ক্যালিফোর্নিয়ায় অবৈধ পুলিশ বাহিনী, গ্রেপ্তার ৩

যুক্তরাষ্ট্রে তথাকথিত মেসনিক ফ্রাটার্নাল পুলিশ বিভাগ নামে একটি অবৈধ পুলিশ বাহিনী পরিচালনার অভিযোগে এর তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ক্যালিফোর্নিয়ার পুলিশ। 

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2015, 09:32 AM
Updated : 7 May 2015, 09:32 AM

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের ছদ্মবেশ নেয়ার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। 

যুক্তরাষ্ট্রের ৩৩টি রাজ্যে ও মেক্সিকোতে তাদের আইনি বৈধতা আছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। ঐতিহাসিক ক্রুসেডকালীন মধ্যযুগে তাদের উৎপত্তি এবং তারা দ্য নাইটস টেম্পেলার-এর (খ্রিস্টান রক্ষীবাহিনী) উত্তরাধিকারী বলে নিজেদের দাবি করেছে। 

গ্রেপ্তারদের অন্যতম ব্রান্ডন কিয়েল, ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল কমলা হ্যারিসের দপ্তরের একজন নিম্ন-পদস্থ কর্মী।

তদন্তকারীরা দলটির অধিকারে থাকা ইউনিফর্ম, অস্ত্র ও যানবাহন উদ্ধার করেছে। 

কিয়েল, ডেভিড হেনরি ও টোনেত্তি হেইসকে ৩০ এপ্রিল গ্রেপ্তার করা হয়েছিল, পরে ওইদিনই তাদের জামিনে ছেড়ে দেয়া হয়। 

জানুয়ারির শেষে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পুলিশ প্রধানের কাছে আসা একটি চিঠির সূত্র ধরে ওই গোষ্ঠীটির বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ। ওই চিঠিতে কিয়েল গোষ্ঠীটির ‘উপপ্রধান পরিচালক’ হিসেবে দায়িত্বপালন করতে পারেন বলে জানানো হয়েছিল। 

গোষ্ঠীটির অধিকারে ৫৬৮৬টি গ্রামীণ কেন্দ্র আছে বলে চিঠিটিতে দাবি করা হয়েছে।