন দিয়ে আসছে।